২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চালু হচ্ছে সাঁতরাগাছি থেকে গুয়াহাটি ট্রেন

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, শনিবার
  • / 80

পুবের কলম প্রতিবেদক: আগে সাঁতরাগাছি থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত এক্সপ্রেস ট্রেন ছিল। এবার চালু হবে সাঁতরাগাছি থেকে অসমের রাজধানী গুয়াহাটি পর্যন্ত এক্সপ্রেস ট্রেন। রেলের তরফে এমনটাই জানানো হয়েছে।
রেল সূত্রে খবর, যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে সপ্তাহে একদিন করে সাঁতরাগাছি গুয়াহাটি পর্যন্ত একটি এক্সপ্রেস ট্রেন চালানো হবে।
জানা গিয়েছে, ০৮০৪৭ নম্বর সাঁতরাগাছি গুয়াহাটি সাপ্তাহিক এক্সপ্রেস প্রত্যেক শুক্রবার চালানো হবে। পরের দিন গুয়াহাটি থেকে সাঁতরাগাছি ফিরবে। আগামী ৬ জানুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত আপাতত স্পেশাল হিসাবে চালানো হবে। ট্রেন ছাড়বে শুক্রবার সন্ধ্যা ৬টায়, গুয়াহাটি পৌঁছবে পরের দিন বিকাল ৩টায়।
অন্যদিকে ফেরার পথে শনিবার বিকাল ৪টা ৪৫ মিনিটে ছাড়বে এবং রবিবার দুপুর ১২টা ৩০ মিনিটি সাঁতরাগাছি পৌঁছাবে। এই ট্রেন মাঝপথে ডানকুনি, বর্ধমান, রামপুরহাট, মালদা টাউন, বারসোই, কিষানগঞ্জ, আলুয়াবাড়ি, নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার, কোকরাঝাড়, নিউ বঙ্গাইগাঁও, গোয়ালপাড়া টাউন ও কামাক্ষ্যা জংশনে দাঁড়াবে। তাতে থাকবে একটি এসি-২, তিনটি এসি-৩, ১২টি স্লিপার ও ৩টি সাধারণ কামরা।

আরও পড়ুন: চাকরির খবরঃ ২১ হাজার গ্রামীণ ডাক সেবক নিয়োগ করবে ডাকবিভাগ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চালু হচ্ছে সাঁতরাগাছি থেকে গুয়াহাটি ট্রেন

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, শনিবার

পুবের কলম প্রতিবেদক: আগে সাঁতরাগাছি থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত এক্সপ্রেস ট্রেন ছিল। এবার চালু হবে সাঁতরাগাছি থেকে অসমের রাজধানী গুয়াহাটি পর্যন্ত এক্সপ্রেস ট্রেন। রেলের তরফে এমনটাই জানানো হয়েছে।
রেল সূত্রে খবর, যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে সপ্তাহে একদিন করে সাঁতরাগাছি গুয়াহাটি পর্যন্ত একটি এক্সপ্রেস ট্রেন চালানো হবে।
জানা গিয়েছে, ০৮০৪৭ নম্বর সাঁতরাগাছি গুয়াহাটি সাপ্তাহিক এক্সপ্রেস প্রত্যেক শুক্রবার চালানো হবে। পরের দিন গুয়াহাটি থেকে সাঁতরাগাছি ফিরবে। আগামী ৬ জানুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত আপাতত স্পেশাল হিসাবে চালানো হবে। ট্রেন ছাড়বে শুক্রবার সন্ধ্যা ৬টায়, গুয়াহাটি পৌঁছবে পরের দিন বিকাল ৩টায়।
অন্যদিকে ফেরার পথে শনিবার বিকাল ৪টা ৪৫ মিনিটে ছাড়বে এবং রবিবার দুপুর ১২টা ৩০ মিনিটি সাঁতরাগাছি পৌঁছাবে। এই ট্রেন মাঝপথে ডানকুনি, বর্ধমান, রামপুরহাট, মালদা টাউন, বারসোই, কিষানগঞ্জ, আলুয়াবাড়ি, নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার, কোকরাঝাড়, নিউ বঙ্গাইগাঁও, গোয়ালপাড়া টাউন ও কামাক্ষ্যা জংশনে দাঁড়াবে। তাতে থাকবে একটি এসি-২, তিনটি এসি-৩, ১২টি স্লিপার ও ৩টি সাধারণ কামরা।

আরও পড়ুন: চাকরির খবরঃ ২১ হাজার গ্রামীণ ডাক সেবক নিয়োগ করবে ডাকবিভাগ