০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

তুরস্ক ও সিরিয়ায় সাত কোটি টাকার বেশি ওষুধ ও চিকিৎসা সামগ্রী দিয়েছে ভারত: মনসুখ মান্ডব্য

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৫ ফেব্রুয়ারী ২০২৩, বুধবার
  • / 23

 

পুবের কলম ওয়েবডেস্ক: ভূমিকম্প বিধ্বস্ত সিরিয়া-তুরস্কের পাশে সবরকমভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ভারত। পাঠানো হয়েছে ত্রাণ সামগ্রী, জীবনদায়ী ওষুধ। ইতিমধ্যেই ওষুধ ও চিকিৎসা সামগ্রী মিলিয়ে সাত কোটি টাকারও বেশি সাহায্য পাঠানো হয়েছে ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ায়। মঙ্গলবার একথা জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্যও একটি ট্যুইট করে জানিয়েছেন, ‘ভারত নিজের ‘বসুধৈব কুটুম্বকম’ পরম্পরা অনুযায়ী দুই দেশকে সবরকমভাবে সাহায্য চালিয়ে যাচ্ছে।’

৬ ফেব্রুয়ারি তিন ট্রাক ভর্তি ত্রাণসামগ্রী হিন্দোন এয়ার বেস থেকে পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল। ১২ ঘণ্টার মধ্যে অতি প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল বলে এক বিবৃতিতে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। সেই সময় ৫ হাজার ৯৪৫ টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে ভূমিকম্প বিধ্বস্ত সিরিয়া ও তুরস্কে। এর মধ্যে রয়েছে ২৭ ধরনের জীবনদায়ী ওষুধ, দুই ধরনের প্রোটেকটিভ আইটেম এবং বিভিন্ন ক্রিটিকাল কেয়ার সামগ্রী। যার মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি টাকা।

এরপর ১০ ফেব্রুয়ারি আরও বেশি পরিমাণে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয় তুরস্ক ও সিরিয়ায়। সিরিয়ায় পাঠানো হয়েছিল ৭.৩ টন ওজনের ৭২ ধরনের ক্রিটিকাল কেয়ার ওষুধ, যার মূল্য ১ কোটি ৪০ লাখ টাকা। আর তুরস্কে পাঠানো হয়েছে ১৪ ধরনের মেডিক্যাল ও ক্রিটিক্যাল কেয়ার সামগ্রী, যার মূল্য় প্রায় ৪ কোটি টাকা। সব মিলিয়ে এখনও পর্যন্ত সাত কোটি টাকার ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠানো হয়েছে ভূমিকম্প বিধ্বস্ত দুই দেশে।

প্রসঙ্গত, যখনই কোনও দেশ বিপদে পড়েছে, তখনই পাশে দাঁড়িয়েছে ভারত। তা করোনার বিরুদ্ধে লড়াইয়েই হোক, বা যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে মানবিক সাহায্য পাঠানো হোক… ভারত সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তুরস্ক ও সিরিয়ায় সাত কোটি টাকার বেশি ওষুধ ও চিকিৎসা সামগ্রী দিয়েছে ভারত: মনসুখ মান্ডব্য

আপডেট : ১৫ ফেব্রুয়ারী ২০২৩, বুধবার

 

পুবের কলম ওয়েবডেস্ক: ভূমিকম্প বিধ্বস্ত সিরিয়া-তুরস্কের পাশে সবরকমভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ভারত। পাঠানো হয়েছে ত্রাণ সামগ্রী, জীবনদায়ী ওষুধ। ইতিমধ্যেই ওষুধ ও চিকিৎসা সামগ্রী মিলিয়ে সাত কোটি টাকারও বেশি সাহায্য পাঠানো হয়েছে ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ায়। মঙ্গলবার একথা জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্যও একটি ট্যুইট করে জানিয়েছেন, ‘ভারত নিজের ‘বসুধৈব কুটুম্বকম’ পরম্পরা অনুযায়ী দুই দেশকে সবরকমভাবে সাহায্য চালিয়ে যাচ্ছে।’

৬ ফেব্রুয়ারি তিন ট্রাক ভর্তি ত্রাণসামগ্রী হিন্দোন এয়ার বেস থেকে পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল। ১২ ঘণ্টার মধ্যে অতি প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল বলে এক বিবৃতিতে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। সেই সময় ৫ হাজার ৯৪৫ টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে ভূমিকম্প বিধ্বস্ত সিরিয়া ও তুরস্কে। এর মধ্যে রয়েছে ২৭ ধরনের জীবনদায়ী ওষুধ, দুই ধরনের প্রোটেকটিভ আইটেম এবং বিভিন্ন ক্রিটিকাল কেয়ার সামগ্রী। যার মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি টাকা।

এরপর ১০ ফেব্রুয়ারি আরও বেশি পরিমাণে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয় তুরস্ক ও সিরিয়ায়। সিরিয়ায় পাঠানো হয়েছিল ৭.৩ টন ওজনের ৭২ ধরনের ক্রিটিকাল কেয়ার ওষুধ, যার মূল্য ১ কোটি ৪০ লাখ টাকা। আর তুরস্কে পাঠানো হয়েছে ১৪ ধরনের মেডিক্যাল ও ক্রিটিক্যাল কেয়ার সামগ্রী, যার মূল্য় প্রায় ৪ কোটি টাকা। সব মিলিয়ে এখনও পর্যন্ত সাত কোটি টাকার ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠানো হয়েছে ভূমিকম্প বিধ্বস্ত দুই দেশে।

প্রসঙ্গত, যখনই কোনও দেশ বিপদে পড়েছে, তখনই পাশে দাঁড়িয়েছে ভারত। তা করোনার বিরুদ্ধে লড়াইয়েই হোক, বা যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে মানবিক সাহায্য পাঠানো হোক… ভারত সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।