২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গভীর রাতেই তামিলনাড়ুতে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় মান্দাস, ১২ জেলায় জারি সতর্কতা  

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৯ ডিসেম্বর ২০২২, শুক্রবার
  • / 41

 

 

আরও পড়ুন: অন্যান্য বছরের তুলনায় এবার ভারী বৃষ্টির পূর্বাভাস কেরলে, ৮ জেলায় জারি সতর্কতা

 

আরও পড়ুন: গভীর রাতে কিয়েভে ড্রোন হামলা রাশিয়ার

 

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় নিখোঁজ তেজস্ক্রিয় ক্যাপসুল , সতর্কতা জারি

পুবের কলম ওয়েবডেস্ক :  শুক্রবার মধ্যরাতেই ঘূর্ণিঝড় মান্দাস চেন্নাইয়ের মালাপ্পুরমের উপর দিয়ে স্থলভাগে প্রবেশ করার কথা। সেই সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে ৬৫ থেকে ৭৫ কিলোমিটার প্রতি ঘন্টায়  চেন্নাই, তিরুভাল্লুর, চেঙ্গলপাট্টু, ভেলোর, রানিপেট্টাই এবং কাঞ্চিপুরম সহ মোট ১২ টি জেলায়  শুক্রবার সমস্ত  স্কুল ও কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার  রাত থেকেই  রাজ্যের উত্তরাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। কিছু অংশে ভারী বৃষ্টিও হয়েছে।  ঘূর্ণিঝড় মান্দাসের জেরেই ভারী বৃষ্টিতে ভাসবে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, পুদুচেরী সহ দক্ষিণ ভারতের উপকূলীয় এলাকা। বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া নিম্নচাপই শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় মান্দাসে পরিণত হয়েছে।

 

চেন্নাই পুর প্রশাসন  পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমস্ত পার্ক এবং খেলার মাঠ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।  স্থানীয় বাসিন্দাদের  সমুদ্র সৈকতের দিকে  না যেতে এবং গাছের নিচে তাদের গাড়ি পার্ক না করার নির্দেশ দেওয়া হয়েছে। সমুদ্র সৈকতের সব দোকানপাটও বন্ধ করে দেওয়া হয়েছে। চেন্নাইতে  মোট ৫০৯৩ টি ত্রাণ কেন্দ্র এবং তামিলনাড়ু জুড়ে মোট  ১২১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। বন্দরে বেঁধে রাখা হয়েছে বোট। আগামী তিনদিনের জন্য মৎসজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।১০টি জেলায় পাঠানো হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী টিম।  তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী  স্ট্যালিন,অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগমোহন রেড্ডি এবং পুদুচেরির মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামী বৃহস্পতিবার  একটি পর্যালোচনা বৈঠক করেছেন এবং বিভিন্ন জেলার কালেক্টরদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পুদুচেরিতে মোট ২৩৮ টি ত্রাণ কেন্দ্র খোলা হয়েছে বলে রঙ্গস্বামী জানিয়েছেন।এছাড়া এনডিআরএফ কর্মীরা পুদুচেরিতে পৌঁছেছেন। উল্লেখ্য  ঘূর্ণিঝড় মান্দাস তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরি এই তিন রাজ্যকেই ছুঁয়ে যাওয়ার কথা।    তামিলনাড়ু উপকূলে আঘাত করা শেষ ঘূর্ণিঝড়গুলি ছিল ২০২০ সালে নিভার, ২০১৮ সালে গাজা, ২০১৬ সালে ভারধা এবং ২০১১  সালে থানে।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গভীর রাতেই তামিলনাড়ুতে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় মান্দাস, ১২ জেলায় জারি সতর্কতা  

আপডেট : ৯ ডিসেম্বর ২০২২, শুক্রবার

 

 

আরও পড়ুন: অন্যান্য বছরের তুলনায় এবার ভারী বৃষ্টির পূর্বাভাস কেরলে, ৮ জেলায় জারি সতর্কতা

 

আরও পড়ুন: গভীর রাতে কিয়েভে ড্রোন হামলা রাশিয়ার

 

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় নিখোঁজ তেজস্ক্রিয় ক্যাপসুল , সতর্কতা জারি

পুবের কলম ওয়েবডেস্ক :  শুক্রবার মধ্যরাতেই ঘূর্ণিঝড় মান্দাস চেন্নাইয়ের মালাপ্পুরমের উপর দিয়ে স্থলভাগে প্রবেশ করার কথা। সেই সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে ৬৫ থেকে ৭৫ কিলোমিটার প্রতি ঘন্টায়  চেন্নাই, তিরুভাল্লুর, চেঙ্গলপাট্টু, ভেলোর, রানিপেট্টাই এবং কাঞ্চিপুরম সহ মোট ১২ টি জেলায়  শুক্রবার সমস্ত  স্কুল ও কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার  রাত থেকেই  রাজ্যের উত্তরাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। কিছু অংশে ভারী বৃষ্টিও হয়েছে।  ঘূর্ণিঝড় মান্দাসের জেরেই ভারী বৃষ্টিতে ভাসবে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, পুদুচেরী সহ দক্ষিণ ভারতের উপকূলীয় এলাকা। বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া নিম্নচাপই শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় মান্দাসে পরিণত হয়েছে।

 

চেন্নাই পুর প্রশাসন  পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমস্ত পার্ক এবং খেলার মাঠ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।  স্থানীয় বাসিন্দাদের  সমুদ্র সৈকতের দিকে  না যেতে এবং গাছের নিচে তাদের গাড়ি পার্ক না করার নির্দেশ দেওয়া হয়েছে। সমুদ্র সৈকতের সব দোকানপাটও বন্ধ করে দেওয়া হয়েছে। চেন্নাইতে  মোট ৫০৯৩ টি ত্রাণ কেন্দ্র এবং তামিলনাড়ু জুড়ে মোট  ১২১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। বন্দরে বেঁধে রাখা হয়েছে বোট। আগামী তিনদিনের জন্য মৎসজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।১০টি জেলায় পাঠানো হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী টিম।  তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী  স্ট্যালিন,অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগমোহন রেড্ডি এবং পুদুচেরির মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামী বৃহস্পতিবার  একটি পর্যালোচনা বৈঠক করেছেন এবং বিভিন্ন জেলার কালেক্টরদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পুদুচেরিতে মোট ২৩৮ টি ত্রাণ কেন্দ্র খোলা হয়েছে বলে রঙ্গস্বামী জানিয়েছেন।এছাড়া এনডিআরএফ কর্মীরা পুদুচেরিতে পৌঁছেছেন। উল্লেখ্য  ঘূর্ণিঝড় মান্দাস তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরি এই তিন রাজ্যকেই ছুঁয়ে যাওয়ার কথা।    তামিলনাড়ু উপকূলে আঘাত করা শেষ ঘূর্ণিঝড়গুলি ছিল ২০২০ সালে নিভার, ২০১৮ সালে গাজা, ২০১৬ সালে ভারধা এবং ২০১১  সালে থানে।