২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চিনে শুরু হয়েছে ২০ তম রেড লিফ ফেস্টিভাল, আসছেন বিশ্বের নানা দেশের পর্যটকরা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৬ নভেম্বর ২০২২, রবিবার
  • / 296

 

পুবের কলম ওয়েবডেস্ক: . চিনে শুরু হয়েছে২০তম সিচুয়ান গুয়াংউ মাউনটেন ইন্টারন্যাশনাল ‘রেড লিফ ফেস্টিভাল। বিশ্বের নানা প্রান্ত থেকে পর্যটকরা এই উৎসবে অংশ নিতে ছুটে আসেন।

আরও পড়ুন: চিনের ওপর ১০০ শতাংশ শুল্ক ট্রাম্পের

চিনে শুরু হয়েছে ২০ তম রেড লিফ ফেস্টিভাল, আসছেন বিশ্বের নানা দেশের পর্যটকরা

আরও পড়ুন: গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান চিনের

 

আরও পড়ুন: শুল্কযুদ্ধে টানাপোড়েনের মধ্যেই শি জিনপিঙের সঙ্গে ফোনে কথা ট্রাম্পের, যাচ্ছেন চিন 

উদ্বোধনী অনুষ্ঠানে কূটনৈতিক দল, যুব প্রতিনিধি, চিনের বহুজাতিক কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ এবং মিডিয়া প্রতিনিধিসহ একটি আন্তর্জাতিক প্রতিনিধিদল অংশ নেন।

গুয়াংউ পাহাড়ের লালপাতার দুর্দান্ত দৃশ্য ভালোভাবে দেখানোর জন্য এ বছর ‘লালপাতা উৎসব’-এর উদ্বোধনী অনুষ্ঠান অনলাইন ও অফলাইন পদ্ধতিতে একযোগে অনুষ্ঠিত হয়।

লালপাতার উৎসবটি যৌথভাবে আয়োজন করে সিচুয়ান প্রাদেশিক সংস্কৃতি ও পর্যটন বিভাগ, সিচুয়ান প্রাদেশিক বন ও তৃণভূমি ব্যুরো, সিচুয়ান প্রাদেশিক ও বৈদেশিক বিষয়ক কার্যালয় এবং পাঝং মিউনিসিপ্যাল পিপলস গভর্নমেন্ট।

পাঝং মিউনিসিপ্যাল পিপলস গভর্নমেন্টের মেয়র গাও পংলিং উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং সিচুয়ান প্রাদেশিক পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির ডেপুটি ডিরেক্টর ওয়াং ফেই উদ্বোধনী অনুষ্ঠানের ঘোষণা করেন।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চিনে শুরু হয়েছে ২০ তম রেড লিফ ফেস্টিভাল, আসছেন বিশ্বের নানা দেশের পর্যটকরা

আপডেট : ৬ নভেম্বর ২০২২, রবিবার

 

পুবের কলম ওয়েবডেস্ক: . চিনে শুরু হয়েছে২০তম সিচুয়ান গুয়াংউ মাউনটেন ইন্টারন্যাশনাল ‘রেড লিফ ফেস্টিভাল। বিশ্বের নানা প্রান্ত থেকে পর্যটকরা এই উৎসবে অংশ নিতে ছুটে আসেন।

আরও পড়ুন: চিনের ওপর ১০০ শতাংশ শুল্ক ট্রাম্পের

চিনে শুরু হয়েছে ২০ তম রেড লিফ ফেস্টিভাল, আসছেন বিশ্বের নানা দেশের পর্যটকরা

আরও পড়ুন: গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান চিনের

 

আরও পড়ুন: শুল্কযুদ্ধে টানাপোড়েনের মধ্যেই শি জিনপিঙের সঙ্গে ফোনে কথা ট্রাম্পের, যাচ্ছেন চিন 

উদ্বোধনী অনুষ্ঠানে কূটনৈতিক দল, যুব প্রতিনিধি, চিনের বহুজাতিক কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ এবং মিডিয়া প্রতিনিধিসহ একটি আন্তর্জাতিক প্রতিনিধিদল অংশ নেন।

গুয়াংউ পাহাড়ের লালপাতার দুর্দান্ত দৃশ্য ভালোভাবে দেখানোর জন্য এ বছর ‘লালপাতা উৎসব’-এর উদ্বোধনী অনুষ্ঠান অনলাইন ও অফলাইন পদ্ধতিতে একযোগে অনুষ্ঠিত হয়।

লালপাতার উৎসবটি যৌথভাবে আয়োজন করে সিচুয়ান প্রাদেশিক সংস্কৃতি ও পর্যটন বিভাগ, সিচুয়ান প্রাদেশিক বন ও তৃণভূমি ব্যুরো, সিচুয়ান প্রাদেশিক ও বৈদেশিক বিষয়ক কার্যালয় এবং পাঝং মিউনিসিপ্যাল পিপলস গভর্নমেন্ট।

পাঝং মিউনিসিপ্যাল পিপলস গভর্নমেন্টের মেয়র গাও পংলিং উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং সিচুয়ান প্রাদেশিক পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির ডেপুটি ডিরেক্টর ওয়াং ফেই উদ্বোধনী অনুষ্ঠানের ঘোষণা করেন।