২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নাগালান্ডে সবচেয়ে ধনী প্রার্থী মুখ্যমন্ত্রী নেইফিউ রিও, সম্পত্তির পরিমাণ ৪৬.৯৫ কোটি টাকা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১২ ফেব্রুয়ারী ২০২৩, রবিবার
  • / 34

 

পুবের কলম ওয়েবডেস্ক: ৪৬.৯৫ কোটি টাকার সম্পত্তির মালিক নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও। সে অনুযায়ী তিনি রাজ্যের সবচেয়ে ধনী ভোটপ্রার্থী। তাঁর মনোনয়নে সংযোজিত হলফনামায় এই তথ্য দিয়েছেন ‘ন্যাশনাল ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টি’ (এনডিপিপি)-প্ৰধান মুখ্যমন্ত্ৰী নেইফিউ রিও।

আরও পড়ুন: গুয়াহাটির পথ কুকুর নাগাল্যান্ডে চোরাচালান!

হলফনামা অনুযায়ী গত পাঁচ বছরে তাঁর সম্পত্তির পরিমাণ বেড়েছে ১০.৫৪ কোটি টাকা। ২০১৮ সালের নির্বাচনে প্রদত্ত মনোনয়নের সঙ্গে প্রদত্ত হলফনামায় তাঁর সম্পত্তি ৩৬.৪১ কোটি টাকা বলে ঘোষণা করেছিলেন।

আরও পড়ুন: বিরোধী শূন্য বিধানসভা হচ্ছে নাগাল্যান্ড

গত ৬ ফেব্রুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও উত্তর আঙ্গামী-২ আসনের জন্য তাঁর মনোনয়ন জমা দিয়েছেন। তার সঙ্গে সংযোজিত হলফনামায় প্রার্থী নেইফিউ রিও ঘোষণা করেন, তাঁর কাছে ৩০.৯৬ কোটি টাকার স্থাবর এবং ১৫.৯৯ কোটি টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে।

আরও পড়ুন: মহিলাদের জন্য ৩৩ শতাংশ কোটা সহ নাগাল্যান্ডে দুই দশক পর পুর নির্বাচন অনুষ্ঠিত হবে

অন্যদিকে, ৩০ নম্বর আলংটাকি (উপজাতি তফশিলি) আসনের বিজেপি-প্রার্থী দলের প্ৰদেশ সভাপতি তেমজেন ইমনা আলঙের মোট সম্পত্তি ১০.০৬ কোটি টাকা। তিনি তাঁর হলফনামায় ১.৪৭ কোটি টাকার অস্থাবর এবং ৮.৫৯ কোটি টাকার স্থাবর সম্পদ ঘোষণা করেছেন।

এছাড়া, নাগাল্যান্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং পেরেন আসনে এনডিপিপি প্রার্থী টিআর জেলিয়াং তাঁর মোট সম্পত্তি ৭.৩৭ কোটি টাকা ঘোষণা করেছেন।

এভাবে ৩৭ নম্বর ত্যুই (উপজাতি তফশিলি) আসনে বিজেপি প্রার্থী ইয়ানথুনগো প্যাটন তাঁর মোট ২.৮৫ কোটি টাকার সম্পত্তি ঘোষণা করেছেন। এর মধ্যে ৬০.২৪ লক্ষ টাকার অস্থাবর এবং ২.২৫ কোটি টাকার স্থাবর সম্পদ রয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নাগালান্ডে সবচেয়ে ধনী প্রার্থী মুখ্যমন্ত্রী নেইফিউ রিও, সম্পত্তির পরিমাণ ৪৬.৯৫ কোটি টাকা

আপডেট : ১২ ফেব্রুয়ারী ২০২৩, রবিবার

 

পুবের কলম ওয়েবডেস্ক: ৪৬.৯৫ কোটি টাকার সম্পত্তির মালিক নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও। সে অনুযায়ী তিনি রাজ্যের সবচেয়ে ধনী ভোটপ্রার্থী। তাঁর মনোনয়নে সংযোজিত হলফনামায় এই তথ্য দিয়েছেন ‘ন্যাশনাল ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টি’ (এনডিপিপি)-প্ৰধান মুখ্যমন্ত্ৰী নেইফিউ রিও।

আরও পড়ুন: গুয়াহাটির পথ কুকুর নাগাল্যান্ডে চোরাচালান!

হলফনামা অনুযায়ী গত পাঁচ বছরে তাঁর সম্পত্তির পরিমাণ বেড়েছে ১০.৫৪ কোটি টাকা। ২০১৮ সালের নির্বাচনে প্রদত্ত মনোনয়নের সঙ্গে প্রদত্ত হলফনামায় তাঁর সম্পত্তি ৩৬.৪১ কোটি টাকা বলে ঘোষণা করেছিলেন।

আরও পড়ুন: বিরোধী শূন্য বিধানসভা হচ্ছে নাগাল্যান্ড

গত ৬ ফেব্রুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও উত্তর আঙ্গামী-২ আসনের জন্য তাঁর মনোনয়ন জমা দিয়েছেন। তার সঙ্গে সংযোজিত হলফনামায় প্রার্থী নেইফিউ রিও ঘোষণা করেন, তাঁর কাছে ৩০.৯৬ কোটি টাকার স্থাবর এবং ১৫.৯৯ কোটি টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে।

আরও পড়ুন: মহিলাদের জন্য ৩৩ শতাংশ কোটা সহ নাগাল্যান্ডে দুই দশক পর পুর নির্বাচন অনুষ্ঠিত হবে

অন্যদিকে, ৩০ নম্বর আলংটাকি (উপজাতি তফশিলি) আসনের বিজেপি-প্রার্থী দলের প্ৰদেশ সভাপতি তেমজেন ইমনা আলঙের মোট সম্পত্তি ১০.০৬ কোটি টাকা। তিনি তাঁর হলফনামায় ১.৪৭ কোটি টাকার অস্থাবর এবং ৮.৫৯ কোটি টাকার স্থাবর সম্পদ ঘোষণা করেছেন।

এছাড়া, নাগাল্যান্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং পেরেন আসনে এনডিপিপি প্রার্থী টিআর জেলিয়াং তাঁর মোট সম্পত্তি ৭.৩৭ কোটি টাকা ঘোষণা করেছেন।

এভাবে ৩৭ নম্বর ত্যুই (উপজাতি তফশিলি) আসনে বিজেপি প্রার্থী ইয়ানথুনগো প্যাটন তাঁর মোট ২.৮৫ কোটি টাকার সম্পত্তি ঘোষণা করেছেন। এর মধ্যে ৬০.২৪ লক্ষ টাকার অস্থাবর এবং ২.২৫ কোটি টাকার স্থাবর সম্পদ রয়েছে।