০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

তুরস্কে ভূমিকম্পে নিখোঁজ ঘানার জাতীয়দলের ফুটবলার আতসু,খোঁজ মিলছেনা গোলরক্ষক ইয়ুপেরও

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৭ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার
  • / 45

 

পুবের কলম ওয়েবডেস্ক:  তুরস্কের ভূমিকম্পে নিখোঁজ  ঘানার জাতীয় দলের ফুটবলার ক্রিশ্চিয়ান আতসুও । রবিবার পরিবর্ত হিসেবে খেলতে নেমেছিলেন আতসু।

আরও পড়ুন: ঘানায় পৌঁছাল তুরস্ক ভূমিকম্পে নিহত ফুটবলার ক্রিশ্চিয়ান আতসুর দেহ

 

খেলা যখন অতিরিক্ত সময়ে গড়ায়, তখন ঘানার জাতীয় দলের ফুটবলার ক্লাবের হয়ে গোল করেন। তাঁর গোলেই কাসিমপাসাকে হারায় হাতাইস্পোর।আতসুকে কেন্দ্র করে জয়ের আনন্দে মেতে ওঠেন দলীয় সতীর্থ এবং সমর্থকরা। কিন্তু সেই আনন্দ যে একেবারেই ক্ষণিকের তা কে জানত।

তখনও কাটেনি জয়ের রেশ তার মধ্যেই ভয়ঙ্কর ভূমিকম্প আছড়ে পড়ে তুরস্ক এবং সিরিয়ায়। ধংসস্তুপের মধ্যেই আটকে পড়েন আতসু। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি। সকলেই প্রার্থনা করছেন যেন অলৌকিক কিছু হোক। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় পাঁচ হাজারের কাছাকাছি।ঘানার ফুটবলার ক্রিশ্চিয়ান আতসু তুর্কি সুপার লিগের ক্লাব হেটাস্পোরের হয়ে খেলেন। তিনি ঘানা জাতীয় দলেরও একজন সদস্য। খেলেছেন চেলসি এবং নিউক্যাসলের হয়েও। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছেন হেটাস্পোর গোলরক্ষক আহমেত ইয়ুপও। এ ছাড়া দলটির সাপোর্ট স্টাফের অনেক সদস্যও ধ্বংসস্তূপের নীচে আটকা পড়েছে বলে খবর পাওয়া গিয়েছে।

 

গত বছরেই আতসু তুরস্কের ক্লাবে যোগদান করেন। এখানেই শেষ নয় ২০১৩-১৭ চেলসির হয়ে দাপটের সঙ্গে  খেলেছিলেন আতসু। ঘানার হয়ে ৬৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে ঘানার জার্সিতে মুল পর্বে খেলেন তিনি। ২০১৫ আফ্রিকান কাপ অফ নেশনসে টুর্নামেন্টের সেরা ফুটবলারও হয়েছিলেন।।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তুরস্কে ভূমিকম্পে নিখোঁজ ঘানার জাতীয়দলের ফুটবলার আতসু,খোঁজ মিলছেনা গোলরক্ষক ইয়ুপেরও

আপডেট : ৭ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার

 

পুবের কলম ওয়েবডেস্ক:  তুরস্কের ভূমিকম্পে নিখোঁজ  ঘানার জাতীয় দলের ফুটবলার ক্রিশ্চিয়ান আতসুও । রবিবার পরিবর্ত হিসেবে খেলতে নেমেছিলেন আতসু।

আরও পড়ুন: ঘানায় পৌঁছাল তুরস্ক ভূমিকম্পে নিহত ফুটবলার ক্রিশ্চিয়ান আতসুর দেহ

 

খেলা যখন অতিরিক্ত সময়ে গড়ায়, তখন ঘানার জাতীয় দলের ফুটবলার ক্লাবের হয়ে গোল করেন। তাঁর গোলেই কাসিমপাসাকে হারায় হাতাইস্পোর।আতসুকে কেন্দ্র করে জয়ের আনন্দে মেতে ওঠেন দলীয় সতীর্থ এবং সমর্থকরা। কিন্তু সেই আনন্দ যে একেবারেই ক্ষণিকের তা কে জানত।

তখনও কাটেনি জয়ের রেশ তার মধ্যেই ভয়ঙ্কর ভূমিকম্প আছড়ে পড়ে তুরস্ক এবং সিরিয়ায়। ধংসস্তুপের মধ্যেই আটকে পড়েন আতসু। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি। সকলেই প্রার্থনা করছেন যেন অলৌকিক কিছু হোক। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় পাঁচ হাজারের কাছাকাছি।ঘানার ফুটবলার ক্রিশ্চিয়ান আতসু তুর্কি সুপার লিগের ক্লাব হেটাস্পোরের হয়ে খেলেন। তিনি ঘানা জাতীয় দলেরও একজন সদস্য। খেলেছেন চেলসি এবং নিউক্যাসলের হয়েও। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছেন হেটাস্পোর গোলরক্ষক আহমেত ইয়ুপও। এ ছাড়া দলটির সাপোর্ট স্টাফের অনেক সদস্যও ধ্বংসস্তূপের নীচে আটকা পড়েছে বলে খবর পাওয়া গিয়েছে।

 

গত বছরেই আতসু তুরস্কের ক্লাবে যোগদান করেন। এখানেই শেষ নয় ২০১৩-১৭ চেলসির হয়ে দাপটের সঙ্গে  খেলেছিলেন আতসু। ঘানার হয়ে ৬৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে ঘানার জার্সিতে মুল পর্বে খেলেন তিনি। ২০১৫ আফ্রিকান কাপ অফ নেশনসে টুর্নামেন্টের সেরা ফুটবলারও হয়েছিলেন।।