২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

উরস উপলক্ষে আজমেঢ় শরিফে প্রধানমন্ত্রীর দেওয়া চাদর চড়াবেন স্মৃতি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৫ জানুয়ারী ২০২৩, বুধবার
  • / 40

পুবের কলম, ওয়েবডেস্ক: আজমেঢ় শরিফ দরগা ইসলাম সম্প্রদায়ের মানুষের কাছে পবিত্র ধর্মস্থান হিসেবেই পরিচিত। গোটা বিশ্ব থেকেই ইসলাম ধর্মালম্বী মানুষ ছাড়াও ভিন ধর্মের মানুষ সারা বছর মাজারে ভিড় জমান।

এবার আজমেঢ় শরিফ দরগার মাজারে প্রধানমন্ত্রীর দেওয়া চাদর চড়ানো হবে উরস উপলক্ষে।  শুক্রবার খাজা মইনুদ্দিন চিস্তির ৮১১ তম উরস উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া সেই চাদর আজমেঢ় শরিফ দরগায় নিবেদন করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

আরও পড়ুন: পাথরচাপুড়িতে হযরত দাতা মেহবুব শাহ (রহ.)-এর উরস উপলক্ষে শুক্রবার শুরু হচ্ছে উরস উৎসব ও মেলা

প্রধানমন্ত্রী মোদি একটি ট্যুইট করে জানিয়েছেন, ‘উরস উপলক্ষে খাজা মইনুদ্দিন চিস্তির আজমেঢ় শরিফে দরগায় চাদর নিবেদন করা হবে’।

আরও পড়ুন: স্বামী বেঁচে আছে, টিপ পরেননি কেন? নারী দিবসের দিনে মহিলা বিক্রেতাকে ভর্ৎসনা বিজেপি সাংসদের

প্রধানমন্ত্রীর বাসভবনে উপস্থিত হয়ে তার কাছ থেকে এদিন এই চাদর গ্রহণ করেন কেন্দ্রীয় সংখ্যালঘু কৃষি বিষয়ক মন্ত্রী স্মৃতি ইরানি, বিজেপি মাইনোরিটি মোর্চার সভাপতি জামাল সিদ্দিকী। স্মৃতি ইরানির নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজমেঢ় শরিফ দরগায় চাদর চড়াবেন।

আরও পড়ুন: ৯৪৫ দিন পর মাস্ক পরার বাধ্যবাধকতা তুলল হংকং

জামাল সিদ্দিকী জানিয়েছেন, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে প্রধানমন্ত্রীর দেওয়া চাদর নিয়ে আমরা আজমেঢ় শরিফের পথে যাচ্ছি। তিনি বিশ্ব নেতৃত্বের পথে ভারতকে দেখতে চান। দেশের মানুষের কাছে এর মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা দিতে চান’।

উল্লেখ্য, খাজা মঈনুদ্দিন চিস্তি মানুষের কাছে খাজা গরীব নওয়াজ নামেও পরিচিত ছিলেন। তিনি ছিলেন চিস্তি ধারার একজন সুফি সাধক। তিনি নবী মুহাম্মদের সরাসরি বংশধর হিসেবে পরিচিত। সিস্তানে (বর্তমান পূর্ব ইরান এবং দক্ষিণ আফগানিস্তান) জন্মগ্রহণ করেন, তিনি লাহোর থেকে দিল্লি পর্যন্ত সমস্ত পথ ভ্রমণ করেন এবং অবশেষে আজমেঢ় শরিফে স্থায়ী হন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উরস উপলক্ষে আজমেঢ় শরিফে প্রধানমন্ত্রীর দেওয়া চাদর চড়াবেন স্মৃতি

আপডেট : ২৫ জানুয়ারী ২০২৩, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: আজমেঢ় শরিফ দরগা ইসলাম সম্প্রদায়ের মানুষের কাছে পবিত্র ধর্মস্থান হিসেবেই পরিচিত। গোটা বিশ্ব থেকেই ইসলাম ধর্মালম্বী মানুষ ছাড়াও ভিন ধর্মের মানুষ সারা বছর মাজারে ভিড় জমান।

এবার আজমেঢ় শরিফ দরগার মাজারে প্রধানমন্ত্রীর দেওয়া চাদর চড়ানো হবে উরস উপলক্ষে।  শুক্রবার খাজা মইনুদ্দিন চিস্তির ৮১১ তম উরস উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া সেই চাদর আজমেঢ় শরিফ দরগায় নিবেদন করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

আরও পড়ুন: পাথরচাপুড়িতে হযরত দাতা মেহবুব শাহ (রহ.)-এর উরস উপলক্ষে শুক্রবার শুরু হচ্ছে উরস উৎসব ও মেলা

প্রধানমন্ত্রী মোদি একটি ট্যুইট করে জানিয়েছেন, ‘উরস উপলক্ষে খাজা মইনুদ্দিন চিস্তির আজমেঢ় শরিফে দরগায় চাদর নিবেদন করা হবে’।

আরও পড়ুন: স্বামী বেঁচে আছে, টিপ পরেননি কেন? নারী দিবসের দিনে মহিলা বিক্রেতাকে ভর্ৎসনা বিজেপি সাংসদের

প্রধানমন্ত্রীর বাসভবনে উপস্থিত হয়ে তার কাছ থেকে এদিন এই চাদর গ্রহণ করেন কেন্দ্রীয় সংখ্যালঘু কৃষি বিষয়ক মন্ত্রী স্মৃতি ইরানি, বিজেপি মাইনোরিটি মোর্চার সভাপতি জামাল সিদ্দিকী। স্মৃতি ইরানির নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজমেঢ় শরিফ দরগায় চাদর চড়াবেন।

আরও পড়ুন: ৯৪৫ দিন পর মাস্ক পরার বাধ্যবাধকতা তুলল হংকং

জামাল সিদ্দিকী জানিয়েছেন, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে প্রধানমন্ত্রীর দেওয়া চাদর নিয়ে আমরা আজমেঢ় শরিফের পথে যাচ্ছি। তিনি বিশ্ব নেতৃত্বের পথে ভারতকে দেখতে চান। দেশের মানুষের কাছে এর মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা দিতে চান’।

উল্লেখ্য, খাজা মঈনুদ্দিন চিস্তি মানুষের কাছে খাজা গরীব নওয়াজ নামেও পরিচিত ছিলেন। তিনি ছিলেন চিস্তি ধারার একজন সুফি সাধক। তিনি নবী মুহাম্মদের সরাসরি বংশধর হিসেবে পরিচিত। সিস্তানে (বর্তমান পূর্ব ইরান এবং দক্ষিণ আফগানিস্তান) জন্মগ্রহণ করেন, তিনি লাহোর থেকে দিল্লি পর্যন্ত সমস্ত পথ ভ্রমণ করেন এবং অবশেষে আজমেঢ় শরিফে স্থায়ী হন।