২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ট্যুইটার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করলেন আমেরিকার সুপার মডেল জিজি হাদিদ

ইমামা খাতুন
  • আপডেট : ৮ নভেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 45

পুবের কলম ওয়েব ডেস্ক: ট্যুইটারের ভক্তদের কাছে ক্ষমা চেয়ে এবার নিজের ট্যুইটার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করলেন আমেরিকার সুপার মডেল জিজি হাদিদ। মন্তব্য ট্যুইটার এখন ঘৃনা বিদ্বেষের নর্দমায় পরিণত হয়েছে।

উল্লেখ্য এলন মাস্ক ট্যুইটার কেনার পর অনেক নামকরা তারকা ও গুণী ব্যক্তিত্ব এক এক করে ট্যুইটার ত্যাগ করেছেন। প্রতিনিয়ত যেন এ তালিকা বাড়ছেই! এবার সেই তালিকায় যুক্ত হলো আরও এক তারকার নাম!

আরও পড়ুন: ‘নরখাদক’ বাবা-মাকে খুন করল মার্কিন তরুণ

বর্তমানে অভিনেত্রীর প্রফাইল টুইটারে বিদ্যমান নেই বলে জানা গেছে। সংগঠনটির ব্যাপক কর্মী ছাঁটাইয়ের মধ্যে হাদিদ এই সিদ্ধান্ত ঘোষণা করেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘দীর্ঘ সময় ধরে ছিলাম ট্যুইটারে। তবে এর নতুন নেতৃত্বের সাথে এটি দিনে দিনে আরও বেশি ঘৃণা ও ধর্মান্ধতার প্ল্যাটফর্মে পরিণত হচ্ছে এবং এটি আর সেই জায়গা নেই, যেটির অংশ হতে আমি হতে চাইতাম।’

আরও পড়ুন: চ্যাটজিপিটির ব্যবহার শিখিয়ে ৩৫ হাজার ডলার আয় মার্কিন যুবকের

তবে শুধু জিজি হাদিদ একাই ট্যুইটার ছেড়েছে তা নয়, এর মধ্যেই বিশ্বের অন্যতম সামাজিক মাধ্যম ট্যুইটার ছেড়েছেন মার্কিন চলচ্চিত্র প্রযোজক কেন অলিন, গীতিকার সারা ব্যারেইলিস ও টনি ব্র্যঙ্কস্টন মার্কিন সেলেব্রিটি, গ্রেজ অ্যানাটমির শ্রষ্টা শোন্ডা রাইমস, টি লিওনি, রন পার্লম্যান, সহ আরও অনেকে।

আরও পড়ুন: আফ্রো চুলে নিজের রেকর্ড ভাঙলেন মার্কিন নারী

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ট্যুইটার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করলেন আমেরিকার সুপার মডেল জিজি হাদিদ

আপডেট : ৮ নভেম্বর ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েব ডেস্ক: ট্যুইটারের ভক্তদের কাছে ক্ষমা চেয়ে এবার নিজের ট্যুইটার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করলেন আমেরিকার সুপার মডেল জিজি হাদিদ। মন্তব্য ট্যুইটার এখন ঘৃনা বিদ্বেষের নর্দমায় পরিণত হয়েছে।

উল্লেখ্য এলন মাস্ক ট্যুইটার কেনার পর অনেক নামকরা তারকা ও গুণী ব্যক্তিত্ব এক এক করে ট্যুইটার ত্যাগ করেছেন। প্রতিনিয়ত যেন এ তালিকা বাড়ছেই! এবার সেই তালিকায় যুক্ত হলো আরও এক তারকার নাম!

আরও পড়ুন: ‘নরখাদক’ বাবা-মাকে খুন করল মার্কিন তরুণ

বর্তমানে অভিনেত্রীর প্রফাইল টুইটারে বিদ্যমান নেই বলে জানা গেছে। সংগঠনটির ব্যাপক কর্মী ছাঁটাইয়ের মধ্যে হাদিদ এই সিদ্ধান্ত ঘোষণা করেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘দীর্ঘ সময় ধরে ছিলাম ট্যুইটারে। তবে এর নতুন নেতৃত্বের সাথে এটি দিনে দিনে আরও বেশি ঘৃণা ও ধর্মান্ধতার প্ল্যাটফর্মে পরিণত হচ্ছে এবং এটি আর সেই জায়গা নেই, যেটির অংশ হতে আমি হতে চাইতাম।’

আরও পড়ুন: চ্যাটজিপিটির ব্যবহার শিখিয়ে ৩৫ হাজার ডলার আয় মার্কিন যুবকের

তবে শুধু জিজি হাদিদ একাই ট্যুইটার ছেড়েছে তা নয়, এর মধ্যেই বিশ্বের অন্যতম সামাজিক মাধ্যম ট্যুইটার ছেড়েছেন মার্কিন চলচ্চিত্র প্রযোজক কেন অলিন, গীতিকার সারা ব্যারেইলিস ও টনি ব্র্যঙ্কস্টন মার্কিন সেলেব্রিটি, গ্রেজ অ্যানাটমির শ্রষ্টা শোন্ডা রাইমস, টি লিওনি, রন পার্লম্যান, সহ আরও অনেকে।

আরও পড়ুন: আফ্রো চুলে নিজের রেকর্ড ভাঙলেন মার্কিন নারী