০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরপ্রদেশের মতো কলকাতার গঙ্গার ঘাটে আরতি দেখতে চান মমতা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২১ নভেম্বর ২০২২, সোমবার
  • / 100

পুবের কলম প্রতিবেদকঃ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্ন দেখেছিলেন দিঘাতেও হবে জগন্নাথ মন্দির। ইতিমধ্যেই তার কাজ শুরু হয়েছে দিঘাতে। ২৪ এর বিধানসভার ভোটকে পাখির চোখ সেই কাজ চলছে জোরকদমে। সোমবার তিনি জানালেন, তিনি চান উত্তরপ্রদেশের মতো কলকাতাতেও হোক গঙ্গা আরতি। কলকাতার প্রিন্সেপ ঘাটে গঙ্গার ঘাট সংস্কার করে উত্তরপ্রদেশের মত কলকাতাতেও গঙ্গা আরতি দেখতে চান তিনি।

স্বাস্থ্য নিয়ে পর্যালোচনা বৈঠকের মাঝে এদিন এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ওখানে পৌষমেলা হয়। তাই দ্রুত প্রিন্সেপ ঘাট সংস্কার করতে হবে এবং দ্রুত ঘাট পরিষ্কার করারও নির্দেশ দেন তিনি।

আরও পড়ুন: কার্নিভাল উপলক্ষ্যে সেজে উঠছে কলকাতা

মমতার কথায়, খুব খারাপ লাগে। এ যেন বাচ্চা ছেলে। রোজরোজ ললিপপ ধরিয়ে দেবে হাতে। বারবার কেন ললিপপ ধরিয়ে দেওয়ার মত মনে করিয়ে দিতে হবে? তিনি আরো বলেন,  মন্ত্রী-জনপ্রতিনিধি- সরকার পরিবর্তন হয় কিন্তু আধিকারিকদের দায়িত্ব একই থাকে। ‘পলিসি’ চেঞ্জ হয় না।

আরও পড়ুন: NCRB Report: কেন্দ্রীয় রিপোর্টে চতুর্থবার দেশের সবচেয়ে নিরাপদ শহর কলকাতা

এদিন মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন এমন একটি জায়গা খুঁজে বের করতে হবে যেখানে মন্দির আছে এবং গঙ্গা আরতি করা যায়। একটা ঘাট যেখানে মন্দির থাকবে। বসার জায়গা থাকবে।

আরও পড়ুন: দুর্গাপুজোর মুখে প্রধানমন্ত্রীর কলকাতা সফর উপলক্ষ্যে একাধিক রাস্তায় নিষেধাজ্ঞা জারি লালবাজারের

মুখ্যমন্ত্রীর কথায়, সময় লাগে, লাগুক। ২ বছর দেরি হোক কিন্তু সমস্ত বিষয় খতিয়ে দেখে একটা জায়গা ঠিক করে গঙ্গা আরতির ব্যবস্থা হোক। তাঁর নির্দেশ, এমন জায়গা ঠিক করতে হবে যেখানে উপযুক্ত সুরক্ষা ব্যবস্থা থাকবে। কেউ পড়ে যাবেন না। বলেন, তাঁর ইচ্ছে এমনটাই। আর এই কাজের দায়িত্ব তিনি দিয়েছেন কলকাতা পুরনিগমকে। এখন দেখার, কত দিনে জগন্নাথ মন্দিরের মতো গঙ্গার ঘটে আরতি দেখার মুখ্যমন্ত্রীর যে সাধ-তা পূরণ হয়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উত্তরপ্রদেশের মতো কলকাতার গঙ্গার ঘাটে আরতি দেখতে চান মমতা

আপডেট : ২১ নভেম্বর ২০২২, সোমবার

পুবের কলম প্রতিবেদকঃ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্ন দেখেছিলেন দিঘাতেও হবে জগন্নাথ মন্দির। ইতিমধ্যেই তার কাজ শুরু হয়েছে দিঘাতে। ২৪ এর বিধানসভার ভোটকে পাখির চোখ সেই কাজ চলছে জোরকদমে। সোমবার তিনি জানালেন, তিনি চান উত্তরপ্রদেশের মতো কলকাতাতেও হোক গঙ্গা আরতি। কলকাতার প্রিন্সেপ ঘাটে গঙ্গার ঘাট সংস্কার করে উত্তরপ্রদেশের মত কলকাতাতেও গঙ্গা আরতি দেখতে চান তিনি।

স্বাস্থ্য নিয়ে পর্যালোচনা বৈঠকের মাঝে এদিন এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ওখানে পৌষমেলা হয়। তাই দ্রুত প্রিন্সেপ ঘাট সংস্কার করতে হবে এবং দ্রুত ঘাট পরিষ্কার করারও নির্দেশ দেন তিনি।

আরও পড়ুন: কার্নিভাল উপলক্ষ্যে সেজে উঠছে কলকাতা

মমতার কথায়, খুব খারাপ লাগে। এ যেন বাচ্চা ছেলে। রোজরোজ ললিপপ ধরিয়ে দেবে হাতে। বারবার কেন ললিপপ ধরিয়ে দেওয়ার মত মনে করিয়ে দিতে হবে? তিনি আরো বলেন,  মন্ত্রী-জনপ্রতিনিধি- সরকার পরিবর্তন হয় কিন্তু আধিকারিকদের দায়িত্ব একই থাকে। ‘পলিসি’ চেঞ্জ হয় না।

আরও পড়ুন: NCRB Report: কেন্দ্রীয় রিপোর্টে চতুর্থবার দেশের সবচেয়ে নিরাপদ শহর কলকাতা

এদিন মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন এমন একটি জায়গা খুঁজে বের করতে হবে যেখানে মন্দির আছে এবং গঙ্গা আরতি করা যায়। একটা ঘাট যেখানে মন্দির থাকবে। বসার জায়গা থাকবে।

আরও পড়ুন: দুর্গাপুজোর মুখে প্রধানমন্ত্রীর কলকাতা সফর উপলক্ষ্যে একাধিক রাস্তায় নিষেধাজ্ঞা জারি লালবাজারের

মুখ্যমন্ত্রীর কথায়, সময় লাগে, লাগুক। ২ বছর দেরি হোক কিন্তু সমস্ত বিষয় খতিয়ে দেখে একটা জায়গা ঠিক করে গঙ্গা আরতির ব্যবস্থা হোক। তাঁর নির্দেশ, এমন জায়গা ঠিক করতে হবে যেখানে উপযুক্ত সুরক্ষা ব্যবস্থা থাকবে। কেউ পড়ে যাবেন না। বলেন, তাঁর ইচ্ছে এমনটাই। আর এই কাজের দায়িত্ব তিনি দিয়েছেন কলকাতা পুরনিগমকে। এখন দেখার, কত দিনে জগন্নাথ মন্দিরের মতো গঙ্গার ঘটে আরতি দেখার মুখ্যমন্ত্রীর যে সাধ-তা পূরণ হয়।