০৭ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

উলুবেড়িয়ায় ভয়াবহ পুলকার দুর্ঘটনা, গাড়ি কেটে উদ্ধার, আহত ৪ ছাত্রী সহ চালক

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৯ নভেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 103

পুবের কলম, ওয়েবডেস্ক: ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ল পুলকার। ঘটনার সময় গাড়িতে মোট চারজন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় প্রত্যেকেই আহত হয়েছে। এর মধ্যে একজন ছাত্রীর অবস্থা গুরুতর। আহত হয়েছেন পুলকার চালক। স্থানীয় বাসিন্দারাই তাদের উদ্ধার করে।

সেই সঙ্গে তাদের অভিযোগ, প্রশাসনের থেকে কোনও সহযোগিতা পাওয়া যায়নি। পরে ঘটনাস্থলে আসে উলুবেড়িয়া থানার পুলিশ। মঙ্গলবার সকালে উলুবেড়িয়ার কুশবেড়িয়ায় মুম্বই রোডের ওপর দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: রোহিঙ্গা তকমা দিয়ে কারমাইকেল হস্টেলের আবাসিকদের উপর আক্রমণের অভিযোগ

পুলিশ সূত্রে খবর, মুম্বই রোড ধরে এদিন পাঁচলা থেকে কুলগাছিয়ার দিকে যাচ্ছিল ওই মারুতি ভ্যান। গাড়িটি হাওড়ার হেরিটেজ মিশন স্কুলের পুলকার ছিল। সকালে পড়ুয়াদের বাড়ি থেকে স্কুলের পথে রওনা হয় গাড়িটি।

আরও পড়ুন: অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে পাঠ দিতে হবে পড়ুয়াদের, নির্দেশ কেন্দ্রের

মাঝপথে নিয়ন্ত্রণ হারিইয়ে পুলকারটি মুম্বই রোডের ধারে একটি বাতিস্তম্ভের গায়ে সজোরে ধার্কা মারে। পুলকারটির সামনের দিকের অংশটি একদম দুমড়েমুচড়ে যায়। কোনও ক্রমে গাড়ির জানলা কেটে চার ছাত্রীকে বের করা হয়।

আরও পড়ুন: পড়ুয়াদের সমস্যা সমাধানের জন্যই বিশ্ববিদ্যালয়ে কাজ করতে চাই:   আলিয়ার নয়া উপাচার্য এম ওহাব

তবে চালককে প্রথমে বের করা সম্ভব হয়নি। স্থানীয় বাসিন্দারা গাড়ির সামনের অংশ ভেঙে চালককে উদ্ধার করে। পরে তাঁদের উদ্ধার করে উলুবেড়িয়া ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, পাশের অন্য একটি গাড়িটির পাশ কাটানোর সময়েই পুলকারটি নিয়ন্ত্রণ হারিয়ে বাতিস্তম্ভে ধাক্কা মারে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উলুবেড়িয়ায় ভয়াবহ পুলকার দুর্ঘটনা, গাড়ি কেটে উদ্ধার, আহত ৪ ছাত্রী সহ চালক

আপডেট : ২৯ নভেম্বর ২০২২, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ল পুলকার। ঘটনার সময় গাড়িতে মোট চারজন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় প্রত্যেকেই আহত হয়েছে। এর মধ্যে একজন ছাত্রীর অবস্থা গুরুতর। আহত হয়েছেন পুলকার চালক। স্থানীয় বাসিন্দারাই তাদের উদ্ধার করে।

সেই সঙ্গে তাদের অভিযোগ, প্রশাসনের থেকে কোনও সহযোগিতা পাওয়া যায়নি। পরে ঘটনাস্থলে আসে উলুবেড়িয়া থানার পুলিশ। মঙ্গলবার সকালে উলুবেড়িয়ার কুশবেড়িয়ায় মুম্বই রোডের ওপর দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: রোহিঙ্গা তকমা দিয়ে কারমাইকেল হস্টেলের আবাসিকদের উপর আক্রমণের অভিযোগ

পুলিশ সূত্রে খবর, মুম্বই রোড ধরে এদিন পাঁচলা থেকে কুলগাছিয়ার দিকে যাচ্ছিল ওই মারুতি ভ্যান। গাড়িটি হাওড়ার হেরিটেজ মিশন স্কুলের পুলকার ছিল। সকালে পড়ুয়াদের বাড়ি থেকে স্কুলের পথে রওনা হয় গাড়িটি।

আরও পড়ুন: অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে পাঠ দিতে হবে পড়ুয়াদের, নির্দেশ কেন্দ্রের

মাঝপথে নিয়ন্ত্রণ হারিইয়ে পুলকারটি মুম্বই রোডের ধারে একটি বাতিস্তম্ভের গায়ে সজোরে ধার্কা মারে। পুলকারটির সামনের দিকের অংশটি একদম দুমড়েমুচড়ে যায়। কোনও ক্রমে গাড়ির জানলা কেটে চার ছাত্রীকে বের করা হয়।

আরও পড়ুন: পড়ুয়াদের সমস্যা সমাধানের জন্যই বিশ্ববিদ্যালয়ে কাজ করতে চাই:   আলিয়ার নয়া উপাচার্য এম ওহাব

তবে চালককে প্রথমে বের করা সম্ভব হয়নি। স্থানীয় বাসিন্দারা গাড়ির সামনের অংশ ভেঙে চালককে উদ্ধার করে। পরে তাঁদের উদ্ধার করে উলুবেড়িয়া ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, পাশের অন্য একটি গাড়িটির পাশ কাটানোর সময়েই পুলকারটি নিয়ন্ত্রণ হারিয়ে বাতিস্তম্ভে ধাক্কা মারে।