০১ ডিসেম্বর ২০২৫, সোমবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সাতদিনের মুক্তি, পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটালেন উমর খালিদ, ছবি শেয়ার করলেন বান্ধবী বনজ্যোৎস্না   

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১ জানুয়ারী ২০২৩, রবিবার
  • / 82

 

 

আরও পড়ুন: উমর খালিদ ‘সম্পূর্ণ নির্দোষ’, তিনি ষড়যন্ত্রের শিকার: ছাত্রনেতার পাশে দাঁড়িয়ে মন্তব্য দিগ্বিজয়ের

পুবের কলম ওয়েবডেস্ক: বোনের বিয়ের জন্য সাতদিনের প্যারোল পেয়েছেলিন জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র উমর খালিদ। বছর শেষের এই সাতটি দিন পরিবারের সঙ্গে চুটিয়ে সময় কাটালেন উমর। তাঁর বাঙালি বান্ধবী বনজ্যোৎস্না লাহিড়ী সোশ্যাল মিডিয়ায়  শেয়ার করেছেন সেই ছবি।

আরও পড়ুন: উমর খালিদ, শরজিল ইমাম ও অন্যান্যদের জামিনের শুনানি ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত করল সুপ্রিম কোর্ট

ট্যুইটারে সমস্ত ছবি শেয়ার করে উমরের বান্ধবী লেখেন “ আমরা এই একসপ্তাহ খুব আনন্দে কাটিয়েছি। হেসেছি, মজা করেছি, রেগে যাইনি, দুঃখ পাইনি” নিজেদের এই সময় কাটানোকে বুস্টার ডোজ বলেই বর্ণনা করেছেন বনজ্যোৎস্না। ২০২০ সালে দিল্লি হিংসার ঘটনায় দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তাঁকে দিল্লি হিংসা মামলায় বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ ছিল ছাত্রনেতা উমর খালিদের বিরুদ্ধে। ইউপিএ ধারায় অভিযুক্ত উমরের বিরুদ্ধে এখনও চলছে শুনানি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সাতদিনের মুক্তি, পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটালেন উমর খালিদ, ছবি শেয়ার করলেন বান্ধবী বনজ্যোৎস্না   

আপডেট : ১ জানুয়ারী ২০২৩, রবিবার

 

 

আরও পড়ুন: উমর খালিদ ‘সম্পূর্ণ নির্দোষ’, তিনি ষড়যন্ত্রের শিকার: ছাত্রনেতার পাশে দাঁড়িয়ে মন্তব্য দিগ্বিজয়ের

পুবের কলম ওয়েবডেস্ক: বোনের বিয়ের জন্য সাতদিনের প্যারোল পেয়েছেলিন জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র উমর খালিদ। বছর শেষের এই সাতটি দিন পরিবারের সঙ্গে চুটিয়ে সময় কাটালেন উমর। তাঁর বাঙালি বান্ধবী বনজ্যোৎস্না লাহিড়ী সোশ্যাল মিডিয়ায়  শেয়ার করেছেন সেই ছবি।

আরও পড়ুন: উমর খালিদ, শরজিল ইমাম ও অন্যান্যদের জামিনের শুনানি ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত করল সুপ্রিম কোর্ট

ট্যুইটারে সমস্ত ছবি শেয়ার করে উমরের বান্ধবী লেখেন “ আমরা এই একসপ্তাহ খুব আনন্দে কাটিয়েছি। হেসেছি, মজা করেছি, রেগে যাইনি, দুঃখ পাইনি” নিজেদের এই সময় কাটানোকে বুস্টার ডোজ বলেই বর্ণনা করেছেন বনজ্যোৎস্না। ২০২০ সালে দিল্লি হিংসার ঘটনায় দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তাঁকে দিল্লি হিংসা মামলায় বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ ছিল ছাত্রনেতা উমর খালিদের বিরুদ্ধে। ইউপিএ ধারায় অভিযুক্ত উমরের বিরুদ্ধে এখনও চলছে শুনানি।