২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আজ ৭৫ তম স্বাধীনতা দিবস, আসুন জানি জাতীয় পতাকার কিছু অজানা তথ্য

সুস্মিতা
  • আপডেট : ১৫ অগাস্ট ২০২১, রবিবার
  • / 32

পুবের কলম ওয়েবডেস্কঃ আজ দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস। গভীর শ্রদ্ধার সঙ্গে সারা দেশ জুড়ে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। ২০০ বছরের ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্তি পেয়ে কাঙ্ক্ষিত এই স্বাধীনতা এসেছিল ১৯৪৭ সালের ১৫ অগস্ট। লালকেল্লায় উড়ে ছিল ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা।
আজ এই পুণ্য দিনে একবার দেখা নেওয়া যাক ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকার কিছু অজানা তথ্য।
অতিমারীর আবহে এবারও বিধি মেনে হবে উদযাপন।
১ঃ ভারতের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকার ডিজাইন করেছিলেন অন্ধ্রপ্রদেশের স্বাধীনতা সংগ্রামী পিঙ্গলি বেঙ্গাইয়া।
২ঃ ১৯০৬ সালের ৭ অগস্ট এই কলকাতাতেই উড়েছিল প্রথম জাতীয় পতাকা।পার্সি বাগান স্কয়্যারে উত্তোলন করা হয়েছিল সবুজ, হলুদ, লাল রঙের পতাকা।
৩ঃবিদেশের মাটিতে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন ভিকাজি রুস্তম কামা।
৪ঃ পতাকা তৈরি করবে একমাত্র খাদি গ্রামোদ্যোগ সংযুক্ত সংঘ। যা হবে সুতির কিংবা রেশম কাপড়ের।
৫ঃ ১৯৫৩ সালের ২৯ মে প্রথম এভারেস্টের চূড়ায় জাতীয় পতাকা ওড়ান পর্বতারোহী তেনজিং নোরগে।
৬ঃ নিয়ম অনুযায়ী, একমাত্র দিনের বেলাতেই উত্তোলন করা যায় জাতীয় পতাকা। শুধু তাই নয়, যেখানে পতাকা উত্তোলন হবে তার উপরে অন্য কোনও পতাকা বা সিম্বল থাকতে পারবে না। পতাকা ভাঁজেরও সুনির্দিষ্ট নিয়ম রয়েছে।

আরও পড়ুন: ঐতিহ্যের ধোঁয়া!৭৫ তম স্বাধীনতা দিবসে বিশ্বের প্রাচীনতম স্টিম ইঞ্জিন চালল ভারত

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আজ ৭৫ তম স্বাধীনতা দিবস, আসুন জানি জাতীয় পতাকার কিছু অজানা তথ্য

আপডেট : ১৫ অগাস্ট ২০২১, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ আজ দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস। গভীর শ্রদ্ধার সঙ্গে সারা দেশ জুড়ে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। ২০০ বছরের ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্তি পেয়ে কাঙ্ক্ষিত এই স্বাধীনতা এসেছিল ১৯৪৭ সালের ১৫ অগস্ট। লালকেল্লায় উড়ে ছিল ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা।
আজ এই পুণ্য দিনে একবার দেখা নেওয়া যাক ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকার কিছু অজানা তথ্য।
অতিমারীর আবহে এবারও বিধি মেনে হবে উদযাপন।
১ঃ ভারতের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকার ডিজাইন করেছিলেন অন্ধ্রপ্রদেশের স্বাধীনতা সংগ্রামী পিঙ্গলি বেঙ্গাইয়া।
২ঃ ১৯০৬ সালের ৭ অগস্ট এই কলকাতাতেই উড়েছিল প্রথম জাতীয় পতাকা।পার্সি বাগান স্কয়্যারে উত্তোলন করা হয়েছিল সবুজ, হলুদ, লাল রঙের পতাকা।
৩ঃবিদেশের মাটিতে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন ভিকাজি রুস্তম কামা।
৪ঃ পতাকা তৈরি করবে একমাত্র খাদি গ্রামোদ্যোগ সংযুক্ত সংঘ। যা হবে সুতির কিংবা রেশম কাপড়ের।
৫ঃ ১৯৫৩ সালের ২৯ মে প্রথম এভারেস্টের চূড়ায় জাতীয় পতাকা ওড়ান পর্বতারোহী তেনজিং নোরগে।
৬ঃ নিয়ম অনুযায়ী, একমাত্র দিনের বেলাতেই উত্তোলন করা যায় জাতীয় পতাকা। শুধু তাই নয়, যেখানে পতাকা উত্তোলন হবে তার উপরে অন্য কোনও পতাকা বা সিম্বল থাকতে পারবে না। পতাকা ভাঁজেরও সুনির্দিষ্ট নিয়ম রয়েছে।

আরও পড়ুন: ঐতিহ্যের ধোঁয়া!৭৫ তম স্বাধীনতা দিবসে বিশ্বের প্রাচীনতম স্টিম ইঞ্জিন চালল ভারত