০২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
সাঁতরাগাছি কোনা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, বাসের ধাক্কায় গুরুতর আহত বাইক আরোহী
বিপাশা চক্রবর্তী
- আপডেট : ১১ নভেম্বর ২০২২, শুক্রবার
- / 171
অর্পিতা লাহিড়ী, সাঁতরাগাছি: সাঁতরাগাছি কোনা এক্সপ্রেস ওয়ে বেতোর মোড়ের কাছে দুর্ঘটনা। শুক্রবার সন্ধ্যার দিকে দ্রুতগতিতে আসা নিউটাউন ধূলাগড় রুটের একটি বাসের ধাক্কায় আহত হলেন এক বাইক আরোহী। দুর্ঘটনায় সামান্য আহত হয়েছে বাসে থাকা এক শিশু।

আহত বাইক আরোহীকে দ্রুত হাওড়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যাত্রীর মাথায় ও পায়ে চোট লেগেছে। ঘটনাস্থলে আসে চ্যার্টার্জিহাট থানার পুলিশ। আহত বাইক আরোহীর আঘাত গুরুতর বলে জানা গেছে। স্থানীয়রাই তাকে উদ্ধার করে। পরে ঘটনাস্থলে আসে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ সাঁতরাগাছিতে প্রায়শই দুর্ঘটনার মুখে পড়ে সাধারণ মানুষ। বাসগুলি বেশিরভাগ সময় রেষারেষি করে, আর তার মাশুল দিতে হয় সাধারণ মানুষকে।











































