০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বৃদ্ধ পিতাকে পিঠে নিয়ে কাবা তাওয়াফ সন্তানের!

ইমামা খাতুন
  • আপডেট : ১৯ জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার
  • / 55

পুবের কলম ওয়েব ডেস্ক:  চারদিকে যখন স্বার্থের দ্বন্দ্ব ও সম্পত্তির প্রতি লোভ দেখা যাচ্ছে তখনই ভাইরাল হওয়া কয়েকটি ছবিতে প্রশান্তি খুঁজে পাচ্ছেন সবাই। ভাইরাল হওয়া ছবিগুলিতে দেখা যাচ্ছে, এক সন্তান তার বৃদ্ধ পিতাকে কাঁধে নিয়ে পবিত্র কাবা শরিফ তাওয়াফ করছেন। একই সঙ্গে দু’জনেরই তাওয়াফ চলছে। তাদের দেখেই বোঝা যাচ্ছে, বৃদ্ধ বাবাকে কাবা তাওয়াফের অনন্য সুযোগ করে দিতে তাকে কাঁধে তুলে নিয়েছেন তার সন্তান। উভয়ের চোখেই পানি। কিন্তু তাদের চেহারাই বলে দিচ্ছে, এ অশ্রু কোনও দুঃখের কিংবা কষ্টের নয়।

 

বরং স্বপ্নপূরণের ও ভালোবাসার। তাদের এ দৃশ্য আবেগাপ্লুত করে দিয়েছে উপস্থিত তাওয়াফরত অন্যদের। তাওয়াফের ফাঁকে বাবার প্রতি এমন দায়িত্ববোধ দেখে তারা ছেলেকে অভিনন্দন জানিয়েছেন। একজন লিখেছেন, ‘লোকটি ইসলামি মূল্যবোধের সত্যিকারের উদাহরণ।’ হারামাইন পর্ষদের ওয়েবসাইটসহ বিভিন্ন মাধ্যমে এমন কয়েকটি ছবি ঘুরপাক খাচ্ছে দু-তিন দিন ধরেই। তবে কোথাও তাদের কোনও পরিচয় উল্লেখ করা হয়নি। তাদের পরিচয় হয়তো জানা যেত, যদি তাদের এ সুন্দর যাত্রা থামিয়ে তাদের প্রশ্ন করা হতো।

 

কিন্তু কেউ তাদের বিরক্ত করতে চাননি।  তবে পোশাক-পরিচ্ছদ ও চেহারা দেখে ধারণা করা হচ্ছে তারা মধ্যপ্রাচ্যের কোনও এক দেশের নাগরিক হবেন। পরিচয় জানা ছাড়াই সবাই তাদের প্রশংসায় পঞ্চমুখ। কেউ কেউ অবশ্য বলছেন, বাবাকে হুইল চেয়ারে করে তাওয়াফ করানো যেত। কিন্তু মাতাফ তথা কাবার নিকটতম স্থানে হুইলচেয়ারের ব্যবহার অনুমোদিত নয়। হুইলচেয়ারে করে তাওয়াফ করার ব্যবস্থা রয়েছে মসজিদে হারামের দ্বিতীয় বা তৃতীয় তলায়। এর আগেও বহুবার বাবা কিংবা মাকে পিঠে, কোলে ও কাঁধে বহন করে সন্তানদের হজ-উমরাহ করতে দেখা গেছে। মূল্যবোধের অবক্ষয়ের যুগে এ যেন এক ফোঁটা স্বস্তির নিশ্বাস।

Tag :

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বৃদ্ধ পিতাকে পিঠে নিয়ে কাবা তাওয়াফ সন্তানের!

আপডেট : ১৯ জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্ক:  চারদিকে যখন স্বার্থের দ্বন্দ্ব ও সম্পত্তির প্রতি লোভ দেখা যাচ্ছে তখনই ভাইরাল হওয়া কয়েকটি ছবিতে প্রশান্তি খুঁজে পাচ্ছেন সবাই। ভাইরাল হওয়া ছবিগুলিতে দেখা যাচ্ছে, এক সন্তান তার বৃদ্ধ পিতাকে কাঁধে নিয়ে পবিত্র কাবা শরিফ তাওয়াফ করছেন। একই সঙ্গে দু’জনেরই তাওয়াফ চলছে। তাদের দেখেই বোঝা যাচ্ছে, বৃদ্ধ বাবাকে কাবা তাওয়াফের অনন্য সুযোগ করে দিতে তাকে কাঁধে তুলে নিয়েছেন তার সন্তান। উভয়ের চোখেই পানি। কিন্তু তাদের চেহারাই বলে দিচ্ছে, এ অশ্রু কোনও দুঃখের কিংবা কষ্টের নয়।

 

বরং স্বপ্নপূরণের ও ভালোবাসার। তাদের এ দৃশ্য আবেগাপ্লুত করে দিয়েছে উপস্থিত তাওয়াফরত অন্যদের। তাওয়াফের ফাঁকে বাবার প্রতি এমন দায়িত্ববোধ দেখে তারা ছেলেকে অভিনন্দন জানিয়েছেন। একজন লিখেছেন, ‘লোকটি ইসলামি মূল্যবোধের সত্যিকারের উদাহরণ।’ হারামাইন পর্ষদের ওয়েবসাইটসহ বিভিন্ন মাধ্যমে এমন কয়েকটি ছবি ঘুরপাক খাচ্ছে দু-তিন দিন ধরেই। তবে কোথাও তাদের কোনও পরিচয় উল্লেখ করা হয়নি। তাদের পরিচয় হয়তো জানা যেত, যদি তাদের এ সুন্দর যাত্রা থামিয়ে তাদের প্রশ্ন করা হতো।

 

কিন্তু কেউ তাদের বিরক্ত করতে চাননি।  তবে পোশাক-পরিচ্ছদ ও চেহারা দেখে ধারণা করা হচ্ছে তারা মধ্যপ্রাচ্যের কোনও এক দেশের নাগরিক হবেন। পরিচয় জানা ছাড়াই সবাই তাদের প্রশংসায় পঞ্চমুখ। কেউ কেউ অবশ্য বলছেন, বাবাকে হুইল চেয়ারে করে তাওয়াফ করানো যেত। কিন্তু মাতাফ তথা কাবার নিকটতম স্থানে হুইলচেয়ারের ব্যবহার অনুমোদিত নয়। হুইলচেয়ারে করে তাওয়াফ করার ব্যবস্থা রয়েছে মসজিদে হারামের দ্বিতীয় বা তৃতীয় তলায়। এর আগেও বহুবার বাবা কিংবা মাকে পিঠে, কোলে ও কাঁধে বহন করে সন্তানদের হজ-উমরাহ করতে দেখা গেছে। মূল্যবোধের অবক্ষয়ের যুগে এ যেন এক ফোঁটা স্বস্তির নিশ্বাস।