০২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ক্যালিফোর্নিয়ায় ১১ বছরের কন্যা সন্তানকে হত্যায় অভিযুক্ত চার্চ নেতা

ইমামা খাতুন
  • আপডেট : ১৫ নভেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 81

পুবের কলম ওয়েব ডেস্কঃ ১১ বছরের কন্যা সন্তানকে নির্যাতন ও হত্যার অভিযোগে ক্যালিফোর্নিয়ার এক চার্চের নেতা ও তার পিতা-মাতাকে গ্রেফতার করা হয়েছে। স্যান দিয়েগো কাউন্টির পুলিশ বিভাগ জানায়, রক চার্চের নেতা লেটিসিয়া ম্যাককর্মাক তার মেয়ে আরাবেলা ম্যাককর্মাককে নির্যাতন ও নির্মম ভাবে হত্যা করেছে। এই ঘটনার খবর জানাজানি হতেই মেগাচার্চের ওয়েবসাইট থেকে নেতা হিসাবে ম্যাককর্মাকের নাম সরিয়ে দেওয়া হয়েছে।

 

আরও পড়ুন: খুনিদের রক্ষা! আখলাক হত্যাকাণ্ডের অভিযুক্তদের ছাড় দিতে উদ্যোগী উত্তরপ্রদেশ সরকার

পুলিশ জানায়, আরাবেলা এক এতিমখানায় বড় হয়। পরবর্তীতে তাকে দত্তক নেন ব্রায়ান ও লেটিসিয়া ম্যাককর্মাক। ৪৯ বছর বয়সী চার্চ নেতার লেটিসিয়ার পিতা ৭৫ বছর বয়সী স্ট্যানলি টমও এই হত্যাকাণ্ডে অভিযুক্ত হয়েছে।

আরও পড়ুন: Gaza hospital-এ বোমা মেরে ৫ সাংবাদিককে খুন ইসরাইলের

 

আরও পড়ুন: ফের মধ্যপ্রদেশ! এবার চুরির অভিযোগে যুবককে ‘উলঙ্গ’ করে মারধরের অভিযোগ, ভাইরাল ভিডিয়ো  

আগস্টের ৩০ তারিখের ঘটনা। স্যান দিয়েগোর স্প্রিং ভ্যালি থেকে পুলিশ স্টেশনে জরুরি ফোন যায়। ঘটনাস্থলে গিয়ে আরাবেলাকে খুঁজে পায় পুলিশ। এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।

 

গোয়েন্দারা সেদিনই জানান, নির্যাতনের শিকার হয়ে মারা গিয়েছে আরাবেলা। আরাবেলার সারা শরীরে আঘাতের চিহ্ন ছিল। পুলিশ জানায়, পুষ্টির অভাবেও ভুগছিল আরাবেলা। জানা গিয়েছে, হত্যাকাণ্ডে অভিযুক্ত লেটিসিয়া ২০১৩ সাল থেকে রক চার্চে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ শুরু করেন। এরপর চার্চের প্রশাসনিক কাজেও তার ভূমিকা ছিল।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ক্যালিফোর্নিয়ায় ১১ বছরের কন্যা সন্তানকে হত্যায় অভিযুক্ত চার্চ নেতা

আপডেট : ১৫ নভেম্বর ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ ১১ বছরের কন্যা সন্তানকে নির্যাতন ও হত্যার অভিযোগে ক্যালিফোর্নিয়ার এক চার্চের নেতা ও তার পিতা-মাতাকে গ্রেফতার করা হয়েছে। স্যান দিয়েগো কাউন্টির পুলিশ বিভাগ জানায়, রক চার্চের নেতা লেটিসিয়া ম্যাককর্মাক তার মেয়ে আরাবেলা ম্যাককর্মাককে নির্যাতন ও নির্মম ভাবে হত্যা করেছে। এই ঘটনার খবর জানাজানি হতেই মেগাচার্চের ওয়েবসাইট থেকে নেতা হিসাবে ম্যাককর্মাকের নাম সরিয়ে দেওয়া হয়েছে।

 

আরও পড়ুন: খুনিদের রক্ষা! আখলাক হত্যাকাণ্ডের অভিযুক্তদের ছাড় দিতে উদ্যোগী উত্তরপ্রদেশ সরকার

পুলিশ জানায়, আরাবেলা এক এতিমখানায় বড় হয়। পরবর্তীতে তাকে দত্তক নেন ব্রায়ান ও লেটিসিয়া ম্যাককর্মাক। ৪৯ বছর বয়সী চার্চ নেতার লেটিসিয়ার পিতা ৭৫ বছর বয়সী স্ট্যানলি টমও এই হত্যাকাণ্ডে অভিযুক্ত হয়েছে।

আরও পড়ুন: Gaza hospital-এ বোমা মেরে ৫ সাংবাদিককে খুন ইসরাইলের

 

আরও পড়ুন: ফের মধ্যপ্রদেশ! এবার চুরির অভিযোগে যুবককে ‘উলঙ্গ’ করে মারধরের অভিযোগ, ভাইরাল ভিডিয়ো  

আগস্টের ৩০ তারিখের ঘটনা। স্যান দিয়েগোর স্প্রিং ভ্যালি থেকে পুলিশ স্টেশনে জরুরি ফোন যায়। ঘটনাস্থলে গিয়ে আরাবেলাকে খুঁজে পায় পুলিশ। এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।

 

গোয়েন্দারা সেদিনই জানান, নির্যাতনের শিকার হয়ে মারা গিয়েছে আরাবেলা। আরাবেলার সারা শরীরে আঘাতের চিহ্ন ছিল। পুলিশ জানায়, পুষ্টির অভাবেও ভুগছিল আরাবেলা। জানা গিয়েছে, হত্যাকাণ্ডে অভিযুক্ত লেটিসিয়া ২০১৩ সাল থেকে রক চার্চে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ শুরু করেন। এরপর চার্চের প্রশাসনিক কাজেও তার ভূমিকা ছিল।