পরপর দুবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরা, বিক্ষোভে উত্তাল ফ্রান্স দেখুন ভাইরাল ভিডিও
- আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, সোমবার
- / 70
পুবের কলম ওয়েবডেস্ক: বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর জনরোষ আছড়ে পড়েছে ফ্রান্সের রাস্তায়। রাজধানী প্যারিস থেকে শুরু করে বিভিন্ন শহরে শুরু হয়েছে বিক্ষোভ। পরিস্থিতি এতটাই আয়ত্তের বাইরে চলে যায় যে লাঠি চার্জ করতে হয় পুলিশকে। ওঠে কাঁদানে গ্যাস ছোঁড়ার অভিযোগও।
🤯 Violent riots take place in #France after the defeat of the national team in the final of the World Cup.#FIFAWorldCup #FIFAWorldCup2022 #WorldCupFinal #WorldCup2022 #FrancevsArgentina #football #FIFAWorldCupFinal #Paris #FIFAWorldCupQatar2022 #Qatar2022 #QatarWorldCup pic.twitter.com/ES2BIUvqmy
— ✙ Albina Fella ✙ 🇺🇦🇬🇧🇫🇷🇩🇪🇵🇱🇺🇸🇨🇦🇦🇺 (@albafella1) December 18, 2022
ফরাসি প্রশাসন রাজধানী প্যারিস বা অন্যকোন বড় শহরে জায়ান্ট স্ক্রিন বসিয়ে একসঙ্গে জমায়েত হয়ে খেলা দেখার অনুমতি দেয়নি। ফলত বিভিন্ন রেস্তোরাঁ, পাব বা বারেই ফ্রান্সের মানুষরা উপস্থিত ছিলেন দেশের পরপর দু বার বিশ্বজয়ের সাক্ষী হতে। কিন্তু সেই আশা পূর্ণ না হওয়ার ফলেই আছড়ে পড়ে জনরোষ। সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়ে এই ক্ষোভের ছবি। এমনকি কয়েকজন ” ফুটবল হুলিগ্যান্স” কে গ্রেফতার করা হয়েছে বলেও খবর।