০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

১৮ নভেম্বর থেকে শীতকালীন অধিবেশন রাজ্য বিধানসভায়

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৮ নভেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 11

পুবের কলম প্রতিবেদক:  আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হতে চলেছে বিধানসভার শীতকালীন অধিবেশন। এখনো পর্যন্ত যা খবর, তাতে আগামী ১৬ নভেম্বর রাজ্য বিধানসভায় সর্বদলীয় বৈঠক ডেকেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

ওই দিনই কার্য উপদেষ্টা কমিটির অধিবেশন সম্পন্ন হবে। এরপর ১৮ তারিখ শোক প্রস্তাব পাঠের মাধ্যমে অধিবেশন শুরু হবে। তবে প্রশ্নোত্তর পর্ব সহ সামগ্রিকভাবে বিধানসভার অধিবেশন শুরু হবে কুড়ি নভেম্বর থেকে। এখনো পর্যন্ত যতটুকু খবর তাতে এই শীতকালীন অধিবেশন ৩০ নভেম্বর পর্যন্ত চলতে পারে।

প্রসঙ্গত, এবার শীতকালীন অধিবেশনে বেশ কতগুলি গুরুত্বপূর্ণ বিল আসতে পারে। এই বিলের মধ্যে অবশ্যই রয়েছে এলাকা বিন্যাসের গুরুত্বপূর্ণ কিছু বিল। ইতিমধ্যেই বিধানসভার সূত্রে যতটুকু জানা গিয়েছে দফতর এবং শিক্ষা দফতরের তরফ থেকে গুরুত্বপূর্ণ বিল এই শীতকালীন অধিবেশনে আনা হতে পারে। তবে অধিকাংশই সংশোধনী বিল বলে খবর। রাজ্যে এই মুহূর্তে জোর আলোচনা ডিসেম্বর মাস নিয়ে।

শুভেন্দু অধিকারী-সুকান্ত মজুমদারেরা বারবারই ডিসেম্বরের কথা বলছেন। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইনশৃঙ্খলা নিয়ে পুলিশ এবং জেলা প্রশাসনকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন এই অবস্থায় খুব স্বাভাবিকভাবেই জোরদার ভাবে জায়গা পেতে পারে আইনশৃঙ্খলা প্রসঙ্গ। একইভাবে বিধানসভা অধিবেশন শুরু হলে চাকরি প্রার্থীদের বিষয়টিও বিরোধীদের আলোচনায় উঠে আসতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

১৮ নভেম্বর থেকে শীতকালীন অধিবেশন রাজ্য বিধানসভায়

আপডেট : ৮ নভেম্বর ২০২২, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক:  আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হতে চলেছে বিধানসভার শীতকালীন অধিবেশন। এখনো পর্যন্ত যা খবর, তাতে আগামী ১৬ নভেম্বর রাজ্য বিধানসভায় সর্বদলীয় বৈঠক ডেকেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

ওই দিনই কার্য উপদেষ্টা কমিটির অধিবেশন সম্পন্ন হবে। এরপর ১৮ তারিখ শোক প্রস্তাব পাঠের মাধ্যমে অধিবেশন শুরু হবে। তবে প্রশ্নোত্তর পর্ব সহ সামগ্রিকভাবে বিধানসভার অধিবেশন শুরু হবে কুড়ি নভেম্বর থেকে। এখনো পর্যন্ত যতটুকু খবর তাতে এই শীতকালীন অধিবেশন ৩০ নভেম্বর পর্যন্ত চলতে পারে।

প্রসঙ্গত, এবার শীতকালীন অধিবেশনে বেশ কতগুলি গুরুত্বপূর্ণ বিল আসতে পারে। এই বিলের মধ্যে অবশ্যই রয়েছে এলাকা বিন্যাসের গুরুত্বপূর্ণ কিছু বিল। ইতিমধ্যেই বিধানসভার সূত্রে যতটুকু জানা গিয়েছে দফতর এবং শিক্ষা দফতরের তরফ থেকে গুরুত্বপূর্ণ বিল এই শীতকালীন অধিবেশনে আনা হতে পারে। তবে অধিকাংশই সংশোধনী বিল বলে খবর। রাজ্যে এই মুহূর্তে জোর আলোচনা ডিসেম্বর মাস নিয়ে।

শুভেন্দু অধিকারী-সুকান্ত মজুমদারেরা বারবারই ডিসেম্বরের কথা বলছেন। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইনশৃঙ্খলা নিয়ে পুলিশ এবং জেলা প্রশাসনকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন এই অবস্থায় খুব স্বাভাবিকভাবেই জোরদার ভাবে জায়গা পেতে পারে আইনশৃঙ্খলা প্রসঙ্গ। একইভাবে বিধানসভা অধিবেশন শুরু হলে চাকরি প্রার্থীদের বিষয়টিও বিরোধীদের আলোচনায় উঠে আসতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।