০৪ অগাস্ট ২০২৫, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দূর দূরান্ত থেকে আসেন রোগী, ৩০০ বেড বাড়ছে আর জি করে

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১১ ফেব্রুয়ারী ২০২৩, শনিবার
  • / 43

পুবের কলম প্রতিবেদক: দূর দূরান্ত থেকে অনেক রোগী আসেন। কিন্তু, বেডের অভাবে তাঁদের যাতে ফিরে যেতে না হয়, তাঁরা যাতে ঠিকমতো চিকিৎসার সুযোগ পান, এর জন্য আপাতত অন্তত ৩০০ বেড বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ।

কোনও হাসপাতাল থেকে কোনও রোগীকে যাতে চিকিৎসা না পেয়ে ফিরে যেতে না হয়, তা নিশ্চিত করতে প্রশাসনের শীর্ষ স্তর থেকে বিভিন্ন সময়ে বলা হয়েছে।

আরও পড়ুন: বেড়েই চলেছে টমেটোর দাম, কবে সস্তা হবে? জানাল কেন্দ্র

এ দিকে, অনেক সময় বেডের অভাবেও রোগীকে ফিরে যেতে হয়। এই ধরনের পরিস্থিতির মধ্যে পরিষেবা আরও উন্নত করতে বিভিন্ন হাসপাতালে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে। যেমন, আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। এই হাসপাতালের সঙ্গে অ্যানেক্স হাসপাতাল হিসাবে রয়েছে অবিনাশ দত্ত মেটারনিটি হোম, নর্থ সুবার্বান হাসপাতাল এবং ইন্দিরা মাতৃ সদন।

আরও পড়ুন: প্রবল গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুৎ বিভ্রাট

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সাম্প্রতিক বৈঠকে বেড বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, বিধায়ক চিকিৎসক সুদীপ্ত রায় বলেন, আমরা চেষ্টা করছি এখানকার পরিষেবা যাতে আরও উন্নত করা যায়।’ তিনি বলেন, ‘অনেক দূর দূরান্ত থেকে রোগীরা আসেন। বিশেষত উত্তর ২৪ পরগনার প্রত্যন্ত অঞ্চল, নদিয়া। রোগীরা যাতে হাসপাতালে এসে ঠিকমতো চিকিৎসার সুযোগ পান, তার জন্য আমরা ৩০০ বেড বাড়ানোর পরিকল্পনা নিয়েছি।

আরও পড়ুন: তেল উৎপাদন কমাবে সউদি আরব, বাড়ছে তেলের দাম

তবে আপাতত এই বেড বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে এখানকার অ্যানেক্স হাসপাতাল অবিনাশ দত্ত মেটারনিটি হোম এবং নর্থ সুবার্বান হাসপাতালের জন্য। নর্থ সুবার্বান হসপিটালে এখন ৩৭-টির মতো বেড রয়েছে। এখানে আরও অন্তত ১২০টি বেড বাড়ানো হবে।

অবিনাশ দত্ত মেটারনিটি হোমে বেডের ব্যবহার খুবই কম হয়। কিন্তু, এখানে ১০০টি বেড রয়েছে। এই ১০০টি বেড পুরোদমে চালু করার পাশাপাশি এখানে আরও ৫০টা বেড বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

শুধুমাত্র বেড বাড়ানোর পরিকল্পনা নয়। আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা পরিষেবার মান আরও উন্নত করতে অন্য বিভিন্ন পদক্ষেপও করা হচ্ছে। যেমন, ইতিমধ্যেই এখানকার অর্থোপেডিক বিভাগে এসি পে-কেবিন চালু করা হয়েছে। এখানকার গাইনি বিভাগে কোনও প্রসূতিকে যাতে বেডের অভাবে ফ্লোরে থাকতে না হয় তার জন্য রোগীকে অবিনাশ দত্ত মেটারনিটি হোমে স্থানান্তরের কথা ভাবা হয়েছে।

এর পাশাপাশি অবিনাশ দত্ত মেটারনিটি হোমে ২৪ ঘণ্টার জন্য যাতে সিজারিয়ান সেকশনের পরিষেবা চালু করা যায়, তার প্রক্রিয়া চলছে। আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তিনটি অ্যানেক্স হাসপাতালে বিভিন্ন বিভাগের বহির্বিভাগের পরিষেবা চালুর প্রক্রিয়া চলছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দূর দূরান্ত থেকে আসেন রোগী, ৩০০ বেড বাড়ছে আর জি করে

আপডেট : ১১ ফেব্রুয়ারী ২০২৩, শনিবার

পুবের কলম প্রতিবেদক: দূর দূরান্ত থেকে অনেক রোগী আসেন। কিন্তু, বেডের অভাবে তাঁদের যাতে ফিরে যেতে না হয়, তাঁরা যাতে ঠিকমতো চিকিৎসার সুযোগ পান, এর জন্য আপাতত অন্তত ৩০০ বেড বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ।

কোনও হাসপাতাল থেকে কোনও রোগীকে যাতে চিকিৎসা না পেয়ে ফিরে যেতে না হয়, তা নিশ্চিত করতে প্রশাসনের শীর্ষ স্তর থেকে বিভিন্ন সময়ে বলা হয়েছে।

আরও পড়ুন: বেড়েই চলেছে টমেটোর দাম, কবে সস্তা হবে? জানাল কেন্দ্র

এ দিকে, অনেক সময় বেডের অভাবেও রোগীকে ফিরে যেতে হয়। এই ধরনের পরিস্থিতির মধ্যে পরিষেবা আরও উন্নত করতে বিভিন্ন হাসপাতালে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে। যেমন, আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। এই হাসপাতালের সঙ্গে অ্যানেক্স হাসপাতাল হিসাবে রয়েছে অবিনাশ দত্ত মেটারনিটি হোম, নর্থ সুবার্বান হাসপাতাল এবং ইন্দিরা মাতৃ সদন।

আরও পড়ুন: প্রবল গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুৎ বিভ্রাট

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সাম্প্রতিক বৈঠকে বেড বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, বিধায়ক চিকিৎসক সুদীপ্ত রায় বলেন, আমরা চেষ্টা করছি এখানকার পরিষেবা যাতে আরও উন্নত করা যায়।’ তিনি বলেন, ‘অনেক দূর দূরান্ত থেকে রোগীরা আসেন। বিশেষত উত্তর ২৪ পরগনার প্রত্যন্ত অঞ্চল, নদিয়া। রোগীরা যাতে হাসপাতালে এসে ঠিকমতো চিকিৎসার সুযোগ পান, তার জন্য আমরা ৩০০ বেড বাড়ানোর পরিকল্পনা নিয়েছি।

আরও পড়ুন: তেল উৎপাদন কমাবে সউদি আরব, বাড়ছে তেলের দাম

তবে আপাতত এই বেড বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে এখানকার অ্যানেক্স হাসপাতাল অবিনাশ দত্ত মেটারনিটি হোম এবং নর্থ সুবার্বান হাসপাতালের জন্য। নর্থ সুবার্বান হসপিটালে এখন ৩৭-টির মতো বেড রয়েছে। এখানে আরও অন্তত ১২০টি বেড বাড়ানো হবে।

অবিনাশ দত্ত মেটারনিটি হোমে বেডের ব্যবহার খুবই কম হয়। কিন্তু, এখানে ১০০টি বেড রয়েছে। এই ১০০টি বেড পুরোদমে চালু করার পাশাপাশি এখানে আরও ৫০টা বেড বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

শুধুমাত্র বেড বাড়ানোর পরিকল্পনা নয়। আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা পরিষেবার মান আরও উন্নত করতে অন্য বিভিন্ন পদক্ষেপও করা হচ্ছে। যেমন, ইতিমধ্যেই এখানকার অর্থোপেডিক বিভাগে এসি পে-কেবিন চালু করা হয়েছে। এখানকার গাইনি বিভাগে কোনও প্রসূতিকে যাতে বেডের অভাবে ফ্লোরে থাকতে না হয় তার জন্য রোগীকে অবিনাশ দত্ত মেটারনিটি হোমে স্থানান্তরের কথা ভাবা হয়েছে।

এর পাশাপাশি অবিনাশ দত্ত মেটারনিটি হোমে ২৪ ঘণ্টার জন্য যাতে সিজারিয়ান সেকশনের পরিষেবা চালু করা যায়, তার প্রক্রিয়া চলছে। আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তিনটি অ্যানেক্স হাসপাতালে বিভিন্ন বিভাগের বহির্বিভাগের পরিষেবা চালুর প্রক্রিয়া চলছে।