০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বার্সেলোনা

ইমামা খাতুন
  • আপডেট : ১০ ফেব্রুয়ারী ২০২৩, শুক্রবার
  • / 130

পুবের কলম ওয়েবডেস্ক: ফিলিস্তিনিদের প্রতি ইসরাইল সরকারের ‘বর্ণবিদ্বেষী’ ও ‘দমনমূলক’ নীতির কারণে  সাময়িকভাবে দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে স্পেনের কাতালোনিয়ার রাজধানী বার্সেলোনা। ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বিষয়টি জানিয়ে একটি চিঠি দেওয়া হয়েছে বলে বার্সেলোনার মেয়র জানিয়েছেন।

তেল আবিব ও গাজার সঙ্গে বার্সেলোনার সম্পর্ক প্রায় ২৫ বছর পুরনো। তবে ইসরাইলের সঙ্গে সম্পর্ক সাময়িকভাবে  স্থগিত করেছে বার্সেলোনা।  অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সামরিক বাহিনীর অভিযান আগের চেয়ে বেড়েছে। বিশেষ করে গত বছরের শেষ দিকে কট্টর ডানপন্থী নেতা নেতানিয়াহু ইসরাইলের ক্ষমতায় আসার পর পশ্চিম তীরে সংঘাত আরও বেড়েছে।

আরও পড়ুন: গাজায় ফের ইসরায়েলি হামলায় নিহত ৪১, মোট প্রাণহানি ৫৮ হাজার ৬৬০ ছাড়াল

বার্সেলোনার মেয়র আদা কোলাউ বলেছেন, ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কাছে সম্পর্ক ছিন্ন করার বিষয়টি জানিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘ইসরাইল যত দিন না পর্যন্ত ফিলিস্তিনিদের মানবাধিকার পরিকল্পিতভাবে লঙ্ঘন করা বন্ধ করবে ততদিন এই সম্পর্ক ছিন্ন থাকবে।’

আরও পড়ুন: ইসরাইলকে ৪৩৬৫ কোটি টাকার অস্ত্র দিচ্ছে আমেরিকা, দেওয়া হবে ‘বম্ব গাইডেন্স কিট’ও

আদা কোলাউ বলেন, ‘ইসরাইল এবং দেশটির রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি’। বার্সেলোনার মেয়র জোর দিয়ে বলেন, ‘এই বয়কট মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করা ইসরাইল বা ফিলিস্তিনি জনগণের ওপর কার্যকর হবে না।’

আরও পড়ুন: গাজায় যুদ্ধ থামিয়ে ছেলেকে ফিরিয়ে আনুন, ট্রাম্পের কাছে কাতর আর্জি এক বন্দি ইসরায়েলি নাগরিকের মায়ের

১০০টি গোষ্ঠী ও ৪ হাজারেরও বেশি নাগরিক ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানোর পর বার্সেলোনার  সিটি কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছে বলে উল্লেখ করেন মেয়র। এদিকে, ইসরাইলের বিদেশমন্ত্রকের মুখপাত্র এবং  স্পেনে ইহুদি সম্প্রদায়ের জোট বার্সেলোনা সিটির এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। তবে এই সিদ্ধান্তকে স্বাগত  জানিয়েছেন ফিলিস্তিনিরা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বার্সেলোনা

আপডেট : ১০ ফেব্রুয়ারী ২০২৩, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক: ফিলিস্তিনিদের প্রতি ইসরাইল সরকারের ‘বর্ণবিদ্বেষী’ ও ‘দমনমূলক’ নীতির কারণে  সাময়িকভাবে দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে স্পেনের কাতালোনিয়ার রাজধানী বার্সেলোনা। ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বিষয়টি জানিয়ে একটি চিঠি দেওয়া হয়েছে বলে বার্সেলোনার মেয়র জানিয়েছেন।

তেল আবিব ও গাজার সঙ্গে বার্সেলোনার সম্পর্ক প্রায় ২৫ বছর পুরনো। তবে ইসরাইলের সঙ্গে সম্পর্ক সাময়িকভাবে  স্থগিত করেছে বার্সেলোনা।  অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সামরিক বাহিনীর অভিযান আগের চেয়ে বেড়েছে। বিশেষ করে গত বছরের শেষ দিকে কট্টর ডানপন্থী নেতা নেতানিয়াহু ইসরাইলের ক্ষমতায় আসার পর পশ্চিম তীরে সংঘাত আরও বেড়েছে।

আরও পড়ুন: গাজায় ফের ইসরায়েলি হামলায় নিহত ৪১, মোট প্রাণহানি ৫৮ হাজার ৬৬০ ছাড়াল

বার্সেলোনার মেয়র আদা কোলাউ বলেছেন, ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কাছে সম্পর্ক ছিন্ন করার বিষয়টি জানিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘ইসরাইল যত দিন না পর্যন্ত ফিলিস্তিনিদের মানবাধিকার পরিকল্পিতভাবে লঙ্ঘন করা বন্ধ করবে ততদিন এই সম্পর্ক ছিন্ন থাকবে।’

আরও পড়ুন: ইসরাইলকে ৪৩৬৫ কোটি টাকার অস্ত্র দিচ্ছে আমেরিকা, দেওয়া হবে ‘বম্ব গাইডেন্স কিট’ও

আদা কোলাউ বলেন, ‘ইসরাইল এবং দেশটির রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি’। বার্সেলোনার মেয়র জোর দিয়ে বলেন, ‘এই বয়কট মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করা ইসরাইল বা ফিলিস্তিনি জনগণের ওপর কার্যকর হবে না।’

আরও পড়ুন: গাজায় যুদ্ধ থামিয়ে ছেলেকে ফিরিয়ে আনুন, ট্রাম্পের কাছে কাতর আর্জি এক বন্দি ইসরায়েলি নাগরিকের মায়ের

১০০টি গোষ্ঠী ও ৪ হাজারেরও বেশি নাগরিক ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানোর পর বার্সেলোনার  সিটি কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছে বলে উল্লেখ করেন মেয়র। এদিকে, ইসরাইলের বিদেশমন্ত্রকের মুখপাত্র এবং  স্পেনে ইহুদি সম্প্রদায়ের জোট বার্সেলোনা সিটির এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। তবে এই সিদ্ধান্তকে স্বাগত  জানিয়েছেন ফিলিস্তিনিরা।