০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কি ভাবে ঘটল বিস্ফোরণ, জয়নগরে পাঁচ সদস্যের ফরেনসিক টিম

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৪ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার
  • / 63

 

 

আরও পড়ুন: মেনুতে থাকে টক দই! জেনে নিন কি কি হতে পারে

 

 

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : জয়নগরে গ্যাস বেলুনের সিলিন্ডার বিস্ফোরণের  ঘটনাস্থল পরিদর্শন  করলেন ৫ সদস্য এর ফরেন্সিক দল।এদিন তাদের  ঘটনাস্থলে  যান জয়নগর সি আই দেবাঞ্জন সেন,বকুলতলা থানার ওসি তাপস মন্ডল সহ পুলিশের বিশেষ টিম।ফরেন্সিক দলের সদস্যরা নমুনা সংগ্রহ করেন। স্থানীয়দের সঙ্গেও  কথা বলেন।পুরো ঘটনা  লিপিবদ্ধ করেন।মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জয়নগরের সাংসদ প্রতিমা মন্ডল। তিনি বলেন,এই ঘটনা মর্মান্তিক, দুঃখজনক। যেকোন মৃত্যুই এইভাবে কাম্য নয়।সরকার ও আমি একজন সাংসদ হিসাবে মৃতের পরিবারদের পাশে আছি।

 

ইতিমধ্যে রবিবার রাতের ওই ঘটনার পরে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকপ্রকাশ করেছেন।উল্লেখ্য, রবিবার রাতে জয়নগর বিধানসভার বাটরা এলাকায় একটি অনুষ্ঠান চলছিল। কয়েক হাজার মানুষ ওই অনুষ্ঠান দেখতে এসেছিলেন।    মেলা বসেছিল হরেকরকম দোকানপাঠ।অনুষ্ঠানের অনতিদূরে উওর পুদুয়ায় মেলা উপলক্ষে গ্যাস বেলুনের সিলিন্ডার নিয়ে দোকান দিয়েছিল মুচিরাম হালদার নামে এক ব্যক্তি। আর ঐ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ  ঘটে যায়।বেলুন বিক্রেতা সহ চারজনের এই ঘটনায় মৃত্যু ঘটে।আহত হন প্রায় দশ জন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কি ভাবে ঘটল বিস্ফোরণ, জয়নগরে পাঁচ সদস্যের ফরেনসিক টিম

আপডেট : ১৪ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার

 

 

আরও পড়ুন: মেনুতে থাকে টক দই! জেনে নিন কি কি হতে পারে

 

 

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : জয়নগরে গ্যাস বেলুনের সিলিন্ডার বিস্ফোরণের  ঘটনাস্থল পরিদর্শন  করলেন ৫ সদস্য এর ফরেন্সিক দল।এদিন তাদের  ঘটনাস্থলে  যান জয়নগর সি আই দেবাঞ্জন সেন,বকুলতলা থানার ওসি তাপস মন্ডল সহ পুলিশের বিশেষ টিম।ফরেন্সিক দলের সদস্যরা নমুনা সংগ্রহ করেন। স্থানীয়দের সঙ্গেও  কথা বলেন।পুরো ঘটনা  লিপিবদ্ধ করেন।মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জয়নগরের সাংসদ প্রতিমা মন্ডল। তিনি বলেন,এই ঘটনা মর্মান্তিক, দুঃখজনক। যেকোন মৃত্যুই এইভাবে কাম্য নয়।সরকার ও আমি একজন সাংসদ হিসাবে মৃতের পরিবারদের পাশে আছি।

 

ইতিমধ্যে রবিবার রাতের ওই ঘটনার পরে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকপ্রকাশ করেছেন।উল্লেখ্য, রবিবার রাতে জয়নগর বিধানসভার বাটরা এলাকায় একটি অনুষ্ঠান চলছিল। কয়েক হাজার মানুষ ওই অনুষ্ঠান দেখতে এসেছিলেন।    মেলা বসেছিল হরেকরকম দোকানপাঠ।অনুষ্ঠানের অনতিদূরে উওর পুদুয়ায় মেলা উপলক্ষে গ্যাস বেলুনের সিলিন্ডার নিয়ে দোকান দিয়েছিল মুচিরাম হালদার নামে এক ব্যক্তি। আর ঐ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ  ঘটে যায়।বেলুন বিক্রেতা সহ চারজনের এই ঘটনায় মৃত্যু ঘটে।আহত হন প্রায় দশ জন।