০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ফের পাক অধিকৃত কাশ্মীর ফেরানোর কথা বললেন রাজনাথ  

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • / 38

পুবের কলম, ওয়েবডেস্ক:  প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আবারও পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে) ফিরিয়ে আনার কথা বলেছেন।

তিনি বলেন,  ‘পিওকে’ ফিরিয়ে আনার বিষয়টি সংসদের সঙ্কল্প।  সেখানে এমন পরিস্থিতি রয়েছে যে, জনগণ পাকিস্তানের বিরুদ্ধে। এর পাশাপাশি রাজনাথ সিং বলেছেন, গুজরাত নির্বাচনে আমরা রেকর্ড ভোটে জিতব।

আরও পড়ুন: পাক সীমান্ত লঙ্ঘন করলে ফের হামলা চলবে: তালিবানকে হুঁশিয়ারি পাক প্রতিরক্ষামন্ত্রীর

কিছুদিন আগে জম্মু-কাশ্মীর সফরে গিয়েছিলেন রাজনাথ। সেখানে তিনি বলেছিলেন, পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তান যা করেছে, তার মূল্য চোকাতে হবে। পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের উপরে অত্যাচার করা হচ্ছে। এর ফল ভুগতে হবে পাকিস্তানকে। তাঁর কথায়, ‘আমরা কাশ্মীরের উন্নয়ন শুরু করেছি। কিন্তু যতক্ষণ না গিলগিট-বালতিস্তান না পৌঁছচ্ছি, ততদিন আমরা থামব না।’

আরও পড়ুন: নিয়ন্ত্রণরেখায় ফের সংঘর্ষবিরতি ভাঙল পাকিস্তান, লিপা ভ্যালিতে গুলি চালনা

প্রতিরক্ষা মন্ত্রীর ওই বক্তব্যের পর সম্প্রতি সেনাবাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ড অফিসার লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, সরকারের নির্দেশ যা হবে,  তা পালন করা হবে। তিনি বলেন,  আমরা যেকোনো ব্যবস্থা নিতে প্রস্তুত, সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করা হবে।

আরও পড়ুন: ভারতে আসছে না পাকিস্তান হকি দল

সময়ে পাকিস্তানকে সতর্ক করে লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তার যোগ্য জবাব দেওয়া হবে। সীমান্তে শান্তি বজায় রাখা উভয় দেশেরই দায়িত্ব, কিন্তু পাকিস্তান কোনো পদক্ষেপ গ্রহণ করলে তাকে পরিণতি ভোগ করতে প্রস্তুত থাকতে হবে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফের পাক অধিকৃত কাশ্মীর ফেরানোর কথা বললেন রাজনাথ  

আপডেট : ১ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আবারও পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে) ফিরিয়ে আনার কথা বলেছেন।

তিনি বলেন,  ‘পিওকে’ ফিরিয়ে আনার বিষয়টি সংসদের সঙ্কল্প।  সেখানে এমন পরিস্থিতি রয়েছে যে, জনগণ পাকিস্তানের বিরুদ্ধে। এর পাশাপাশি রাজনাথ সিং বলেছেন, গুজরাত নির্বাচনে আমরা রেকর্ড ভোটে জিতব।

আরও পড়ুন: পাক সীমান্ত লঙ্ঘন করলে ফের হামলা চলবে: তালিবানকে হুঁশিয়ারি পাক প্রতিরক্ষামন্ত্রীর

কিছুদিন আগে জম্মু-কাশ্মীর সফরে গিয়েছিলেন রাজনাথ। সেখানে তিনি বলেছিলেন, পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তান যা করেছে, তার মূল্য চোকাতে হবে। পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের উপরে অত্যাচার করা হচ্ছে। এর ফল ভুগতে হবে পাকিস্তানকে। তাঁর কথায়, ‘আমরা কাশ্মীরের উন্নয়ন শুরু করেছি। কিন্তু যতক্ষণ না গিলগিট-বালতিস্তান না পৌঁছচ্ছি, ততদিন আমরা থামব না।’

আরও পড়ুন: নিয়ন্ত্রণরেখায় ফের সংঘর্ষবিরতি ভাঙল পাকিস্তান, লিপা ভ্যালিতে গুলি চালনা

প্রতিরক্ষা মন্ত্রীর ওই বক্তব্যের পর সম্প্রতি সেনাবাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ড অফিসার লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, সরকারের নির্দেশ যা হবে,  তা পালন করা হবে। তিনি বলেন,  আমরা যেকোনো ব্যবস্থা নিতে প্রস্তুত, সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করা হবে।

আরও পড়ুন: ভারতে আসছে না পাকিস্তান হকি দল

সময়ে পাকিস্তানকে সতর্ক করে লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তার যোগ্য জবাব দেওয়া হবে। সীমান্তে শান্তি বজায় রাখা উভয় দেশেরই দায়িত্ব, কিন্তু পাকিস্তান কোনো পদক্ষেপ গ্রহণ করলে তাকে পরিণতি ভোগ করতে প্রস্তুত থাকতে হবে।