২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মাদ্রাসার এমএসকে-এসএসকে শিক্ষকদের ৫ শতাংশ বর্ধিত বেতন কার্যকর

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৩ নভেম্বর ২০২২, বুধবার
  • / 72

পুবের কলম প্রতিবেদকঃ  মাদ্রাসা শিক্ষা দফতরের অধীনে থাকা এমএসকে-এসএসকে শিক্ষক-শিক্ষিকাদের ৫ শতাংশ বেতন বা সাম্মানিক বৃদ্ধি ও বকেয়া মেটানোর নির্দেশিকা জারি করল ডায়রেক্টরেট অফ মাদ্রাসা এডুকেশন।

মাদ্রাসা শিক্ষা দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, ৫ শতাংশ হারে বর্ধিত বেতন মাদ্রাসার এমএমসে-এসএসকে শিক্ষকরা পাবেন।

আরও পড়ুন: মাদ্রাসার এমএসকে-এসএসকে শিক্ষকদের অবসরভাতা বেড়ে হল ৫ লক্ষ

উল্লেখ্য,  ২০১৯ সালে মাদ্রাসা শিক্ষা দফতরের অধীনে থাকা এমএসকে-এসএসকে শিক্ষকদের বেতন প্রতিবছর ৫০ শতাংশ হারে বেতন বৃদ্ধি করা হবে। অবসরকালীন সময়ে ১ লক্ষ টাকা প্রদান করা হবে।

আরও পড়ুন: চাকরির খবরঃ ২১ হাজার গ্রামীণ ডাক সেবক নিয়োগ করবে ডাকবিভাগ

এদিকে মাদ্রাসা শিক্ষকদের বেতন বৃদ্ধি ও বকেয়া মেটানোর বিষয়টি নিয়ে  খুশি শিক্ষকরা। তবে শিক্ষকদের আরও অভিযোগ শিক্ষা দফতরের অধীনে থাকা এমএসকে শিক্ষকরা বছরে ৩ শতাংশ বেতনের বর্ধিত অংশ পায়। অবসরকারীন সময় ৩ লক্ষ টাকা পাবেন এই শিক্ষকরা। রাজ্য সরকারের এই উদ্যোগে খুশি পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সাধারণ সম্পাদক মইদুল ইসলাম।

আরও পড়ুন: শিক্ষকদের বেতন বন্ধ করায় ইস্টার্ন কোলফিল্ডকে চার লক্ষ টাকা জরিমানা হাইকোর্টের

তিনি বলেন, রাজ্য সরকার মাদ্রাসার এমএসকে-এসএসকে শিক্ষকদের নিয়ে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। এতে ৪৯৭ মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাদের সুবিধা হবে। শিক্ষকদের অন্যান্য দাবিগুলিও আশাকরি পূরণ হবে।

কিন্তু মাদ্রাসার শিক্ষকদের ক্ষেত্রে পাঁচবছর অন্তর ৫ শতাংশ এবং এককালীন ১ লক্ষ টাকা করা হয়েছে। এতে মাদ্রাসার শিক্ষকদের সুবিধা কম দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন শিক্ষকরা।

এদিনে মাদ্রাসা শিক্ষা দফতরের  অধীনে এমএসকে-এসএসকে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ৪৯৭টি। এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে যাতে মাদ্রাসা শিক্ষা পর্ষদের তত্বাবধানে আনা যায়, তার জন্য একাধিকবার দাবি জানিয়েছিলেন শিক্ষকরা। কিন্তু কোনও সুরাহা না হওয়ার ফলে আদালতের মামলা করেছেন কয়েকজন শিক্ষক।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মাদ্রাসার এমএসকে-এসএসকে শিক্ষকদের ৫ শতাংশ বর্ধিত বেতন কার্যকর

আপডেট : ২৩ নভেম্বর ২০২২, বুধবার

পুবের কলম প্রতিবেদকঃ  মাদ্রাসা শিক্ষা দফতরের অধীনে থাকা এমএসকে-এসএসকে শিক্ষক-শিক্ষিকাদের ৫ শতাংশ বেতন বা সাম্মানিক বৃদ্ধি ও বকেয়া মেটানোর নির্দেশিকা জারি করল ডায়রেক্টরেট অফ মাদ্রাসা এডুকেশন।

মাদ্রাসা শিক্ষা দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, ৫ শতাংশ হারে বর্ধিত বেতন মাদ্রাসার এমএমসে-এসএসকে শিক্ষকরা পাবেন।

আরও পড়ুন: মাদ্রাসার এমএসকে-এসএসকে শিক্ষকদের অবসরভাতা বেড়ে হল ৫ লক্ষ

উল্লেখ্য,  ২০১৯ সালে মাদ্রাসা শিক্ষা দফতরের অধীনে থাকা এমএসকে-এসএসকে শিক্ষকদের বেতন প্রতিবছর ৫০ শতাংশ হারে বেতন বৃদ্ধি করা হবে। অবসরকালীন সময়ে ১ লক্ষ টাকা প্রদান করা হবে।

আরও পড়ুন: চাকরির খবরঃ ২১ হাজার গ্রামীণ ডাক সেবক নিয়োগ করবে ডাকবিভাগ

এদিকে মাদ্রাসা শিক্ষকদের বেতন বৃদ্ধি ও বকেয়া মেটানোর বিষয়টি নিয়ে  খুশি শিক্ষকরা। তবে শিক্ষকদের আরও অভিযোগ শিক্ষা দফতরের অধীনে থাকা এমএসকে শিক্ষকরা বছরে ৩ শতাংশ বেতনের বর্ধিত অংশ পায়। অবসরকারীন সময় ৩ লক্ষ টাকা পাবেন এই শিক্ষকরা। রাজ্য সরকারের এই উদ্যোগে খুশি পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সাধারণ সম্পাদক মইদুল ইসলাম।

আরও পড়ুন: শিক্ষকদের বেতন বন্ধ করায় ইস্টার্ন কোলফিল্ডকে চার লক্ষ টাকা জরিমানা হাইকোর্টের

তিনি বলেন, রাজ্য সরকার মাদ্রাসার এমএসকে-এসএসকে শিক্ষকদের নিয়ে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। এতে ৪৯৭ মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাদের সুবিধা হবে। শিক্ষকদের অন্যান্য দাবিগুলিও আশাকরি পূরণ হবে।

কিন্তু মাদ্রাসার শিক্ষকদের ক্ষেত্রে পাঁচবছর অন্তর ৫ শতাংশ এবং এককালীন ১ লক্ষ টাকা করা হয়েছে। এতে মাদ্রাসার শিক্ষকদের সুবিধা কম দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন শিক্ষকরা।

এদিনে মাদ্রাসা শিক্ষা দফতরের  অধীনে এমএসকে-এসএসকে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ৪৯৭টি। এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে যাতে মাদ্রাসা শিক্ষা পর্ষদের তত্বাবধানে আনা যায়, তার জন্য একাধিকবার দাবি জানিয়েছিলেন শিক্ষকরা। কিন্তু কোনও সুরাহা না হওয়ার ফলে আদালতের মামলা করেছেন কয়েকজন শিক্ষক।