০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রঞ্জি ট্রফি: দুরন্ত শাহবাজ, জয়ের দোরগোড়ায় বাংলা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২ ফেব্রুয়ারী ২০২৩, বৃহস্পতিবার
  • / 82

 

পুবের কলম ওয়েবডেস্ক: রঞ্জি ট্রফিতে বাংলার সেমিফাইনালে ওঠা এখন শুধু সময়ের অপেক্ষা। ইডেন গার্ডেন্সে তৃতীয় দিনের খেলার শেষে ঝাড়খণ্ড তাদের দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ১৬২ রান করেছে। এর আগে প্রথম ইনিংসে ঝাড়খণ্ডের ১৭৩ রানের জবাবে মনোজ তেওয়ারি ব্রিগেড করেছিল ৩২৮ রান। দুরন্ত ব্যাটিং করে দলের রান তিনশো পার করে দেন শাহবাজ আহমেদ। ৮২ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। শাহবাজ ৯টি চার ও দু’টি ছয় মারেন।
বৃহস্পতিবারের খেলার শেষে ঝাড়খণ্ড ৭ রানে এগিয়ে রয়েছে। খেলার এখনও দু’দিন বাকি রয়েছে। যা পরিস্থিতিতে, তাতে চতুর্থ দিনের শুরুতেই ম্যাচের ফয়সালা করে দিতে চাইবে মনোজ তেওয়ারি ব্রিগেড।
প্রথম ইনিংসে ১৫৫ রানে লিড পেয়েছিল বাংলা। তারপরে ব্যাট করতে নেমে বাংলার বোলারদের সামনে ফের নাজেহাল হয় ঝাড়খণ্ডের ব্যাটাররা। আকাশ দীপ ও আকাশ ঘটক শুরুতেই বিপক্ষ ব্যাটিংয়ে ধস নামান। পরে তাঁদের সঙ্গে যোগ দেন শাহবাজ আহমেদ। ঝাড়খণ্ডের প্রথম ৫ ব্যাটারের মধ্যে চারজনই দু’অঙ্কের ঘরে পৌঁছতে ব্যর্থ হন। প্রথম পাঁচ জনের মধ্যে একমাত্র আর্যমান সেন রান পেয়েছেন। তিনি দশটি চার ও একটি ছয়ের সাহায্যে ৬৪ রান করেন। এই পর্বে বাংলার পক্ষে দু’টি করে উইকেট দখল করেছেন শাহবাজ আহমেদ, আকাশ দীপ এবং আকাশ ঘটক। ইশান পোড়েলে পেয়েছেন একটি উইকেট।
বৃহস্পতিবার ২৩৮/৫ অবস্থায় খেলা শুরু করে বাংলা। বুধবারের অপরাজিত ব্যাটার অভিষেক পোড়েল (৩৩) এ দিন দ্রুত ফিরে যান। এরপরে একাই লড়াই করেন শাহবাজ। নীচের দিকের ব্যাটারদের নিয়ে দলের রান ৩০০ রান পান করে দেন তিনি। ঝাড়খণ্ডের পক্ষে তিনটি উইকেট পেয়েছেন আশিস কুমার।

আরও পড়ুন: SIR-এ বাংলার ১ কোটি ভুয়ো ভোটার বাদ যাবে: শুভেন্দু

Ranji Trophy,Bengal, on the brink, of victory

আরও পড়ুন: আগামীকাল ঘোষণা বাংলায় এসআইআর-এর দিনক্ষণ, প্রস্তুতিতে রবিবারও খোলা সিইও অফিস

আরও পড়ুন: অপরাধে ‘জিরো টলারেন্স’ নীতি বাংলার: গণধর্ষণ-কাণ্ডে সরকারের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রঞ্জি ট্রফি: দুরন্ত শাহবাজ, জয়ের দোরগোড়ায় বাংলা

আপডেট : ২ ফেব্রুয়ারী ২০২৩, বৃহস্পতিবার

 

পুবের কলম ওয়েবডেস্ক: রঞ্জি ট্রফিতে বাংলার সেমিফাইনালে ওঠা এখন শুধু সময়ের অপেক্ষা। ইডেন গার্ডেন্সে তৃতীয় দিনের খেলার শেষে ঝাড়খণ্ড তাদের দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ১৬২ রান করেছে। এর আগে প্রথম ইনিংসে ঝাড়খণ্ডের ১৭৩ রানের জবাবে মনোজ তেওয়ারি ব্রিগেড করেছিল ৩২৮ রান। দুরন্ত ব্যাটিং করে দলের রান তিনশো পার করে দেন শাহবাজ আহমেদ। ৮২ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। শাহবাজ ৯টি চার ও দু’টি ছয় মারেন।
বৃহস্পতিবারের খেলার শেষে ঝাড়খণ্ড ৭ রানে এগিয়ে রয়েছে। খেলার এখনও দু’দিন বাকি রয়েছে। যা পরিস্থিতিতে, তাতে চতুর্থ দিনের শুরুতেই ম্যাচের ফয়সালা করে দিতে চাইবে মনোজ তেওয়ারি ব্রিগেড।
প্রথম ইনিংসে ১৫৫ রানে লিড পেয়েছিল বাংলা। তারপরে ব্যাট করতে নেমে বাংলার বোলারদের সামনে ফের নাজেহাল হয় ঝাড়খণ্ডের ব্যাটাররা। আকাশ দীপ ও আকাশ ঘটক শুরুতেই বিপক্ষ ব্যাটিংয়ে ধস নামান। পরে তাঁদের সঙ্গে যোগ দেন শাহবাজ আহমেদ। ঝাড়খণ্ডের প্রথম ৫ ব্যাটারের মধ্যে চারজনই দু’অঙ্কের ঘরে পৌঁছতে ব্যর্থ হন। প্রথম পাঁচ জনের মধ্যে একমাত্র আর্যমান সেন রান পেয়েছেন। তিনি দশটি চার ও একটি ছয়ের সাহায্যে ৬৪ রান করেন। এই পর্বে বাংলার পক্ষে দু’টি করে উইকেট দখল করেছেন শাহবাজ আহমেদ, আকাশ দীপ এবং আকাশ ঘটক। ইশান পোড়েলে পেয়েছেন একটি উইকেট।
বৃহস্পতিবার ২৩৮/৫ অবস্থায় খেলা শুরু করে বাংলা। বুধবারের অপরাজিত ব্যাটার অভিষেক পোড়েল (৩৩) এ দিন দ্রুত ফিরে যান। এরপরে একাই লড়াই করেন শাহবাজ। নীচের দিকের ব্যাটারদের নিয়ে দলের রান ৩০০ রান পান করে দেন তিনি। ঝাড়খণ্ডের পক্ষে তিনটি উইকেট পেয়েছেন আশিস কুমার।

আরও পড়ুন: SIR-এ বাংলার ১ কোটি ভুয়ো ভোটার বাদ যাবে: শুভেন্দু

Ranji Trophy,Bengal, on the brink, of victory

আরও পড়ুন: আগামীকাল ঘোষণা বাংলায় এসআইআর-এর দিনক্ষণ, প্রস্তুতিতে রবিবারও খোলা সিইও অফিস

আরও পড়ুন: অপরাধে ‘জিরো টলারেন্স’ নীতি বাংলার: গণধর্ষণ-কাণ্ডে সরকারের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী