০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সম্মেলনে মাটিতে বসেই বক্তব্য শুনলেন মন্ত্রী অরূপ রায়
অর্পিতা লাহিড়ী
- আপডেট : ৪ ডিসেম্বর ২০২২, রবিবার
- / 196
আইভি আদক, হাওড়া: রবিবার বিকেলে মধ্য হাওড়ায় তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সম্মেলনে এসে মঞ্চের তলায় কর্মীদের সঙ্গে মাটিতে বসেই সভা শুনলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। এদিনের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী। কিন্তু হাওড়ার শরৎ সদনে অত্যধিক ভীড়ের কারণে অধিকাংশ কর্মী হলে আসন না পেয়ে মাটিতে বসেছিলেন। মঞ্চ থেকে তা নজর এড়ায়নি অরূপ রায়ের। আচমকাই তিনি মঞ্চ থেকে নিচে নেমে আসেন। মাটিতেই বসে পড়েন দলের সাধারণ কর্মীদের পাশে। তা দেখে সাধারণ কর্মীরাও খুশিতে ফেটে পড়েন। মঞ্চে ভাষণ চলাকালীন পুরোটাই মঞ্চের নিচে মাটিতে বসে শোনেন অরূপবাবু।
Tag :
at the Trinamool Youth Congress workers conference Minister Arup Roy sat on the floo্r and listened to the speech