২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরপ্রদেশে বাইকের চাকায় জড়িয়ে গেল বানর, তারপর কি হল দেখুন ভাইরাল ভিডিও

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৯ নভেম্বর ২০২২, বুধবার
  • / 45

 

 

আরও পড়ুন: ধর্মীয় স্থানগুলির ৫০০ মিটার পর্যন্ত মাংস বিক্রি নিষিদ্ধ

 

আরও পড়ুন: বোনের বিয়ের আশীর্বাদের বাইক দিতে গিয়ে পথ দুর্ঘটনায় জখম ৩ 

পুবের কলম ওয়েবডেস্ক: বানরের বাঁদরামির সঙ্গে আমরা কমবেশি সকলেই পরিচিত। কিন্তু উত্তরপ্রদেশের বারাবাঙ্কিতে বাইকের চাকায় জড়িয়ে গেল এক বানর। ভাইরাল ভিডিও দেখার পর আঁতকে উঠছেন নেটিজেনরা ।

আরও পড়ুন: জোরে বাইক চালানোর প্রতিবাদ করায় বচসা, তৃণমূলের বুথ সভাপতিকে প্রকাশ্যে গুলি নদিয়ায়

 

ভাইরাল একটি বানরকে বাইকের সামনের চাকায় আটকে থাকতে দেখা যায়।কিন্তু এই বানরটি কীভাবে বাইকের চাকায় আটকে পড়ল? বলা হচ্ছে, বারাবাঙ্কির বাদোসরাইয়ে যখন একটি দ্রুতগতির বাইক রাস্তা দিয়ে ছুটছিল, সেই সময় একটি বানর রাস্তা পার হচ্ছিল, সেই সময় বাইকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার সময়  সামনের চাকায় আটকে যায়। এসময় বাইক আরোহী কোনভাবে ব্রেক কষে বাইক থামায়।

 

বাইকের চাকায় আটকে থাকা বানরটিকে দেখতে  সেখানে মানুষের ভিড় জমে যায়, এই দুর্ঘটনায় বানর এবং বাইক আরোহী উভয়ই নিরাপদ ছিল । ভিডিওতে দেখা যায় সেখানে উপস্থিত লোকজন কীভাবে বাইকের চাকা থেকে বানরটিকে বের করার চেষ্টা করছেন। একজন মেকানিকের সাহায্যে বাইকের চাকা খুলে বানরটিকে নিরাপদে বের করে আনা হয়।  এই ভিডিও সোশ্যাল মিডিয়ায়  ভাইরাল হয়েছে । এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউটিউবে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উত্তরপ্রদেশে বাইকের চাকায় জড়িয়ে গেল বানর, তারপর কি হল দেখুন ভাইরাল ভিডিও

আপডেট : ৯ নভেম্বর ২০২২, বুধবার

 

 

আরও পড়ুন: ধর্মীয় স্থানগুলির ৫০০ মিটার পর্যন্ত মাংস বিক্রি নিষিদ্ধ

 

আরও পড়ুন: বোনের বিয়ের আশীর্বাদের বাইক দিতে গিয়ে পথ দুর্ঘটনায় জখম ৩ 

পুবের কলম ওয়েবডেস্ক: বানরের বাঁদরামির সঙ্গে আমরা কমবেশি সকলেই পরিচিত। কিন্তু উত্তরপ্রদেশের বারাবাঙ্কিতে বাইকের চাকায় জড়িয়ে গেল এক বানর। ভাইরাল ভিডিও দেখার পর আঁতকে উঠছেন নেটিজেনরা ।

আরও পড়ুন: জোরে বাইক চালানোর প্রতিবাদ করায় বচসা, তৃণমূলের বুথ সভাপতিকে প্রকাশ্যে গুলি নদিয়ায়

 

ভাইরাল একটি বানরকে বাইকের সামনের চাকায় আটকে থাকতে দেখা যায়।কিন্তু এই বানরটি কীভাবে বাইকের চাকায় আটকে পড়ল? বলা হচ্ছে, বারাবাঙ্কির বাদোসরাইয়ে যখন একটি দ্রুতগতির বাইক রাস্তা দিয়ে ছুটছিল, সেই সময় একটি বানর রাস্তা পার হচ্ছিল, সেই সময় বাইকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার সময়  সামনের চাকায় আটকে যায়। এসময় বাইক আরোহী কোনভাবে ব্রেক কষে বাইক থামায়।

 

বাইকের চাকায় আটকে থাকা বানরটিকে দেখতে  সেখানে মানুষের ভিড় জমে যায়, এই দুর্ঘটনায় বানর এবং বাইক আরোহী উভয়ই নিরাপদ ছিল । ভিডিওতে দেখা যায় সেখানে উপস্থিত লোকজন কীভাবে বাইকের চাকা থেকে বানরটিকে বের করার চেষ্টা করছেন। একজন মেকানিকের সাহায্যে বাইকের চাকা খুলে বানরটিকে নিরাপদে বের করে আনা হয়।  এই ভিডিও সোশ্যাল মিডিয়ায়  ভাইরাল হয়েছে । এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউটিউবে।