১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

অল ইন্ডিয়া ইমাম মোয়াজ্জিন এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আলোচনা সভা

ইমামা খাতুন
  • আপডেট : ২৫ জানুয়ারী ২০২৩, বুধবার
  • / 76

পুবের কলম ওয়েবডেস্ক:অল ইন্ডিয়া ইমাম মোয়াজ্জিন এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন খরগ্রাম ও বেল্ডাঙ্গা ২  ব্লক শাখার উদ্যোগে  ইমাম ময়াজ্জিন সংগঠনের মসজিদে  স্থানে  গুরুত্বপূর্ণ মিটিং অনুষ্ঠিত হলো। এদিনের সভায় ইমাম মুয়াজ্জিনদের বিবিধ সমস্যা ও তার সমাধানের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। ফারাক্কা ব্লকটি ঝাড়খন্ড রাজ্যের পার্শ্ববর্তী হওয়ার কারণে ঝাড়খণ্ডের অনেক ইমাম মুয়াজ্জিন বাংলার   মসজিদ্গুলোতে আধিপত্য বিস্তার করে ভাতা নিচ্ছেন। সে কারণে বাংলার বহু ইমাম মুয়াজ্জিন ওয়াকফ বোর্ড কর্তৃক প্রদত্ত সাম্মানিক ভাতা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। এ বিষয়টি নিয়ে এদিন গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

অল ইন্ডিয়া ইমাম মোয়াজ্জিন এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আলোচনা সভা

আরও পড়ুন: China’s foreign minister: সীমান্ত নিয়ে আলোচনায় ভারতে আসছেন চিনের বিদেশ মন্ত্রী

পাশাপাশি ইমাম মোয়াজ্জিন সাহেবদের জীবিত শংসাপত্রের সাথে প্রতিবেদন ফ্রম ফিলাপ করে দুটোই জমা করতে হবে, সাথে প্রুফ হিসেবে আধার কার্ডের ও ব্যাঙ্কের পাসবুক এর জেরক্স কপি জমা করতে হবে। জমা করার শেষ তারিখ আগামী ২৮শে ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত। কিভাবে ও কখন কার কাছে তা জমা করতে হবে, সে বিষয়টিও আলোচনায় উঠে আসে।

আরও পড়ুন: ৮ এপ্রিল তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক, নজরে হুইপ অমান্যকারী বিধায়করা

এই ব্লকে ইমাম মুয়াজ্জিনদের মধ্যে ভুল বোঝাবুঝি ও পারস্পরিক দূরত্ব দূর করে অল ইন্ডিয়া ইমাম মুয়াজিন এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ছাত্র ছায়ায় একত্রিত করা হয়। সকলকে মিলেমিশে এক হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। এতে ও ব্লকের সমস্ত ইমাম মুয়াজ্জিন অত্যন্ত আনন্দিত ও খুশির বহিঃপ্রকাশ করে।এদিনের সভায় উপস্থিত ছিলেন সংগঠনের জেলার সাধারণ সম্পাদক তথা রাজ্যের যুগ্ম সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, সংগঠনের সভাপতি মাওলানা মোজাফফার খান, নবনির্বাচিত জেলা ইমাম মুফতী আজমত।

আরও পড়ুন: অভিষেকের বৈঠকে বিশেষ নজর ‘ভূতুড়ে’ ভোটার তালিকায়

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অল ইন্ডিয়া ইমাম মোয়াজ্জিন এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আলোচনা সভা

আপডেট : ২৫ জানুয়ারী ২০২৩, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক:অল ইন্ডিয়া ইমাম মোয়াজ্জিন এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন খরগ্রাম ও বেল্ডাঙ্গা ২  ব্লক শাখার উদ্যোগে  ইমাম ময়াজ্জিন সংগঠনের মসজিদে  স্থানে  গুরুত্বপূর্ণ মিটিং অনুষ্ঠিত হলো। এদিনের সভায় ইমাম মুয়াজ্জিনদের বিবিধ সমস্যা ও তার সমাধানের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। ফারাক্কা ব্লকটি ঝাড়খন্ড রাজ্যের পার্শ্ববর্তী হওয়ার কারণে ঝাড়খণ্ডের অনেক ইমাম মুয়াজ্জিন বাংলার   মসজিদ্গুলোতে আধিপত্য বিস্তার করে ভাতা নিচ্ছেন। সে কারণে বাংলার বহু ইমাম মুয়াজ্জিন ওয়াকফ বোর্ড কর্তৃক প্রদত্ত সাম্মানিক ভাতা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। এ বিষয়টি নিয়ে এদিন গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

অল ইন্ডিয়া ইমাম মোয়াজ্জিন এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আলোচনা সভা

আরও পড়ুন: China’s foreign minister: সীমান্ত নিয়ে আলোচনায় ভারতে আসছেন চিনের বিদেশ মন্ত্রী

পাশাপাশি ইমাম মোয়াজ্জিন সাহেবদের জীবিত শংসাপত্রের সাথে প্রতিবেদন ফ্রম ফিলাপ করে দুটোই জমা করতে হবে, সাথে প্রুফ হিসেবে আধার কার্ডের ও ব্যাঙ্কের পাসবুক এর জেরক্স কপি জমা করতে হবে। জমা করার শেষ তারিখ আগামী ২৮শে ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত। কিভাবে ও কখন কার কাছে তা জমা করতে হবে, সে বিষয়টিও আলোচনায় উঠে আসে।

আরও পড়ুন: ৮ এপ্রিল তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক, নজরে হুইপ অমান্যকারী বিধায়করা

এই ব্লকে ইমাম মুয়াজ্জিনদের মধ্যে ভুল বোঝাবুঝি ও পারস্পরিক দূরত্ব দূর করে অল ইন্ডিয়া ইমাম মুয়াজিন এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ছাত্র ছায়ায় একত্রিত করা হয়। সকলকে মিলেমিশে এক হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। এতে ও ব্লকের সমস্ত ইমাম মুয়াজ্জিন অত্যন্ত আনন্দিত ও খুশির বহিঃপ্রকাশ করে।এদিনের সভায় উপস্থিত ছিলেন সংগঠনের জেলার সাধারণ সম্পাদক তথা রাজ্যের যুগ্ম সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, সংগঠনের সভাপতি মাওলানা মোজাফফার খান, নবনির্বাচিত জেলা ইমাম মুফতী আজমত।

আরও পড়ুন: অভিষেকের বৈঠকে বিশেষ নজর ‘ভূতুড়ে’ ভোটার তালিকায়