০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বর্ধমানের ভাতারে বাঁশ দিয়ে পিটিয়ে স্ত্রীকে খুন,  ধৃত স্বামী 

পারিজাত মোল্লা,  বর্ধমান:  পূর্ব বর্ধমান জেলার ভাতারের রাজীপুর গ্রামে এক আদিবাসী গৃহবধূকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন স্বামীর। স্বামী স্ত্রীর বচসার মর্মান্তিক পরিণতি হল স্ত্রীর। বাঁশ ও কাস্তে দিয়ে স্ত্রীকে খুনের অভিযোগ। ঘটনাকে ঘিরে ব‍্যাপক চাঞ্চল‍্য পূর্ব বর্ধমানের ভাতারের রাজিপুর গ্ৰামে। মৃতের নাম মুঙ্গলী মাড্ডি(৩০)। অভিযুক্ত স্বামী সুরেশ মান্ডি। ঘটনার পর এলাকাবাসীরা  অভিযুক্তকে আটক করে তুলে দেয় ভাতার থানার পুলিশের হাতে। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

জানা গেছে,  দিন তিনেক আগে ঝাড়খণ্ডের দুমকা থেকে ভাতারের রাজিপুর গ্ৰামের মোহাম্মদ ইউসুফ শেখের ধান জমিতে কাজে আসে মাড্ডি দম্পতি। গত রবিবার  সন্ধ‍্যায় মদ‍্যপ সুরেশ মাড্ডি স্ত্রীর সঙ্গে ব‍্যাপক অশান্তি করে। তারপর তা মিটেও যায়।

আরও পড়ুন: সমাজের ‘দণ্ডমুণ্ডের কর্তা’ যখন খুনি! লোহার রড দিয়ে পিটিয়ে অন্তঃসত্ত্বা প্রেমিকাকে খুন বিবাহিত পুরোহিতের

সোমবার  সকালে ফের অশান্তি শুরু করে সুরেশ। স্ত্রীকে জমিতে কাজে যাওয়ার কথা বলে। তা নিয়েই কথা কাটাকাটি শুরু হয়। এরই মধ‍্যে সুরেশ বাঁশ দিয়ে ব‍্যাপক মারধর করে স্ত্রী মুঙ্গলী মাড্ডিকে। এমনকি কাস্তে দিয়েও এলোপাথাড়ি আঘাত করে শরীরে। মারের চোটে মারা যায় স্ত্রী। খবর দেওয়া হয় ভাতার থানায়।

আরও পড়ুন: বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীকে খুন, গ্রেফতার স্বামী

পুলিশ আসে ঘটনাস্থলে। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ভাতার থানায়। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: বেঙ্গালুরুর মন্দিরে দলিত মহিলাকে হেনস্থা! থাপ্পড় মারা সহ পেটানো হল লাঠি দিয়ে, ভাইরাল ভিডিও

পবিত্র কুরআন সঙ্গে রেখে স্টেশনে দাঁড়িয়ে শপথ, নিউ ইয়র্ককে কী বার্তা দিলেন মেয়র জোহরান মামদানি?

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বর্ধমানের ভাতারে বাঁশ দিয়ে পিটিয়ে স্ত্রীকে খুন,  ধৃত স্বামী 

আপডেট : ১৩ ফেব্রুয়ারী ২০২৩, সোমবার

পারিজাত মোল্লা,  বর্ধমান:  পূর্ব বর্ধমান জেলার ভাতারের রাজীপুর গ্রামে এক আদিবাসী গৃহবধূকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন স্বামীর। স্বামী স্ত্রীর বচসার মর্মান্তিক পরিণতি হল স্ত্রীর। বাঁশ ও কাস্তে দিয়ে স্ত্রীকে খুনের অভিযোগ। ঘটনাকে ঘিরে ব‍্যাপক চাঞ্চল‍্য পূর্ব বর্ধমানের ভাতারের রাজিপুর গ্ৰামে। মৃতের নাম মুঙ্গলী মাড্ডি(৩০)। অভিযুক্ত স্বামী সুরেশ মান্ডি। ঘটনার পর এলাকাবাসীরা  অভিযুক্তকে আটক করে তুলে দেয় ভাতার থানার পুলিশের হাতে। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

জানা গেছে,  দিন তিনেক আগে ঝাড়খণ্ডের দুমকা থেকে ভাতারের রাজিপুর গ্ৰামের মোহাম্মদ ইউসুফ শেখের ধান জমিতে কাজে আসে মাড্ডি দম্পতি। গত রবিবার  সন্ধ‍্যায় মদ‍্যপ সুরেশ মাড্ডি স্ত্রীর সঙ্গে ব‍্যাপক অশান্তি করে। তারপর তা মিটেও যায়।

আরও পড়ুন: সমাজের ‘দণ্ডমুণ্ডের কর্তা’ যখন খুনি! লোহার রড দিয়ে পিটিয়ে অন্তঃসত্ত্বা প্রেমিকাকে খুন বিবাহিত পুরোহিতের

সোমবার  সকালে ফের অশান্তি শুরু করে সুরেশ। স্ত্রীকে জমিতে কাজে যাওয়ার কথা বলে। তা নিয়েই কথা কাটাকাটি শুরু হয়। এরই মধ‍্যে সুরেশ বাঁশ দিয়ে ব‍্যাপক মারধর করে স্ত্রী মুঙ্গলী মাড্ডিকে। এমনকি কাস্তে দিয়েও এলোপাথাড়ি আঘাত করে শরীরে। মারের চোটে মারা যায় স্ত্রী। খবর দেওয়া হয় ভাতার থানায়।

আরও পড়ুন: বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীকে খুন, গ্রেফতার স্বামী

পুলিশ আসে ঘটনাস্থলে। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ভাতার থানায়। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: বেঙ্গালুরুর মন্দিরে দলিত মহিলাকে হেনস্থা! থাপ্পড় মারা সহ পেটানো হল লাঠি দিয়ে, ভাইরাল ভিডিও