২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গুলিবিদ্ধ প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান, ভর্তি করা হল হাসপাতালে, দেখুন ভাইরাল ভিডিও

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৩ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • / 41

গুলিবিদ্ধ হওয়ার পর প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে


 

পুবের কলম ওয়েবডেস্কঃ  ইমরান খান কে লক্ষ করে চলল গুলি,পাঞ্জাব প্রদেশের  ওয়াজিরবাদে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর পায়ে গুলি লেগেছে. একে ৪৭ দিয়ে চালানো হয়  এলোপাতাড়ি গুলি এই ঘটনায় আহত হয়েছেনইমরানের ম্যানেজার সহ মোট ১৫ জন।আহতদের মধ্যে আছে এক শিশুও।  গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।

আরও পড়ুন: বুধবার কি জামিন পাবেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান?

উল্লেখ্য পাকিস্তান জুড়ে লংমার্চ করছেন তেহেরিকই ইনসাফ দলের প্রধান তথা প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরান খানের দুই পায়েই গুলি লেগেছে। তাকে লাহোরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই আপাতত হাসপাতালে  চিকিৎসাধীন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। ঘটনার তীব্র নিন্দা করেছেন পাক প্রধানমন্ত্রী  শাহবাজ শরিফ।

আরও পড়ুন: ৬০০ দিনেরও বেশি জেলবন্দি ইমরান খান, ‘ন্যায়বিচারের অপেক্ষা’

পিটিআই নেতা ও প্রাক্তন  মন্ত্রী ফাওয়াদ চৌধূরী বলেছেন, পাকিস্তানের ইমরান খানের পায়ে গুলি লেগেছে।পাকিস্তানে আগাম নির্বাচনের দাবিতে করাচি থেকে রাজধানী ইসলামাবাদের উদ্দেশ্যে লংমার্চ শুরু করেছেন ইমরান খান। গত শুক্রবার এই লংমার্চ শুরু হয়। এই লংমার্চে কন্টেনার ব্যবহার করে বিশেষ গাড়ি তৈরি করা হয়েছে। এই গাড়িতে যাত্রা করছেন ইমরান খান। ইমরান ইসমাইল বলেন, ওই কন্টেইনারের সামনে থেকে একে–৪৭ রাইফেল ব্যবহার করে গুলি চালানো হয়েছে।

সম্প্রতি ইমরান খানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন সামরিক গুপ্তচর শাখার প্রধান লেফটেন্যান্ট জেনারেল নাদিম আহমেদ অঞ্জুম। তিনি এমনও দাবি করেন, ইমরান  পাক সেনার সমালোচনা করছেন, কারণ সেনা তাঁর কথা মতো অসাংবিধানিক কাজ করতে সম্মত হয়নি। শুধু তাই নয়, আইএসআই প্রধান আরও অভিযোগ করেন, নিজের সরকার টিকিয়ে রাখতে মদতের বিনিময়ে পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে একটি ‘লোভনীয়’ প্রস্তাবও দিয়েছিলেন ইমরান। অভিযোগের পালটা দিয়ে ইমরান বলেছিলেন,”চাইলে আইএসআইয়ের মুখোশ খুলে দিতে পারতাম। কিন্তু দেশের নিরাপত্তার কথা ভেবেই এই কাজ করিনি। ইমরানের এই হুঁশিয়ারি ভালো ভাবে নেয়নি আই এস তাই পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই আক্রমণের নেপথ্যে এই সম্ভাবনার কথাও উড়িয়ে দিচ্ছেননা  ওয়াকিবহাল মহল।

২০০৭ সালে ভরা জনসমাবেশে  রাওয়ালপিন্ডিতে ভরা জনসমাবেশে গুলি করে খুন করা হয়েছিল বেনজির ভুট্টোকে। ইমরানের মতই প্রধানমন্ত্রীত্ব হারিয়ে ফের ভোট যুদ্ধে নামতে প্রস্তুত হচ্ছিলেন বেনজির।

https://twitter.com/PTIofficial/status/1588137362760007680?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1588137362760007680%7Ctwgr%5E596cc0e0b3f446ab5c37ee2cb309762b5d711f22%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.dawn.com%2Flive%2Fpakistan

পিটিআইয়ের আরেক নেতা ইমরান ইসমাইল বলেছেন, হামলার সময় তিনি ইমরান খানের পাশে ছিলেন। পাকিস্তানের প্রাক্তন এই প্রধানমন্ত্রীর পায়ে তিন থেকে চারটি গুলি লেগেছে।গুলিতে গুরুতর আহত হয়েছেন পিটিআইয়ের আরেক নেতা ফয়সাল জাভেদ । রক্তাক্ত জাভেদ হাসপাতাল থেকেই ট্যুইটারে পুরো হামলার বিবৃতি দেন।

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গুলিবিদ্ধ প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান, ভর্তি করা হল হাসপাতালে, দেখুন ভাইরাল ভিডিও

আপডেট : ৩ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ  ইমরান খান কে লক্ষ করে চলল গুলি,পাঞ্জাব প্রদেশের  ওয়াজিরবাদে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর পায়ে গুলি লেগেছে. একে ৪৭ দিয়ে চালানো হয়  এলোপাতাড়ি গুলি এই ঘটনায় আহত হয়েছেনইমরানের ম্যানেজার সহ মোট ১৫ জন।আহতদের মধ্যে আছে এক শিশুও।  গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।

আরও পড়ুন: বুধবার কি জামিন পাবেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান?

উল্লেখ্য পাকিস্তান জুড়ে লংমার্চ করছেন তেহেরিকই ইনসাফ দলের প্রধান তথা প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরান খানের দুই পায়েই গুলি লেগেছে। তাকে লাহোরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই আপাতত হাসপাতালে  চিকিৎসাধীন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। ঘটনার তীব্র নিন্দা করেছেন পাক প্রধানমন্ত্রী  শাহবাজ শরিফ।

আরও পড়ুন: ৬০০ দিনেরও বেশি জেলবন্দি ইমরান খান, ‘ন্যায়বিচারের অপেক্ষা’

পিটিআই নেতা ও প্রাক্তন  মন্ত্রী ফাওয়াদ চৌধূরী বলেছেন, পাকিস্তানের ইমরান খানের পায়ে গুলি লেগেছে।পাকিস্তানে আগাম নির্বাচনের দাবিতে করাচি থেকে রাজধানী ইসলামাবাদের উদ্দেশ্যে লংমার্চ শুরু করেছেন ইমরান খান। গত শুক্রবার এই লংমার্চ শুরু হয়। এই লংমার্চে কন্টেনার ব্যবহার করে বিশেষ গাড়ি তৈরি করা হয়েছে। এই গাড়িতে যাত্রা করছেন ইমরান খান। ইমরান ইসমাইল বলেন, ওই কন্টেইনারের সামনে থেকে একে–৪৭ রাইফেল ব্যবহার করে গুলি চালানো হয়েছে।

সম্প্রতি ইমরান খানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন সামরিক গুপ্তচর শাখার প্রধান লেফটেন্যান্ট জেনারেল নাদিম আহমেদ অঞ্জুম। তিনি এমনও দাবি করেন, ইমরান  পাক সেনার সমালোচনা করছেন, কারণ সেনা তাঁর কথা মতো অসাংবিধানিক কাজ করতে সম্মত হয়নি। শুধু তাই নয়, আইএসআই প্রধান আরও অভিযোগ করেন, নিজের সরকার টিকিয়ে রাখতে মদতের বিনিময়ে পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে একটি ‘লোভনীয়’ প্রস্তাবও দিয়েছিলেন ইমরান। অভিযোগের পালটা দিয়ে ইমরান বলেছিলেন,”চাইলে আইএসআইয়ের মুখোশ খুলে দিতে পারতাম। কিন্তু দেশের নিরাপত্তার কথা ভেবেই এই কাজ করিনি। ইমরানের এই হুঁশিয়ারি ভালো ভাবে নেয়নি আই এস তাই পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই আক্রমণের নেপথ্যে এই সম্ভাবনার কথাও উড়িয়ে দিচ্ছেননা  ওয়াকিবহাল মহল।

২০০৭ সালে ভরা জনসমাবেশে  রাওয়ালপিন্ডিতে ভরা জনসমাবেশে গুলি করে খুন করা হয়েছিল বেনজির ভুট্টোকে। ইমরানের মতই প্রধানমন্ত্রীত্ব হারিয়ে ফের ভোট যুদ্ধে নামতে প্রস্তুত হচ্ছিলেন বেনজির।

https://twitter.com/PTIofficial/status/1588137362760007680?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1588137362760007680%7Ctwgr%5E596cc0e0b3f446ab5c37ee2cb309762b5d711f22%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.dawn.com%2Flive%2Fpakistan

পিটিআইয়ের আরেক নেতা ইমরান ইসমাইল বলেছেন, হামলার সময় তিনি ইমরান খানের পাশে ছিলেন। পাকিস্তানের প্রাক্তন এই প্রধানমন্ত্রীর পায়ে তিন থেকে চারটি গুলি লেগেছে।গুলিতে গুরুতর আহত হয়েছেন পিটিআইয়ের আরেক নেতা ফয়সাল জাভেদ । রক্তাক্ত জাভেদ হাসপাতাল থেকেই ট্যুইটারে পুরো হামলার বিবৃতি দেন।