২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মাঝ আকাশে সংঘর্ষ দুই মার্কিন যুদ্ধ বিমানের, নিহত কমপক্ষে ৬ দেখুন  ভাইরাল ভিডিও

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৩ নভেম্বর ২০২২, রবিবার
  • / 22

T

 

আরও পড়ুন: উত্তরপ্রদেশে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত কমপক্ষে ৬, আহত ১৫ জন

 

 

 

পুবের কলম ওয়েবডেস্ক: মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ দুই মার্কিন যুদ্ধ বিমানের। ভেঙে কয়েক টুকরো, নিহত কমপক্ষে ৬। এই সংঘর্ষের ভয়ানক ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মনে করা হচ্ছে নিহত ৬জনের ওই দুটি অভিশপ্ত বিমানের  পাইলট এবং বিমান ক্রু।

 

জানা গেছে, টেক্সাসের ডালাস বিমানবন্দরে একটি এয়ার শোর আয়োজন করা হয়েছিল। সেখানেই একটি বড় আকারের বোয়িং বি-১৭ বম্বার বিমানের সঙ্গে অপেক্ষাকৃত ছোট একটি বিমানের সংঘর্ষ হয়। ছোট বিমানটি হলো বেল পি-৬৩ কিংকোবরা। একটি ভিডিও ফুটেজে দেখা যায় যে, মাঝ আকাশে বিমান দুটির সংঘর্ষের পর মাটিতে আছড়ে পড়ছে এবং আগুন ধরে যায়।

 

আমেরিকান এয়ারলাইন্সের পাইলটদের প্রতিনিধিত্বকারী অ্যালাইড পাইলট অ্যাসোসিয়েশন বলছে, টেরি বার্কার ও লেন রুত নামে দুই প্রাক্তন  সদস্য রয়েছেন নিহতদের মধ্যে। অন্য আরেক সূত্রে জানা গেছে, বিমান দুটির সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন কমপক্ষে। শনিবার ডালাসের এই এয়ার শো দেখতে হাজির হয়েছিলেন চার থেকে ছয় হাজার মানুষ।ডালাসের মেয়র এরিক জনসন এটিকে ‘ভয়াবহ ট্রাজেডি’ বলে উল্লেখ করেছেন।

 

বোয়িং বি-১৭ বম্বার বিমানটির একটি ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির সঙ্গে যুদ্ধে জয়ী হওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই বোমারু বিমানের।। আর পি-৬৩ কিংকোবরা জাতীয় বিমান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রথম তৈরি করা হয়  যার ব্যবহার করতো সোভিয়েত বিমান বাহিনী।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মাঝ আকাশে সংঘর্ষ দুই মার্কিন যুদ্ধ বিমানের, নিহত কমপক্ষে ৬ দেখুন  ভাইরাল ভিডিও

আপডেট : ১৩ নভেম্বর ২০২২, রবিবার

T

 

আরও পড়ুন: উত্তরপ্রদেশে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত কমপক্ষে ৬, আহত ১৫ জন

 

 

 

পুবের কলম ওয়েবডেস্ক: মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ দুই মার্কিন যুদ্ধ বিমানের। ভেঙে কয়েক টুকরো, নিহত কমপক্ষে ৬। এই সংঘর্ষের ভয়ানক ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মনে করা হচ্ছে নিহত ৬জনের ওই দুটি অভিশপ্ত বিমানের  পাইলট এবং বিমান ক্রু।

 

জানা গেছে, টেক্সাসের ডালাস বিমানবন্দরে একটি এয়ার শোর আয়োজন করা হয়েছিল। সেখানেই একটি বড় আকারের বোয়িং বি-১৭ বম্বার বিমানের সঙ্গে অপেক্ষাকৃত ছোট একটি বিমানের সংঘর্ষ হয়। ছোট বিমানটি হলো বেল পি-৬৩ কিংকোবরা। একটি ভিডিও ফুটেজে দেখা যায় যে, মাঝ আকাশে বিমান দুটির সংঘর্ষের পর মাটিতে আছড়ে পড়ছে এবং আগুন ধরে যায়।

 

আমেরিকান এয়ারলাইন্সের পাইলটদের প্রতিনিধিত্বকারী অ্যালাইড পাইলট অ্যাসোসিয়েশন বলছে, টেরি বার্কার ও লেন রুত নামে দুই প্রাক্তন  সদস্য রয়েছেন নিহতদের মধ্যে। অন্য আরেক সূত্রে জানা গেছে, বিমান দুটির সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন কমপক্ষে। শনিবার ডালাসের এই এয়ার শো দেখতে হাজির হয়েছিলেন চার থেকে ছয় হাজার মানুষ।ডালাসের মেয়র এরিক জনসন এটিকে ‘ভয়াবহ ট্রাজেডি’ বলে উল্লেখ করেছেন।

 

বোয়িং বি-১৭ বম্বার বিমানটির একটি ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির সঙ্গে যুদ্ধে জয়ী হওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই বোমারু বিমানের।। আর পি-৬৩ কিংকোবরা জাতীয় বিমান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রথম তৈরি করা হয়  যার ব্যবহার করতো সোভিয়েত বিমান বাহিনী।