০৭ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সরস্বতী পুজোয় অঞ্জলি দেওয়ার আর্জি খারিজ পার্থর, স্পেশাল মেনুতেই হতে হবে তুষ্ট

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৬ জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার
  • / 32

 

পুবের কলম ওয়েবডেস্ক: প্রেসিডেন্সি সংশোধনাগারের সরস্বতী পুজোর অঞ্জলিতেও ব্রাত্য হয়েই থেকে যেতে হচ্ছে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ অন্য শিক্ষাকর্তাদের। তবে অঞ্জলি দেওয়ার অনুমতি না মিললেও পুজোয় জেলে আয়োজিত বিশেষ মেনু থেকে বঞ্চিত হচ্ছেন না তাঁরা।
প্রেসিডেন্সি সংশোধনাগারের গ্রন্থাগারে বাগ্‌দেবীর আরাধনার আয়োজন করা হচ্ছে এ বারেও। বিচারাধীন এবং সাজাপ্রাপ্ত বন্দিরাই ওই পুজো করেন। এ বার পুজো করবেন জয়ন্ত চক্রবর্তী নামে ব্যাঙ্ক প্রতারণার মামলায় বিচারাধীন এক বন্দি।

আরও পড়ুন: সার্বিয়ার অনুরোধ প্রত্যাখ্যান ন্যাটোর

জেল সূত্রের খবর, নিয়োগ দুর্নীতির মামলায় ‘পয়লা বাইশ’ ওয়ার্ডে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ ও প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য। ‘তেইশ-চুয়াল্লিশ’ ওয়ার্ডে রয়েছেন প্রাক্তন শিক্ষাকর্তা সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিংহ,অশোক সাহা ও কল্যাণময় গঙ্গোপাধ্যায়। পার্থ, মানিক-সহ বাকি শিক্ষাকর্তারা জেল সুপার দেবাশিস চক্রবর্তীর কাছে এ বার সরস্বতী পুজোয় অঞ্জলি দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। কিন্তু জেল সূত্রের দাবি, আদালতের নির্দেশ মতো এবং পার্থদের নিরাপত্তার কথা মাথায় রেখেই আপাতত তাঁদের সেই ইচ্ছে বাতিল করেছেন জেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ওযুখানার ফোয়ারার কার্বন ডেটিং-এর আর্জি খারিজ করল আদালত

 

আরও পড়ুন: ডাক্তার হয়ে সমাজসেবা করার ইচ্ছে, স্বপ্নপূরণে সাহায্যের আর্জি মাসিদুলের আব্বার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সরস্বতী পুজোয় অঞ্জলি দেওয়ার আর্জি খারিজ পার্থর, স্পেশাল মেনুতেই হতে হবে তুষ্ট

আপডেট : ২৬ জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার

 

পুবের কলম ওয়েবডেস্ক: প্রেসিডেন্সি সংশোধনাগারের সরস্বতী পুজোর অঞ্জলিতেও ব্রাত্য হয়েই থেকে যেতে হচ্ছে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ অন্য শিক্ষাকর্তাদের। তবে অঞ্জলি দেওয়ার অনুমতি না মিললেও পুজোয় জেলে আয়োজিত বিশেষ মেনু থেকে বঞ্চিত হচ্ছেন না তাঁরা।
প্রেসিডেন্সি সংশোধনাগারের গ্রন্থাগারে বাগ্‌দেবীর আরাধনার আয়োজন করা হচ্ছে এ বারেও। বিচারাধীন এবং সাজাপ্রাপ্ত বন্দিরাই ওই পুজো করেন। এ বার পুজো করবেন জয়ন্ত চক্রবর্তী নামে ব্যাঙ্ক প্রতারণার মামলায় বিচারাধীন এক বন্দি।

আরও পড়ুন: সার্বিয়ার অনুরোধ প্রত্যাখ্যান ন্যাটোর

জেল সূত্রের খবর, নিয়োগ দুর্নীতির মামলায় ‘পয়লা বাইশ’ ওয়ার্ডে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ ও প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য। ‘তেইশ-চুয়াল্লিশ’ ওয়ার্ডে রয়েছেন প্রাক্তন শিক্ষাকর্তা সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিংহ,অশোক সাহা ও কল্যাণময় গঙ্গোপাধ্যায়। পার্থ, মানিক-সহ বাকি শিক্ষাকর্তারা জেল সুপার দেবাশিস চক্রবর্তীর কাছে এ বার সরস্বতী পুজোয় অঞ্জলি দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। কিন্তু জেল সূত্রের দাবি, আদালতের নির্দেশ মতো এবং পার্থদের নিরাপত্তার কথা মাথায় রেখেই আপাতত তাঁদের সেই ইচ্ছে বাতিল করেছেন জেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ওযুখানার ফোয়ারার কার্বন ডেটিং-এর আর্জি খারিজ করল আদালত

 

আরও পড়ুন: ডাক্তার হয়ে সমাজসেবা করার ইচ্ছে, স্বপ্নপূরণে সাহায্যের আর্জি মাসিদুলের আব্বার