২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভারত জোড়ো যাত্রার মিছিল পৌঁছাল ডায়মন্ড হারবারের কপাটহাটে

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, শুক্রবার
  • / 29

ওবাইদুল্লা লস্কর, ডায়মন্ড হারবারঃ কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার মিছিল পৌঁছাল  ডায়মন্ড হারবারের কপাটহাটে। গত ২৮  ডিসেম্বর সাগর থেকে পাহাড় যাত্রার সূচনা করেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

ভারত জোড়ো যাত্রার মিছিল পৌঁছাল ডায়মন্ড হারবারের কপাটহাটে

আরও পড়ুন: ভারত জোড়ো যাত্রার অবদান মেনে, ‘সঞ্জীবনী’ আখ্যা কংগ্রেস নেতা জয়রাম রমেশের

শুক্রবার সেই মিছিল কুল্পি থেকে পুনরায় শুরু করে ডায়মন্ড হারবার কপাটহাটে পৌঁছায়। মিছিলের নেতৃত্ব দেন জেলা কংগ্রেসের সভাপতি মনোরঞ্জন হালদার,কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।

আরও পড়ুন:    ভারত জোড়ো যাত্রাই ছিল কর্নাটক সাফল্যের মাস্টার স্ট্রোক, দাবি কংগ্রেসের    

পাশাপাশি কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয় ভারত জোড়ো যাত্রার মিছিল শুক্রবার কপাটহাটে স্থগিত রাখা হবে এবং পুনরায় শনিবার ভারত জোড়ো যাত্রা পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করা হবে।

আরও পড়ুন: রবীন্দ্রভারতী, ডায়মন্ড-হারবার, বিদ্যাসাগর সহ রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য বদল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভারত জোড়ো যাত্রার মিছিল পৌঁছাল ডায়মন্ড হারবারের কপাটহাটে

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, শুক্রবার

ওবাইদুল্লা লস্কর, ডায়মন্ড হারবারঃ কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার মিছিল পৌঁছাল  ডায়মন্ড হারবারের কপাটহাটে। গত ২৮  ডিসেম্বর সাগর থেকে পাহাড় যাত্রার সূচনা করেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

ভারত জোড়ো যাত্রার মিছিল পৌঁছাল ডায়মন্ড হারবারের কপাটহাটে

আরও পড়ুন: ভারত জোড়ো যাত্রার অবদান মেনে, ‘সঞ্জীবনী’ আখ্যা কংগ্রেস নেতা জয়রাম রমেশের

শুক্রবার সেই মিছিল কুল্পি থেকে পুনরায় শুরু করে ডায়মন্ড হারবার কপাটহাটে পৌঁছায়। মিছিলের নেতৃত্ব দেন জেলা কংগ্রেসের সভাপতি মনোরঞ্জন হালদার,কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।

আরও পড়ুন:    ভারত জোড়ো যাত্রাই ছিল কর্নাটক সাফল্যের মাস্টার স্ট্রোক, দাবি কংগ্রেসের    

পাশাপাশি কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয় ভারত জোড়ো যাত্রার মিছিল শুক্রবার কপাটহাটে স্থগিত রাখা হবে এবং পুনরায় শনিবার ভারত জোড়ো যাত্রা পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করা হবে।

আরও পড়ুন: রবীন্দ্রভারতী, ডায়মন্ড-হারবার, বিদ্যাসাগর সহ রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য বদল