০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কেন্দ্র- রাজ্য চাপানউতোর, জমি জটে আটকে ৪৪ রেল প্রকল্পের কাজ

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৫ ফেব্রুয়ারী ২০২৩, রবিবার
  • / 60

Representative image

 

 

 

পুবের কলম ওয়েবডেস্ক:  আগামী বছরের লোকসভা ভোটকে সামনে রেখে এবার দ্বিতীয় নরেন্দ্র মোদি সরকারের বাজেট যে শুধু জনমুখী তাই নয় উদারিকরণের ছায়াও তাতে সুস্পষ্ট। ২০২৩-২০২৪ আর্থিক বাজেটে এবার বাংলার জন্য রেকর্ড বরাদ্দ করেছে রেলমন্ত্রক। এই দাবি পেশ করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ১১ হাজার ৯৭০ কোটি টাকা  বরাদ্দ করা হয়েছে বাংলার জন্য।

বাংলার কপালে এই বিপুল বরাদ্দ জুটলেও পিছু ছাড়ছেনা চাপানউতোর। কি নিয়ে এই চাপানউতোর এবার আসা যাক সেই প্রসঙ্গে। রেলমন্ত্রকের দাবি ইউপিএ জামানার থেকে তিনগুণ বেড়েছে বরাদ্দ।  অন্যদিকে রাজ্যের দাবি কেন্দ্র প্রাপ্য বরাদ্দ দিচ্ছেনা। কেন্দ্র পাল্টা যুক্তি দেখাচ্ছে  রাজ্য জমি অধিগ্রহণের জন্য যথাযথ সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেনা। তবে এত কিছুর পরেও কিন্তু  উত্তরবঙ্গের উদ্দেশ্যে  নিয়মিত পাড়ি জমাচ্ছে বন্দেভারত। প্রস্তাব অনুযায়ী দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনও চলার কথা দার্জিলিংয়ে।

 জমি জটের কারণেই নাকি রাজ্যে রেলের মোট ৪৪টি প্রকল্প আটকে রয়েছে। শুক্রবার পূর্ব রেলের সাংবাদিক বৈঠকে এমনটাই  দাবি করেছেন জেনারেল ম্যানেজার অরুণ আরোরা।

শান্তিপুর-নবদ্বীপ ব্রডগেজ লাইন, তারকেশ্বর-বিষ্ণুপুর রেল প্রকল্পের কাজও থমকে আছে। অনুমোদন পাওয়ার পর কোথাও কেটে গিয়েছে ১৪ বছরেরও বেশি সময়।

তবে এই পারস্পরিক চাপানউতোরের দায়ে কিন্তু ভোগান্তি শিকার হচ্ছেন কিন্তু রেলযাত্রীরাই।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কেন্দ্র- রাজ্য চাপানউতোর, জমি জটে আটকে ৪৪ রেল প্রকল্পের কাজ

আপডেট : ৫ ফেব্রুয়ারী ২০২৩, রবিবার

 

 

 

পুবের কলম ওয়েবডেস্ক:  আগামী বছরের লোকসভা ভোটকে সামনে রেখে এবার দ্বিতীয় নরেন্দ্র মোদি সরকারের বাজেট যে শুধু জনমুখী তাই নয় উদারিকরণের ছায়াও তাতে সুস্পষ্ট। ২০২৩-২০২৪ আর্থিক বাজেটে এবার বাংলার জন্য রেকর্ড বরাদ্দ করেছে রেলমন্ত্রক। এই দাবি পেশ করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ১১ হাজার ৯৭০ কোটি টাকা  বরাদ্দ করা হয়েছে বাংলার জন্য।

বাংলার কপালে এই বিপুল বরাদ্দ জুটলেও পিছু ছাড়ছেনা চাপানউতোর। কি নিয়ে এই চাপানউতোর এবার আসা যাক সেই প্রসঙ্গে। রেলমন্ত্রকের দাবি ইউপিএ জামানার থেকে তিনগুণ বেড়েছে বরাদ্দ।  অন্যদিকে রাজ্যের দাবি কেন্দ্র প্রাপ্য বরাদ্দ দিচ্ছেনা। কেন্দ্র পাল্টা যুক্তি দেখাচ্ছে  রাজ্য জমি অধিগ্রহণের জন্য যথাযথ সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেনা। তবে এত কিছুর পরেও কিন্তু  উত্তরবঙ্গের উদ্দেশ্যে  নিয়মিত পাড়ি জমাচ্ছে বন্দেভারত। প্রস্তাব অনুযায়ী দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনও চলার কথা দার্জিলিংয়ে।

 জমি জটের কারণেই নাকি রাজ্যে রেলের মোট ৪৪টি প্রকল্প আটকে রয়েছে। শুক্রবার পূর্ব রেলের সাংবাদিক বৈঠকে এমনটাই  দাবি করেছেন জেনারেল ম্যানেজার অরুণ আরোরা।

শান্তিপুর-নবদ্বীপ ব্রডগেজ লাইন, তারকেশ্বর-বিষ্ণুপুর রেল প্রকল্পের কাজও থমকে আছে। অনুমোদন পাওয়ার পর কোথাও কেটে গিয়েছে ১৪ বছরেরও বেশি সময়।

তবে এই পারস্পরিক চাপানউতোরের দায়ে কিন্তু ভোগান্তি শিকার হচ্ছেন কিন্তু রেলযাত্রীরাই।