০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আগামী ১৬ মাসের মধ্যেই আসতে চলেছে বন্দে ভারত মেট্রো

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৫ ফেব্রুয়ারী ২০২৩, রবিবার
  • / 72

 

 

 

পুবের কলম প্রতিবেদক: ভারতীয় রেলকে একসময় বলা হত বিশ্বের সবচেয়ে বড় নিয়োগ কর্তা। রেলবাজেটও একসময় পেশ করা হত স্বতন্ত্র ভাবেই। তবে পরবর্তীতে সাধারণ বাজেটের সঙ্গেই পেশ করা হয় রেল বাজেট। তবে তার গুরুত্বে কোনসময় কোন খামতি হয়নি। ২০২৩- ২৪ আর্থিক বছরের সাধারণ বাজেটে নিসন্দেহে সবচেয়ে বড় চমক বন্দেভারত মেট্রো। সেমি হাইস্পিড বন্দেভারত ট্রেন ইতিমধ্যেই দেশের বিভিন্ন গন্তব্যে তার যাত্রা শুরু করেছে । কিন্তু বন্দেভারত মেট্রো সেটা কি প্রকার। তাই নিয়ে কিন্তু কৌতূহলের শেষ নেই।

বন্দে ভারত ট্রেনের সাফল্যের পরেই মেট্রো নিয়ে চিন্তাভাবনা শুরু হয়। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির  মস্তিষ্কপ্রসূত এই মেট্রোর  চিন্তাভাবনা। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বীনী বৈষ্ণব। শনিবার হায়দ্রাবাদে বৈষ্ণব জানান আগামী ১২ থেকে ১৬ মাসের মধ্যেই এই ট্রেনের প্রোটোটাইপ আনা হবে। তারপরে অন্তত এক বছরের জন্য এই ট্রেনের ট্রায়াল রান করানো হবে। যদি ট্রায়াল রানে সাফল্য মেলে, তাহলে পুরদমে বন্দে মেট্রো চালু করা হবে। ১০০ কিলোমিটার দূরত্বের দুটি শহর এর মধ্যে চলবে এই ট্রেন। ( ১৫৪)

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আগামী ১৬ মাসের মধ্যেই আসতে চলেছে বন্দে ভারত মেট্রো

আপডেট : ৫ ফেব্রুয়ারী ২০২৩, রবিবার

 

 

 

পুবের কলম প্রতিবেদক: ভারতীয় রেলকে একসময় বলা হত বিশ্বের সবচেয়ে বড় নিয়োগ কর্তা। রেলবাজেটও একসময় পেশ করা হত স্বতন্ত্র ভাবেই। তবে পরবর্তীতে সাধারণ বাজেটের সঙ্গেই পেশ করা হয় রেল বাজেট। তবে তার গুরুত্বে কোনসময় কোন খামতি হয়নি। ২০২৩- ২৪ আর্থিক বছরের সাধারণ বাজেটে নিসন্দেহে সবচেয়ে বড় চমক বন্দেভারত মেট্রো। সেমি হাইস্পিড বন্দেভারত ট্রেন ইতিমধ্যেই দেশের বিভিন্ন গন্তব্যে তার যাত্রা শুরু করেছে । কিন্তু বন্দেভারত মেট্রো সেটা কি প্রকার। তাই নিয়ে কিন্তু কৌতূহলের শেষ নেই।

বন্দে ভারত ট্রেনের সাফল্যের পরেই মেট্রো নিয়ে চিন্তাভাবনা শুরু হয়। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির  মস্তিষ্কপ্রসূত এই মেট্রোর  চিন্তাভাবনা। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বীনী বৈষ্ণব। শনিবার হায়দ্রাবাদে বৈষ্ণব জানান আগামী ১২ থেকে ১৬ মাসের মধ্যেই এই ট্রেনের প্রোটোটাইপ আনা হবে। তারপরে অন্তত এক বছরের জন্য এই ট্রেনের ট্রায়াল রান করানো হবে। যদি ট্রায়াল রানে সাফল্য মেলে, তাহলে পুরদমে বন্দে মেট্রো চালু করা হবে। ১০০ কিলোমিটার দূরত্বের দুটি শহর এর মধ্যে চলবে এই ট্রেন। ( ১৫৪)