আদানির অফার, এনডিটিভির শেয়ার বেচলে অতিরিক্ত ৪৮ টাকা

- আপডেট : ৩ জানুয়ারী ২০২৩, মঙ্গলবার
- / 50
পুবের কলম ওয়েব ডেস্কঃ আদানি গ্রুপ এনডিটিভির শেয়ার প্রতি ২৯৪ টাকা হারে কিনেছেন। শেয়ার হোল্ডারদের আগ্রহ বাড়াতে এবার আদানি গ্রুপের ঘোষণা শেয়ার বিক্রির সময় অতিরিক্ত ৪৮ টাকা দেওয়া হবে। কিন্তু ২৯৪ টাকার শেয়ার বিক্রির সময় শেয়ার হোল্ডারদের অতিরিক্ত ৪৮ টাকা ৬৫ পয়সা পাবেন। অর্থাৎ এনডিটিভির প্রতি শেয়ার মূল্য ৩৪২.৬৫ টাকা হবে।
আদানি গ্রুপ এনডিটিভির প্রতিষ্ঠাতা এবং শেয়ার হোল্ডার প্রণয় রায় এবং রাধিকা রায়কে শেয়ার প্রতি ৩৪২.৬৫ টাকা প্রদান করেছেন। ওপেন অফারের অধীনে যারা শেয়ার বিক্রি করবে তাদেরও এখন একই হার দেওয়া হবে।
আদানি গ্রুপ ২২ নভেম্বর, ২০৩৩ থেকে ৫ নভেম্বর ২০২২ পর্যন্ত এনডিটিভির অতিরিক্ত ২৬ শতাংশ অংশীদারিত্ব অর্জনের জন্য একটি খোলা অফার চালু করেছিল। সেই খোলা অফারে বিনিয়োগকারীরা ৫৩ লাখেরও বেশি শেয়ার বিক্রিতে ইচ্ছুক ছিলেন। একইসঙ্গে শেয়ার লেনদেনের মূল্যের উপরও বিশাল ছাড় দেওয়া হচ্ছে।
উল্লেখ্য গত সপ্তাহে এনডিটিভিতে এক বিবৃতি জারি করে প্রতিষ্ঠাতা প্রণয় রায় ও রাধিকা রায় আদানি গ্রুপ সংস্থার অধিকাংশ শেয়ার কিনে নেওয়ায় নির্দেশকের পদ থেকে ইস্তফা দেন। এনডিটিভি এক বিবৃতিতে জানা, রায় দম্পতির ছাড়াও আরও চার নির্দেশক ইস্তফা দিয়েছেন।