দেহরক্ষীকে ছাত্রদের উপর গুলি চালানোর নির্দেশের অভিযোগ উপাচার্যর বিরুদ্ধে : পদত্যাগের দাবিতে ধুন্ধুমার কাণ্ড বিশ্বভারতীতে
- আপডেট : ২৩ নভেম্বর ২০২২, বুধবার
- / 79
দেবশ্রী মজুমদার, শান্তিনিকেতন : ছাত্রদের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এমন অভিযোগ তুলে ক্ষিপ্ত ছাত্রছাত্রীরা বিশ্বভারতীর উপচার্যকে অনির্দিষ্ট কালের জন্য ঘেরাও করলো। ছাত্রছাত্রীদের দাবি, নিজস্ব সমস্যা নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে দেখা করতে গেলে তাদের প্রথমে বাধা দেয় নিরাপত্তারক্ষীরা।
তারপর জোর করে উপাচার্যর ঘরে ঢুকলে, অভিযোগ যে দেহরক্ষীকে পড়ুয়াদের উপর গুলি চালানোর নির্দেশ দেন উপাচার্য। শুধু তাতেই না থেমে, পেটোয়া গুণ্ডাদের ডেকে পড়ুয়াদের উপর আক্রমণ করান স্বয়ং উপাচার্য । ফলে ধ্বস্তা ধ্বস্তিতে ধুন্ধুমার কাণ্ড বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয় ভবনে। ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী এবং কর্মসচিব অশোক মাহাতো সহ অন্যান্য আধিকারিকদের কেন্দ্রীয় কার্যালয়ে ঘেরাও করে উপাচার্যর পদত্যাগের দাবিতে সরব হয়।