০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপ জয়ই লক্ষ্য, জন্মদিনে জানালেন বিরাট

পুবের কলম ওয়েবডেস্ক: শনিবার নিজের ৩৪তম জন্মদিনে নিজের লক্ষ্য ঠিক করে ফেললেন বিরাট কোহলি। সতীর্থদের সঙ্গে জন্মদিন পালন করার পরে তিনি জানিয়ে দিলেন, লক্ষ্য একটাই। চলতি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েই দেশে ফেরা। প্রসঙ্গত, রবিবার গ্রুপের শেষ ম্যাচ খেলতে নামার আগে ভারতের সংগ্রহে রয়েছে ৪ ম্যাচে ৬ পয়েন্ট এবং এখনও পর্যন্ত চারটি ম্যাচ থেকে বিরাট ২২০ রান সংগ্রহ করেছেন।
এ দিন বিসিসিআইয়ের তরফ থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেখানে কোহলি বলেন, ‘আমরা সবাই সেমিফাইনালে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে কীভাবে চাপ সামাল দিতে হয়, সেটা আমাদের জানা আছে। যেকোনও প্রতিযোগিতায় কঠিন ম্যাচ জিতলে আত্মবিশ্বাস এমনিই বেড়ে যায়। এবারের বিশ্বকাপে আমরা কঠিন ম্যাচ জিতেছি। আর এখন আমরা খোলামনে খেলতে নামছি।’
ভারত অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে তাঁর মনোমালিন্য নিয়ে নানা সময়ে বিভিন্ন ধরনের কথা উঠেছে। দুই তারকাই অবশ্য সেই সব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। এই প্রসঙ্গে কোহলিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমাদের চিন্তাভাবনা এক। লক্ষ্য এক। আমরা সবসময়ই চিন্তা করি, কীভাবে দলকে জেতানো যায়। দু’জনে এই নিয়ে আলোচনা করে থাকি। রোহিত কোনও বিষয়ে জানতে চাইলে আমি সবসময়ই এগিয়ে আসি। আমি যখন দলের অধিনায়ক ছিলাম, রোহিতও সর্বদা আমাকে সাহায্য করতে এগিয়ে এসেছে। ২০০৭ সালের আমরা টি-২০ বিশ্বকাপ জিততে পারিনি। এবার কাপটা জিতেই দেশে ফিরতে চাই।’
অষ্ট্রেলিয়ার মাটিতে ব্যাটার বিরাট অধিকাংশ সময়ই সফল। এই প্রসঙ্গে কোহলি বলছেন, ‘অষ্ট্রেলিয়া খেলার সময় মনে হয়, দেশেই আছি। এখানে যেকোনও মাঠে পারফর্ম করলে প্রাপ্য সম্মান পাওয়া যায়। আমি সেটা পেয়ে থাকি। মাঠে তো বটেই মাঠের বাইরেও লোকে সম্মান দেখায়।’

ট্যাগ :
সর্বধিক পাঠিত

রাশিয়ায় আছড়ে পড়ল ইউক্রেনীয় ড্রোন, হামলা নিহত ২৪ জন নাগরিক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিশ্বকাপ জয়ই লক্ষ্য, জন্মদিনে জানালেন বিরাট

আপডেট : ৫ নভেম্বর ২০২২, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক: শনিবার নিজের ৩৪তম জন্মদিনে নিজের লক্ষ্য ঠিক করে ফেললেন বিরাট কোহলি। সতীর্থদের সঙ্গে জন্মদিন পালন করার পরে তিনি জানিয়ে দিলেন, লক্ষ্য একটাই। চলতি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েই দেশে ফেরা। প্রসঙ্গত, রবিবার গ্রুপের শেষ ম্যাচ খেলতে নামার আগে ভারতের সংগ্রহে রয়েছে ৪ ম্যাচে ৬ পয়েন্ট এবং এখনও পর্যন্ত চারটি ম্যাচ থেকে বিরাট ২২০ রান সংগ্রহ করেছেন।
এ দিন বিসিসিআইয়ের তরফ থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেখানে কোহলি বলেন, ‘আমরা সবাই সেমিফাইনালে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে কীভাবে চাপ সামাল দিতে হয়, সেটা আমাদের জানা আছে। যেকোনও প্রতিযোগিতায় কঠিন ম্যাচ জিতলে আত্মবিশ্বাস এমনিই বেড়ে যায়। এবারের বিশ্বকাপে আমরা কঠিন ম্যাচ জিতেছি। আর এখন আমরা খোলামনে খেলতে নামছি।’
ভারত অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে তাঁর মনোমালিন্য নিয়ে নানা সময়ে বিভিন্ন ধরনের কথা উঠেছে। দুই তারকাই অবশ্য সেই সব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। এই প্রসঙ্গে কোহলিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমাদের চিন্তাভাবনা এক। লক্ষ্য এক। আমরা সবসময়ই চিন্তা করি, কীভাবে দলকে জেতানো যায়। দু’জনে এই নিয়ে আলোচনা করে থাকি। রোহিত কোনও বিষয়ে জানতে চাইলে আমি সবসময়ই এগিয়ে আসি। আমি যখন দলের অধিনায়ক ছিলাম, রোহিতও সর্বদা আমাকে সাহায্য করতে এগিয়ে এসেছে। ২০০৭ সালের আমরা টি-২০ বিশ্বকাপ জিততে পারিনি। এবার কাপটা জিতেই দেশে ফিরতে চাই।’
অষ্ট্রেলিয়ার মাটিতে ব্যাটার বিরাট অধিকাংশ সময়ই সফল। এই প্রসঙ্গে কোহলি বলছেন, ‘অষ্ট্রেলিয়া খেলার সময় মনে হয়, দেশেই আছি। এখানে যেকোনও মাঠে পারফর্ম করলে প্রাপ্য সম্মান পাওয়া যায়। আমি সেটা পেয়ে থাকি। মাঠে তো বটেই মাঠের বাইরেও লোকে সম্মান দেখায়।’