১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গরুর পেট থেকে উদ্ধার ৬৫ কেজির প্লাস্টিক, অবাক  চিকিৎসকরা 

পুবের কলম ওয়েব ডেস্কঃ গরুর পেট থেকে উদ্ধার ৬৫ কেজির বর্জ্য পদার্থ ও  প্লাস্টিক। জটিল অস্ত্রোপচার করতেই চমকে ওঠেন চিকিৎসকরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে   তামিলনাড়ুর মাদুরাইয়ে।

 

আরও পড়ুন: পুলিশি তল্লাশিতে উদ্ধার অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরক, রাজস্থানে ধৃত ২

উল্লেখ্য, পরমেশ্বমরম নামে এক লোক, তার ৬ বছরের পোষ্য  গরুকে নিয়ে চিকিৎসা করাতে নিয়ে যান। ব্যক্তিটির অভিযোগ ছিল, তার গরু বেশ কয়েকদিন ধরে কিছু খাচ্ছে না। এমনকি জল পানও বন্ধ করে দিয়েছে। এরপর চিকিৎসকরা গরুটির পরীক্ষা-নিরীক্ষা করেন। তখনই গরুটির পাকস্থলীতে অদ্ভুত কিছু জিনিস নজরে আসে  চিকিৎসকদের।  তার পরই তাঁরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। বেশ কয়েক ঘণ্টা অস্ত্রোপচারের পর গরুটির পেট থেকে ৬৫ কেজির ধাতব বর্জ্য ও প্লাস্টিক বের করেন চিকিৎসকরা। তবে এত প্লাস্টিক বর্জ্য পেটে থাকার পরেও কি ভাবে গরুটি বেঁচে ছিল তা নিয়ে বেশ বিস্ময় প্রকাশ করেছে চিকিৎসকরা।

আরও পড়ুন: প্লাস্টিক মুক্ত দিবস ও বাল্যবিবাহ রোধ বিষয়ক আলোচনা সভা হয়ে গেল বহড়ুতে

 

আরও পড়ুন: মুম্বাইয়ের বিমানবন্দরে যাত্রীর লাগেজ থেকে উদ্ধার ৪৭টি বিষাক্ত সাপ

সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে চিকিৎসকরা জানিয়েছেন, পেটের ভিতর বর্জ্যগুলি দলা পাকানো অবস্থায় ছিল। আর সেগুলির বিষক্রিয়ায় গরুটির শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হচ্ছিল। আর কিছু দিন এই অবস্থায় থাকলে গরুটির মৃত্যু হতে পারত বলে মন্তব্য করেন চিকিৎসকরা।

 

ইতিমধ্যেই ভারতে প্লাস্টিকের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু তারপরও প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার কমেনি। যার ফলে সামুদ্রিক জীব থেকে রাস্তার পশুরাও এর শিকার হচ্ছে। প্রাণহানি ঘটছে। এ নিয়ে সরব হয়েছেন পরিবেশবিদ ও পশুবিদরাও। একদিকে সমগ্র দেশে গো-রক্ষা নিয়ে যেমন সরব হয়েছে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি ও হিন্দুত্ববাদী সংগঠনগুলো, সেখানে এহেন  ঘটনায় একপ্রকার নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছে দেশের ওয়াকিফহাল  মহল।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের প্রতিবাদে দশ দলের সভা, মোদী সরকারের নীরবতা নিয়ে তীব্র সমালোচনা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গরুর পেট থেকে উদ্ধার ৬৫ কেজির প্লাস্টিক, অবাক  চিকিৎসকরা 

আপডেট : ৪ ডিসেম্বর ২০২২, রবিবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ গরুর পেট থেকে উদ্ধার ৬৫ কেজির বর্জ্য পদার্থ ও  প্লাস্টিক। জটিল অস্ত্রোপচার করতেই চমকে ওঠেন চিকিৎসকরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে   তামিলনাড়ুর মাদুরাইয়ে।

 

আরও পড়ুন: পুলিশি তল্লাশিতে উদ্ধার অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরক, রাজস্থানে ধৃত ২

উল্লেখ্য, পরমেশ্বমরম নামে এক লোক, তার ৬ বছরের পোষ্য  গরুকে নিয়ে চিকিৎসা করাতে নিয়ে যান। ব্যক্তিটির অভিযোগ ছিল, তার গরু বেশ কয়েকদিন ধরে কিছু খাচ্ছে না। এমনকি জল পানও বন্ধ করে দিয়েছে। এরপর চিকিৎসকরা গরুটির পরীক্ষা-নিরীক্ষা করেন। তখনই গরুটির পাকস্থলীতে অদ্ভুত কিছু জিনিস নজরে আসে  চিকিৎসকদের।  তার পরই তাঁরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। বেশ কয়েক ঘণ্টা অস্ত্রোপচারের পর গরুটির পেট থেকে ৬৫ কেজির ধাতব বর্জ্য ও প্লাস্টিক বের করেন চিকিৎসকরা। তবে এত প্লাস্টিক বর্জ্য পেটে থাকার পরেও কি ভাবে গরুটি বেঁচে ছিল তা নিয়ে বেশ বিস্ময় প্রকাশ করেছে চিকিৎসকরা।

আরও পড়ুন: প্লাস্টিক মুক্ত দিবস ও বাল্যবিবাহ রোধ বিষয়ক আলোচনা সভা হয়ে গেল বহড়ুতে

 

আরও পড়ুন: মুম্বাইয়ের বিমানবন্দরে যাত্রীর লাগেজ থেকে উদ্ধার ৪৭টি বিষাক্ত সাপ

সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে চিকিৎসকরা জানিয়েছেন, পেটের ভিতর বর্জ্যগুলি দলা পাকানো অবস্থায় ছিল। আর সেগুলির বিষক্রিয়ায় গরুটির শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হচ্ছিল। আর কিছু দিন এই অবস্থায় থাকলে গরুটির মৃত্যু হতে পারত বলে মন্তব্য করেন চিকিৎসকরা।

 

ইতিমধ্যেই ভারতে প্লাস্টিকের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু তারপরও প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার কমেনি। যার ফলে সামুদ্রিক জীব থেকে রাস্তার পশুরাও এর শিকার হচ্ছে। প্রাণহানি ঘটছে। এ নিয়ে সরব হয়েছেন পরিবেশবিদ ও পশুবিদরাও। একদিকে সমগ্র দেশে গো-রক্ষা নিয়ে যেমন সরব হয়েছে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি ও হিন্দুত্ববাদী সংগঠনগুলো, সেখানে এহেন  ঘটনায় একপ্রকার নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছে দেশের ওয়াকিফহাল  মহল।