রাজারহাটে বিশেষভাবে সক্ষমদের হোমে দুয়ারে সরকার ক্যাম্প

- আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার
- / 4
পুবের কলম প্রতিবেদন: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত স্বাস্থ্যসাথী, বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভান্ডার-সহ সরকারি নানাবিধ প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের দোড় গোড়ায় পৌঁছে দিতে ‘দুয়ারে সরকার’ ক্যাম্প চালু করেছে রাজ্য সরকার। ইতিমধ্যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দুয়ারে সরকারের ক্যাম্প জনপ্রিয়তা ছুঁয়েছে।
এবার সরকারি নানান পরিষেবা থেকে হোমের আবাসিকরা যাতে বঞ্চিত না হন, সেই লক্ষ্যে বিশেষভাবে সক্ষমদের হোমে দুয়ারে সরকার শিবির চালু করল রাজারহাট ব্লক প্রশাসন।
বৃহস্পতিবার সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির উদ্যোগে রাজারহাট ২১১ রোড লাগোয়া ‘নবোদয়’ নামক একটি হোমে দুয়ারে সরকারের ওই বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ব্লক প্রশাসন সূত্রে খবর, বিশেষ ওই শিবিরে হোমের ১২ জন আবাসিকের জন্য এদিন সরকারি আধিকারিকরা হোমর মধ্যে বিভিন্ন হেল্প ডেস্ক ও স্টল খুলে বসেন। সেখান হোমের সমস্ত আবাসিকরা অংশ নিয়ে রেশন কার্ড, স্বাস্থ্য সাথী কার্ড, বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভান্ডার মিলিয়ে একাধিক প্রকল্পের সুবিধা নেওয়ার আবেদন জমা করেন।
এদিনের বিশেষ এই ক্যাম্পটির উদ্বোধন করেন উত্তর ২৪ পরগণা জেলার সমাজ কল্যান বিভাগের আধিকারিক তীর্থঙ্কর গুহ রায়। উপস্থিত ছিলেন রাজারহাটের বিডিও ঋষিকা দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর প্রমুখ। বিডিও জানান, শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে হোমের আবাসিকরা বাইরের ক্যাম্পে গিয়ে সরকারি প্রকল্পের সুবিধা নেওয়ার আবেদন করতে পারেননি। তাই তাঁদের কথা ভেবে স্পেশাল এই ক্যাম্প চালু করা হয়।