১২ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জামিন পেলেন জ্যাকলিন

সামিমা এহসানা
  • আপডেট : ১৫ নভেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 41

পুবের কলম, ওয়েব ডেস্ক: স্বস্তিতে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। ২০০ কোটি টাকার প্রতারণার অভিযোগ ওঠে সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে। তাঁর সঙ্গে নাম জড়ায় অভিনেত্রী জ্যাকলিনেরও। শেষ পর্যন্ত সেই মামলায় জামিন পেলেন বলিউড অভিনেত্রী।

দিল্লির বিশেষ আদালতের বিচারক শৈলেন্দ্র মালিক জ্যাকলিনের জামিনের আবেদন মঞ্জুর করেন। ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডের বিনিময়ে বিচারক তাঁকে জামিন দেন। ইডি জ্যাকলিনকে গ্রেফতার করার পর থেকে দফায় দফায় জেরা করেছে তাঁকে। তখন থেকেই জামিনের আবেদন করছেন জ্যাকলিন। তথ্য প্রমাণ থাকা সত্বেও কেন জ্যাকলিনকে গ্রেফতার করা হয়নি, সেই নিয়ে আদালতের ভৎসনার মুখে পড়ে ইডি।

আরও পড়ুন: অর্থ তছরুপ মামলায় এবার ইডির চার্জশিটে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ এর নাম

আদালতে ইডি অভিযোগ করেছিল, জ্যাকলিন তথ্য-প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন। শুধু তাই নয়, তিনি দেশ ছেড়ে পালানোর চেষ্টাও করেছিলেন। কিন্তু জ্যাকলিন দাবি করেন, এই কেলেঙ্কারির সঙ্গে তিনি কোনোভাবেই যুক্ত নন। অন্যদিকে জেলবন্দি সুকেশ তাঁর আইনজীবী মারফত আদালতে জানিয়েছিলেন যে এই কেলেঙ্কারির সঙ্গে জ্যাকলিনের সম্পর্ক নেই। অকারণে তাঁর নাম জড়িয়ে হেনস্থা করার চেষ্টা হচ্ছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জামিন পেলেন জ্যাকলিন

আপডেট : ১৫ নভেম্বর ২০২২, মঙ্গলবার

পুবের কলম, ওয়েব ডেস্ক: স্বস্তিতে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। ২০০ কোটি টাকার প্রতারণার অভিযোগ ওঠে সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে। তাঁর সঙ্গে নাম জড়ায় অভিনেত্রী জ্যাকলিনেরও। শেষ পর্যন্ত সেই মামলায় জামিন পেলেন বলিউড অভিনেত্রী।

দিল্লির বিশেষ আদালতের বিচারক শৈলেন্দ্র মালিক জ্যাকলিনের জামিনের আবেদন মঞ্জুর করেন। ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডের বিনিময়ে বিচারক তাঁকে জামিন দেন। ইডি জ্যাকলিনকে গ্রেফতার করার পর থেকে দফায় দফায় জেরা করেছে তাঁকে। তখন থেকেই জামিনের আবেদন করছেন জ্যাকলিন। তথ্য প্রমাণ থাকা সত্বেও কেন জ্যাকলিনকে গ্রেফতার করা হয়নি, সেই নিয়ে আদালতের ভৎসনার মুখে পড়ে ইডি।

আরও পড়ুন: অর্থ তছরুপ মামলায় এবার ইডির চার্জশিটে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ এর নাম

আদালতে ইডি অভিযোগ করেছিল, জ্যাকলিন তথ্য-প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন। শুধু তাই নয়, তিনি দেশ ছেড়ে পালানোর চেষ্টাও করেছিলেন। কিন্তু জ্যাকলিন দাবি করেন, এই কেলেঙ্কারির সঙ্গে তিনি কোনোভাবেই যুক্ত নন। অন্যদিকে জেলবন্দি সুকেশ তাঁর আইনজীবী মারফত আদালতে জানিয়েছিলেন যে এই কেলেঙ্কারির সঙ্গে জ্যাকলিনের সম্পর্ক নেই। অকারণে তাঁর নাম জড়িয়ে হেনস্থা করার চেষ্টা হচ্ছে।