২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজুল ইসলাম হলেন লেখক গড়ার পথিকৃৎ: ইমরান

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, সোমবার
  • / 56

বুলবুল পত্রিকার ৫৫তম সম্মেলন ও বার্ষিক সংখ্যা প্রকাশের অনুষ্ঠানে রয়েছেন (বাঁদিক থেকে) এস এম সিরাজুল ইসলাম, ফিরোজা বেগম, আহমদ হাসান ইমরান, জাস্টিস অব. আবদুল গণি, ডা. প্রকাশ মল্লিক, আবু সালেহ মুহাম্মদ রেজাউল করিম, আবু তাহের মুহাম্মদ রফিকুল হাসান প্রমুখ।

পুবের কলম প্রতিবেদক:  রবিবার কলকাতার মৌলালি যুবকেন্দ্রে এস এম সিরাজুল ইসলাম সম্পাদিত বুলবুল মাসিক সাহিত্য পত্রিকার বিশেষ ‘সহমর্মী সংখ্যা’র উদ্বোধন হয়। এ দিন আনুষ্ঠানিকভাবে সহমর্মী সংখ্যার উদ্বোধন করেন পুবের কলম-এর সম্পাদক ও সাবেক সাংসদ আহমদ হাসান ইমরান।

এছাড়া ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি ও ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আবদুল গণি, ডা. প্রকাশ মল্লিক প্রমুখ। প্রতি বছরের মতো এ বছরও মঞ্চ ও মঞ্চের বাইরে কবি- সাহিত্যিকদের ছিল ব্যাপক ভিড়।

আরও পড়ুন: মুসলিমদের আধুনিক শিক্ষার পাশাপাশি চাই মূল্যবোধের শিক্ষাও: ইমরান

এ দিনের অনুষ্ঠানে আহমদ হাসান ইমরান বুলবুল সাহিত্য পত্রিকার প্রশংসা করে বলেন, বুলবুল একটি মানসম্পন্ন পত্রিকা। এই পত্রিকার মাধ্যমে বহু কবি, সাহিত্যিক ও প্রাবন্ধিক গড়ে উঠেছেন। ৫৫ বছর ধরে বুলবুল সাহিত্য পত্রিকা হিন্দু-মুসলিম সম্প্রীতির কাজ করছে।

আরও পড়ুন: আমাদের প্রতি সমর্থন আরও বাড়ছে: ইমরান

সিরাজুল ইসলাম হলেন লেখক গড়ার পথিকৃৎ: ইমরান

আরও পড়ুন: ধ্বংসের পথে দেশ: ইমরান

 

অনুষ্ঠানে এস এম সিরাজুল ইসলাম বলেন, বুলবুল শুধুমাত্র একটি সাহিত্য পত্রিকা নয়, মানবতাবাদ প্রকাশ করাই একমাত্র লক্ষ্য। ধর্ম, সম্প্রদায় ও জাতিগত বিদ্বেষকে উপেক্ষা করে নিজস্ব লক্ষ্যে অগ্রসর হওয়াই উদ্দেশ্য।

এ দিন ২০০ জনের বেশি কবি ও সাহিত্যিককে সহমর্মী সম্মান প্রদান ও কবিতা পাঠের সুযোগ করে দেওয়া হয়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাহিত্যিক পাহাড়ি খাঁন,  আইনজীবী আতাউর রহমান, ড. ফিরোজা বেগম, ড. সমরেন্দ্রনাথ ঘোষ, অধ্যাপক শামিম ফিরদৌস, আবু সালেহ মুহাম্মদ রেজওয়ানুল করিম, কবি সিদ্ধার্থ সিংহ, ড. অমিতাভ মুখোপাধ্যায়,  আবু তাহের মুহাম্মদ রফিকুল হাসান, মুহাম্মদ শরিফউদ্দিন সানা, নিমাইচাঁদ হালদার, অভিজিৎ বিশ্বাস-সহ বিভিন্ন জেলা থেকে আগত কবি ও সাহিত্যিকগণ।

এই কবি সাহিত্যিক সম্মেলনে আয়োজক ছিলেন এস এম সিরাজুল ইসলাম। তাঁর এই কঠোর মেহনতের ফলে বুলবুল পত্রিকা ও সম্মেলন অনুষ্ঠিত হয়ে চলেছে। যুবকেন্দ্রের এই অনুষ্ঠানে কয়েকজন কৃতিকে সংবর্ধিত করা হয়।

দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয় কবি সম্মেলন। আগত কাব্যানুরাগীরা  এতে কবিতা পাঠ করেন। এই সম্মেলনে প্রায় ১০১১ পৃষ্ঠার বুলবুলের একটি সহমর্মী সংখ্যা প্রকাশ করা হয়। এছাড়া গুণিজনদের হাত দিয়ে কয়েকটি পুস্তকেরও মোড়ক উন্মোচন করা হয়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সিরাজুল ইসলাম হলেন লেখক গড়ার পথিকৃৎ: ইমরান

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, সোমবার

পুবের কলম প্রতিবেদক:  রবিবার কলকাতার মৌলালি যুবকেন্দ্রে এস এম সিরাজুল ইসলাম সম্পাদিত বুলবুল মাসিক সাহিত্য পত্রিকার বিশেষ ‘সহমর্মী সংখ্যা’র উদ্বোধন হয়। এ দিন আনুষ্ঠানিকভাবে সহমর্মী সংখ্যার উদ্বোধন করেন পুবের কলম-এর সম্পাদক ও সাবেক সাংসদ আহমদ হাসান ইমরান।

এছাড়া ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি ও ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আবদুল গণি, ডা. প্রকাশ মল্লিক প্রমুখ। প্রতি বছরের মতো এ বছরও মঞ্চ ও মঞ্চের বাইরে কবি- সাহিত্যিকদের ছিল ব্যাপক ভিড়।

আরও পড়ুন: মুসলিমদের আধুনিক শিক্ষার পাশাপাশি চাই মূল্যবোধের শিক্ষাও: ইমরান

এ দিনের অনুষ্ঠানে আহমদ হাসান ইমরান বুলবুল সাহিত্য পত্রিকার প্রশংসা করে বলেন, বুলবুল একটি মানসম্পন্ন পত্রিকা। এই পত্রিকার মাধ্যমে বহু কবি, সাহিত্যিক ও প্রাবন্ধিক গড়ে উঠেছেন। ৫৫ বছর ধরে বুলবুল সাহিত্য পত্রিকা হিন্দু-মুসলিম সম্প্রীতির কাজ করছে।

আরও পড়ুন: আমাদের প্রতি সমর্থন আরও বাড়ছে: ইমরান

সিরাজুল ইসলাম হলেন লেখক গড়ার পথিকৃৎ: ইমরান

আরও পড়ুন: ধ্বংসের পথে দেশ: ইমরান

 

অনুষ্ঠানে এস এম সিরাজুল ইসলাম বলেন, বুলবুল শুধুমাত্র একটি সাহিত্য পত্রিকা নয়, মানবতাবাদ প্রকাশ করাই একমাত্র লক্ষ্য। ধর্ম, সম্প্রদায় ও জাতিগত বিদ্বেষকে উপেক্ষা করে নিজস্ব লক্ষ্যে অগ্রসর হওয়াই উদ্দেশ্য।

এ দিন ২০০ জনের বেশি কবি ও সাহিত্যিককে সহমর্মী সম্মান প্রদান ও কবিতা পাঠের সুযোগ করে দেওয়া হয়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাহিত্যিক পাহাড়ি খাঁন,  আইনজীবী আতাউর রহমান, ড. ফিরোজা বেগম, ড. সমরেন্দ্রনাথ ঘোষ, অধ্যাপক শামিম ফিরদৌস, আবু সালেহ মুহাম্মদ রেজওয়ানুল করিম, কবি সিদ্ধার্থ সিংহ, ড. অমিতাভ মুখোপাধ্যায়,  আবু তাহের মুহাম্মদ রফিকুল হাসান, মুহাম্মদ শরিফউদ্দিন সানা, নিমাইচাঁদ হালদার, অভিজিৎ বিশ্বাস-সহ বিভিন্ন জেলা থেকে আগত কবি ও সাহিত্যিকগণ।

এই কবি সাহিত্যিক সম্মেলনে আয়োজক ছিলেন এস এম সিরাজুল ইসলাম। তাঁর এই কঠোর মেহনতের ফলে বুলবুল পত্রিকা ও সম্মেলন অনুষ্ঠিত হয়ে চলেছে। যুবকেন্দ্রের এই অনুষ্ঠানে কয়েকজন কৃতিকে সংবর্ধিত করা হয়।

দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয় কবি সম্মেলন। আগত কাব্যানুরাগীরা  এতে কবিতা পাঠ করেন। এই সম্মেলনে প্রায় ১০১১ পৃষ্ঠার বুলবুলের একটি সহমর্মী সংখ্যা প্রকাশ করা হয়। এছাড়া গুণিজনদের হাত দিয়ে কয়েকটি পুস্তকেরও মোড়ক উন্মোচন করা হয়।