০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চাপের মুখে প্রত্যাহার “গো আলিঙ্গন” দিবসের নির্দেশ, তার মাঝেই ভাইরাল হল বিজেপি সাংসদকে গরুর লাথি মারার ভিডিও

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১২ ফেব্রুয়ারী ২০২৩, রবিবার
  • / 35

প্রতীকী ছবি

 

 

 পুবের কলম ওয়েবডেস্ক: গোটা বিশ্ব ১৪ ফেব্রুয়ারি তারিখটিকে পালন করে ‘ভ্যালেন্টাইন্স ডে’ বা প্রেম দিবস হিসেবে। তবে, এবার ভারত সরকারের পক্ষ থেকে  পশু কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে দিনটিকে গরু আলিঙ্গন দিবস হিসেবে  পালন করার কথা বলা হয়,তবে সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়ে মিম এবং নানা ধরনের কৌতুক। চাপের মুখে এই নির্দেশ শেষ পর্যন্ত প্রত্যাহার করে পশু কল্যাণ মন্ত্রক । তবে এর মাঝেই ভাইরাল হয়েছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংসদ জিভিএল নরসিমহা রাওকে একটি গরুর লাথি মারার  ভিডিও।

কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জনা জ্যোতির দাবি , একটি গরুর মধ্যে ৩৩ কোটি দেব-দেবী বাস করেন।বিজেপি সাংসদকে গরুর লাথি মারার  ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য থেকে।

 

অন্ধ্র প্রদেশের গুন্টুর মির্চি ইয়ার্ড পরিদর্শন করছিলেন যখন  তখন ক্ষিপ্ত হয়ে গরুটি বিজেপি নেতাকে লাথি মারে। গেরুয়া শিবিরের দাবি কংগ্রেস উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই পুরাতন ভিডিওটি বাজারে ছড়িয়েছে।   তবে উদ্দেশ্য যাই হোক না কেন ইতিমধ্যে সরেস ট্যুইটে ছয়লাপ হয়েছে ট্যুইটার । একজন ট্যুইটার  ব্যবহারকারী লিখেছেন “ভক্ত বাদে সবাই বোঝে গরুর প্রতি বিজেপির ভালবাসা”। আর একজন লিখেছেন “এমনকি গরুও জালিয়াতিকে চিনতে পারে” ১৪ ফেব্রুয়ারির আগে এইভাবেই গরুকে কেন্দ্র করে রঙ্গরসিকতায় মেতেছেন নেটিজেনরা। (১৯৩)

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চাপের মুখে প্রত্যাহার “গো আলিঙ্গন” দিবসের নির্দেশ, তার মাঝেই ভাইরাল হল বিজেপি সাংসদকে গরুর লাথি মারার ভিডিও

আপডেট : ১২ ফেব্রুয়ারী ২০২৩, রবিবার

 

 

 পুবের কলম ওয়েবডেস্ক: গোটা বিশ্ব ১৪ ফেব্রুয়ারি তারিখটিকে পালন করে ‘ভ্যালেন্টাইন্স ডে’ বা প্রেম দিবস হিসেবে। তবে, এবার ভারত সরকারের পক্ষ থেকে  পশু কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে দিনটিকে গরু আলিঙ্গন দিবস হিসেবে  পালন করার কথা বলা হয়,তবে সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়ে মিম এবং নানা ধরনের কৌতুক। চাপের মুখে এই নির্দেশ শেষ পর্যন্ত প্রত্যাহার করে পশু কল্যাণ মন্ত্রক । তবে এর মাঝেই ভাইরাল হয়েছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংসদ জিভিএল নরসিমহা রাওকে একটি গরুর লাথি মারার  ভিডিও।

কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জনা জ্যোতির দাবি , একটি গরুর মধ্যে ৩৩ কোটি দেব-দেবী বাস করেন।বিজেপি সাংসদকে গরুর লাথি মারার  ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য থেকে।

 

অন্ধ্র প্রদেশের গুন্টুর মির্চি ইয়ার্ড পরিদর্শন করছিলেন যখন  তখন ক্ষিপ্ত হয়ে গরুটি বিজেপি নেতাকে লাথি মারে। গেরুয়া শিবিরের দাবি কংগ্রেস উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই পুরাতন ভিডিওটি বাজারে ছড়িয়েছে।   তবে উদ্দেশ্য যাই হোক না কেন ইতিমধ্যে সরেস ট্যুইটে ছয়লাপ হয়েছে ট্যুইটার । একজন ট্যুইটার  ব্যবহারকারী লিখেছেন “ভক্ত বাদে সবাই বোঝে গরুর প্রতি বিজেপির ভালবাসা”। আর একজন লিখেছেন “এমনকি গরুও জালিয়াতিকে চিনতে পারে” ১৪ ফেব্রুয়ারির আগে এইভাবেই গরুকে কেন্দ্র করে রঙ্গরসিকতায় মেতেছেন নেটিজেনরা। (১৯৩)