০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ভারত থেকে সামুদ্রিক মাছ নিষিদ্ধ ঘোষণা কাতার সরকারের

ইমামা খাতুন
  • আপডেট : ১৯ নভেম্বর ২০২২, শনিবার
  • / 65

পুবের কলম ওয়েব ডেস্কঃ বিশ্বকাপের প্রাক্কালে ভারত থেকে সামুদ্রিক খাদ্য আমদানি বন্ধ করল কাতার। যদিও আশা করা হয়েছিল এই সময় মাছের আমদানি পরিমাণ আরও বাড়বে। তবে চালানে ক্ষতিকারক মাইক্রোব্যাক্টেরিয়া থাকায় সাময়িক ভাবে আমদানি নিষিদ্ধ করল মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ কাতার।

২০ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ। একদিকে যেমন উৎসাহ, উদ্দীপনা তুঙ্গে রয়েছে অন্যদিকে নানান জিনিসে রয়েছে নিষেধাজ্ঞা। তার সঙ্গে চলছে খাদ্য সামগ্রীর পরীক্ষা। সেই সময় দেখা যায়, ভারত থেকে আসা কিছু চালানের চিংড়ির গুণগত মান ঠিক নেই। তবে জানা গেছে যেই চালান নিয়ে সমস্যা তৈরি হয়েছে, সেগুলি অক্টোবর নাগাদ ভারত থেকে কাতারে গিয়ে পৌঁছেছিল। ভারতের চিংড়ির গুনগত মান নিয়ে সমস্যার বিষয়টি ইতিমধ্যেই দেশটির স্বাস্থ্য সংক্রান্ত ঊর্ধ্বতন কর্তাদের জানিয়েছে মেরিন প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথোরিটি’।

আরও পড়ুন: Epicentre of global terror: একটা দেশ সন্ত্রাসবাদের কেন্দ্রে পরিণত হয়েছে: জয়শঙ্কর

 

আরও পড়ুন: world football: ২০২৬  ফুটবল বিশ্বকাপে ইসরাইলকে নিষিদ্ধের উদ্যোগ ঠেকাবে আমেরিকা  

ইতিমধ্যেই ফিফার পক্ষ থেকে বিশ্বকাপের স্টেডিয়াম চত্বরে বিয়ার বিক্রি নিষিদ্ধ বলে ঘোষণা করে দেওয়া হয়েছে, শুধু তাই নয় মুসলিম দেশ হওয়াই দেশে আগত মহিলা সমর্থকদের ইতিমধ্যেই কাঁধ ও হাঁটু ঢাকা জামা পড়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার।

আরও পড়ুন: Women’s Asia Cup Hockey 2025: এশিয়া কাপ হকিতে ফাইনালে ভারত

 

উল্লেখ্য, ইতিহাসের আঙিনায় দাঁড়িয়ে রয়েছে কাতার বিশ্বকাপ। কাতার বিশ্বকাপ নিয়ে ফুটবল সমর্থকদের আগ্রহ যত বাড়ছে, তেমনই যারা মধ্য প্রাচ্যের এই দেশে যাচ্ছেন, তাদের জন্য নিয়মের বেড়াজাল ক্রমশই শক্ত হচ্ছে। মদ, শুকনো নেশা, যৌনতার ওপর আগেই তালা লাগিয়ে দিয়েছিল কাতার। এবার সামুদ্রিক মাছের আমদানি সাময়িক সময়ের জন্য নিষেধ করেছে দেশটি। তবে খুব শিঘ্রই এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলেই সূত্রের খবর।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভারত থেকে সামুদ্রিক মাছ নিষিদ্ধ ঘোষণা কাতার সরকারের

আপডেট : ১৯ নভেম্বর ২০২২, শনিবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ বিশ্বকাপের প্রাক্কালে ভারত থেকে সামুদ্রিক খাদ্য আমদানি বন্ধ করল কাতার। যদিও আশা করা হয়েছিল এই সময় মাছের আমদানি পরিমাণ আরও বাড়বে। তবে চালানে ক্ষতিকারক মাইক্রোব্যাক্টেরিয়া থাকায় সাময়িক ভাবে আমদানি নিষিদ্ধ করল মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ কাতার।

২০ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ। একদিকে যেমন উৎসাহ, উদ্দীপনা তুঙ্গে রয়েছে অন্যদিকে নানান জিনিসে রয়েছে নিষেধাজ্ঞা। তার সঙ্গে চলছে খাদ্য সামগ্রীর পরীক্ষা। সেই সময় দেখা যায়, ভারত থেকে আসা কিছু চালানের চিংড়ির গুণগত মান ঠিক নেই। তবে জানা গেছে যেই চালান নিয়ে সমস্যা তৈরি হয়েছে, সেগুলি অক্টোবর নাগাদ ভারত থেকে কাতারে গিয়ে পৌঁছেছিল। ভারতের চিংড়ির গুনগত মান নিয়ে সমস্যার বিষয়টি ইতিমধ্যেই দেশটির স্বাস্থ্য সংক্রান্ত ঊর্ধ্বতন কর্তাদের জানিয়েছে মেরিন প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথোরিটি’।

আরও পড়ুন: Epicentre of global terror: একটা দেশ সন্ত্রাসবাদের কেন্দ্রে পরিণত হয়েছে: জয়শঙ্কর

 

আরও পড়ুন: world football: ২০২৬  ফুটবল বিশ্বকাপে ইসরাইলকে নিষিদ্ধের উদ্যোগ ঠেকাবে আমেরিকা  

ইতিমধ্যেই ফিফার পক্ষ থেকে বিশ্বকাপের স্টেডিয়াম চত্বরে বিয়ার বিক্রি নিষিদ্ধ বলে ঘোষণা করে দেওয়া হয়েছে, শুধু তাই নয় মুসলিম দেশ হওয়াই দেশে আগত মহিলা সমর্থকদের ইতিমধ্যেই কাঁধ ও হাঁটু ঢাকা জামা পড়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার।

আরও পড়ুন: Women’s Asia Cup Hockey 2025: এশিয়া কাপ হকিতে ফাইনালে ভারত

 

উল্লেখ্য, ইতিহাসের আঙিনায় দাঁড়িয়ে রয়েছে কাতার বিশ্বকাপ। কাতার বিশ্বকাপ নিয়ে ফুটবল সমর্থকদের আগ্রহ যত বাড়ছে, তেমনই যারা মধ্য প্রাচ্যের এই দেশে যাচ্ছেন, তাদের জন্য নিয়মের বেড়াজাল ক্রমশই শক্ত হচ্ছে। মদ, শুকনো নেশা, যৌনতার ওপর আগেই তালা লাগিয়ে দিয়েছিল কাতার। এবার সামুদ্রিক মাছের আমদানি সাময়িক সময়ের জন্য নিষেধ করেছে দেশটি। তবে খুব শিঘ্রই এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলেই সূত্রের খবর।