রাশিয়ায় সমকামিতা ‘শাস্তিযোগ্য অপরাধ’ পার্লামেন্টে পাস বিল

- আপডেট : ২৮ নভেম্বর ২০২২, সোমবার
- / 16
পুবের কলম ওয়েব ডেস্কঃ রাশিয়ার সংসদের নিম্নকক্ষ সর্বসম্মতিক্রমে একটি বিল পাস করেছে যা সমকামিতাকে সম্পূর্ণভাবে বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করে। নতুন বিলে সমকামিতা প্রচারের পাশাপাশি সমকামী আচরণ প্রদর্শনের ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সমকামিতা নিয়ে অনলাইনে হোক বা চলচ্চিত্রে, বইতে বা বিজ্ঞাপনে যেকোনও আলোচনাকেই শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে। সমকামীতার প্রচারে হবে জরিমানা।
বিলটি আইনে পরিণত করতে গেলে এখনও সংসদের উচ্চ কক্ষ এবং প্রেসিডেন্ট পুতিনের অনুমোদনের প্রয়োজন যা শুধু সময়ের অপেক্ষা। রুশ সংসদের নিম্নকক্ষের স্পিকার ব্যাচেস্লাভ ভোলোদিন বলেছেন, ‘অপ্রথাগত সম্পর্কের যে কোনও প্রচারের পরিণতি মারাত্মক হবে।’ রাশিয়া জানায়, নতুন আইনটি সমকামী নারী, সমকামী পুরুষ, উভকামী এবং রূপান্তরকামীদের ব্যক্তিদের টার্গেট করে তৈরি হয়েছে।
রাষ্ট্রবিজ্ঞানী একেতেরিনা শুলম্যান বলেছেন, ‘সমকামী সম্পর্ককে প্রচলিত ও স্বাভাবিক সম্পর্কের সঙ্গে এক করে দেখানো নিষিদ্ধ করতেই রাশিয়ার নয়া এই আইন। এখন থেকে রাশিয়ায় সমকামিতা সম্পূর্ণ বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে । বিলটি পাস করার পাশাপাশি রুশ সাংসদরা সমকামিতার প্রচারকে পশ্চিমা ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছেন।
তারা জানান, পশ্চিমা অপসংস্কৃতি থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার জন্য সমকামী এবং এর অনুসারীদের দমন করা হবে। এই আইনের আওতায় বাতিল হবে ‘এলজিবিটিকিউ’ সম্প্রদায়ের সকল কার্যকলাপ। এই আইন অমান্য করলে সর্বোচ্চ ৪ লক্ষ রুবল জরিমানা ও এলজিবিটিকিউ কার্যকলাপে লিপ্ত বিদেশি নাগরিককে ১৫ দিন হাজতবাসের পাশাপাশি রাশিয়া থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।