০৯ অগাস্ট ২০২৫, শনিবার, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অগ্নিবীরঃ প্রথম ধাপেই নৌসেনায় ৩৪১ মহিলা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৪ ডিসেম্বর ২০২২, রবিবার
  • / 35

পুবের কলম, ওয়েবডেস্ক: অগ্নিপথ প্রকল্পে নিয়োগের প্রথম ব্যাচে নৌসেনায় যোগ দিয়েছেন ৩৪১ জন মহিলা, শনিবার এই কথা জানিয়েছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার।

প্রথম ব্যাচে নৌসেনা মোট ৩,০০০ অগ্নিবীর নিয়োগ করেছে। নৌবাহিনী দিবসের একদিন আগে শনিবার রাজধানী দিল্লিতে ভারতীয় নৌবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার আইএনএস বিক্রান্তের কমিশনিং ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন।

আরও পড়ুন: অগ্নিবীর: বিএসএফে ১০ শতাংশ সংরক্ষণ, ছাড় বয়সেও

তিনি বলেন, আইএনএস  বিক্রান্তের কমিশনিং দেশ ও নৌবাহিনীর জন্য একটি ঐতিহাসিক ঘটনা এবং এটি সত্যিই আত্মনির্ভরতার মশাল বাহক।

আরও পড়ুন: নৌবাহিনীর চপারের জরুরি অবতরণ, উদ্ধার তিন বিমানকর্মী

আর হরি কুমার বলেন, খুব কম দেশই আছে যাদের বিমানবাহী রণতরী তৈরি করার ক্ষমতা আছে এবং আমরা সেই নির্বাচিত দেশগুলোর মধ্যে আছি।

আরও পড়ুন: মসজিদ ধ্বংসের পরিকল্পনাকারী মার্কিন নৌ-সেনার ইসলাম গ্রহণ 

তিনি বলেন, সাম্প্রতিক বৈশ্বিক ঘটনাগুলো নির্দেশ করে যে আমরা আমাদের নিরাপত্তার প্রয়োজনে অন্যের উপর নির্ভর করতে পারি না। সরকার আমাদের ‘আত্মনির্ভর ভারত’ সম্পর্কে অত্যন্ত স্পষ্ট নির্দেশিকা দিয়েছে এবং শীর্ষ নেতৃত্বের কাছে নৌবাহিনীর অন্যতম অঙ্গীকার হল আমরা ২০৪৭ সালের মধ্যে আত্মনির্ভর নৌবাহিনীতে পরিণত হব।

অ্যাডমিরাল আর হরি কুমার বলেন, একটি নতুন নৌবাহিনী পতাকা উন্মোচন সরকারের ঔপনিবেশিক চিহ্ন এবং অনুশীলনের অবশিষ্টাংশ অপসারণ বা অপসারণের নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল, তাই আমরা নতুন পতাকা উন্মোচন করেছি। নতুন ডিজাইনকে আমাদের জাহাজের একজন নাবিক তৈরি করেছেন। আমরা শুধু এটি সংশোধন করার জন্য কাজ করেছি।

নৌবাহিনী প্রধান অগ্নিপথ প্রকল্প নিয়েও কথা বলেছেন। তিনি বলেন, এ পর্যন্ত মোট ৩ হাজার অগ্নিবীর নিয়োগ করা হয়েছে, যার মধ্যে ৩৪১ জন নারী নৌসেনা। আর হরি কুমার বলেন, আগামী বছর আমরা এ পর্যন্ত সীমিত ৭-৮টি শাখা নয়, সব শাখায় নারী আধিকারিক নিয়োগের কথা ভাবছি। গত এক বছরে নৌবাহিনীর যে অপারেশনাল প্রস্তুতি তা নিয়ে উপস্থাপনা চলছে বলেও মন্তব্য করেন অ্যাডমিরাল আর হরি কুমার।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অগ্নিবীরঃ প্রথম ধাপেই নৌসেনায় ৩৪১ মহিলা

আপডেট : ৪ ডিসেম্বর ২০২২, রবিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: অগ্নিপথ প্রকল্পে নিয়োগের প্রথম ব্যাচে নৌসেনায় যোগ দিয়েছেন ৩৪১ জন মহিলা, শনিবার এই কথা জানিয়েছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার।

প্রথম ব্যাচে নৌসেনা মোট ৩,০০০ অগ্নিবীর নিয়োগ করেছে। নৌবাহিনী দিবসের একদিন আগে শনিবার রাজধানী দিল্লিতে ভারতীয় নৌবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার আইএনএস বিক্রান্তের কমিশনিং ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন।

আরও পড়ুন: অগ্নিবীর: বিএসএফে ১০ শতাংশ সংরক্ষণ, ছাড় বয়সেও

তিনি বলেন, আইএনএস  বিক্রান্তের কমিশনিং দেশ ও নৌবাহিনীর জন্য একটি ঐতিহাসিক ঘটনা এবং এটি সত্যিই আত্মনির্ভরতার মশাল বাহক।

আরও পড়ুন: নৌবাহিনীর চপারের জরুরি অবতরণ, উদ্ধার তিন বিমানকর্মী

আর হরি কুমার বলেন, খুব কম দেশই আছে যাদের বিমানবাহী রণতরী তৈরি করার ক্ষমতা আছে এবং আমরা সেই নির্বাচিত দেশগুলোর মধ্যে আছি।

আরও পড়ুন: মসজিদ ধ্বংসের পরিকল্পনাকারী মার্কিন নৌ-সেনার ইসলাম গ্রহণ 

তিনি বলেন, সাম্প্রতিক বৈশ্বিক ঘটনাগুলো নির্দেশ করে যে আমরা আমাদের নিরাপত্তার প্রয়োজনে অন্যের উপর নির্ভর করতে পারি না। সরকার আমাদের ‘আত্মনির্ভর ভারত’ সম্পর্কে অত্যন্ত স্পষ্ট নির্দেশিকা দিয়েছে এবং শীর্ষ নেতৃত্বের কাছে নৌবাহিনীর অন্যতম অঙ্গীকার হল আমরা ২০৪৭ সালের মধ্যে আত্মনির্ভর নৌবাহিনীতে পরিণত হব।

অ্যাডমিরাল আর হরি কুমার বলেন, একটি নতুন নৌবাহিনী পতাকা উন্মোচন সরকারের ঔপনিবেশিক চিহ্ন এবং অনুশীলনের অবশিষ্টাংশ অপসারণ বা অপসারণের নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল, তাই আমরা নতুন পতাকা উন্মোচন করেছি। নতুন ডিজাইনকে আমাদের জাহাজের একজন নাবিক তৈরি করেছেন। আমরা শুধু এটি সংশোধন করার জন্য কাজ করেছি।

নৌবাহিনী প্রধান অগ্নিপথ প্রকল্প নিয়েও কথা বলেছেন। তিনি বলেন, এ পর্যন্ত মোট ৩ হাজার অগ্নিবীর নিয়োগ করা হয়েছে, যার মধ্যে ৩৪১ জন নারী নৌসেনা। আর হরি কুমার বলেন, আগামী বছর আমরা এ পর্যন্ত সীমিত ৭-৮টি শাখা নয়, সব শাখায় নারী আধিকারিক নিয়োগের কথা ভাবছি। গত এক বছরে নৌবাহিনীর যে অপারেশনাল প্রস্তুতি তা নিয়ে উপস্থাপনা চলছে বলেও মন্তব্য করেন অ্যাডমিরাল আর হরি কুমার।