১৬ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

করাচি সদর পুলিশের কার্যালয়ে সন্ত্রাসী হানা, নিহত কমপক্ষে সাত, নিকেশ তিন হামলাকারী

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৮ ফেব্রুয়ারী ২০২৩, শনিবার
  • / 171

 

পুবের কলম ওয়েবডেস্ক: পাকিস্তানের পুলিশ প্রধানের কার্যালয়ে সন্ত্রাসী হামলা।শুক্রবার রাতে করাচি পুলিশের সদর দফতরে হামলা চালায় সন্ত্রাসীরা। আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে পড়ে পুলিশের সদর দফতরে। তার পর শুরু হয় দু-পক্ষের গুলির লড়াই। আত্মঘাতী বিস্ফোরণ হয়েছে বলেও খবর। সেদেশের সংবাদমাধ্যম ডন জানিয়েছে আট থেকে ১০ জনের একটি বন্দুকধারী দল এই হামলা চালায়।

আরও পড়ুন: জঙ্গি হামলায় পুরীর জগন্নাথ মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি

শুক্রবার রাতে ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, গোলাগুলির ঘটনায় কমপক্ষে ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিহত হয়েছে তিন সন্ত্রাসী।

আরও পড়ুন: ফের বড়সড় জঙ্গি হামলা পাকিস্তানে, ৯০ জনকে হত্যার দাবি বিএলএ-এর

সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং সংশ্লিষ্ট ডিআইজিদের তাদের জোন থেকে পুলিশ সদস্যদের সেখানে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মুরাদ আলি শাহ জানিয়েছেন, পুলিশ প্রধানের অফিসে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি চাই অতিরিক্ত আইজি অফিসে হামলাকারীদের গ্রেপ্তার করা হোক।

এ বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের কাছ থেকে একটি প্রতিবেদনও চেয়েছেন মুখ্যমন্ত্রী এবং জানিয়েছেন যে, তিনি ব্যক্তিগতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

এদিকে, এক বিবৃতিতে হামলার শিকার হওয়ার কথা জানিয়েছে সদর থানা পুলিশও। এসএইচও,পিআই খালিদ হুসেন মেমন জানিয়েছেন, করাচি পুলিশ অফিসের কাছে সদর থানায় হামলা চালিয়েছে অজ্ঞাতরা। সেখানে সর্বত্র গুলি চলছে।

সিন্ধুর তথ্যমন্ত্রী শারজিল মেমন বলেছেন, পুলিশ ও রেঞ্জার্সের অতিরিক্ত সেনাদল ঘটনাস্থলে পৌঁছেছে।

দু’জন সন্ত্রাসী পুলিশের ঊর্দি পরে সামনের দরজা দিয়ে ঢোকে। কয়েক জন ঢোকে পিছনের দরজা দিয়েও। পুলিশের ওই কার্যালয়ের একটি তলা খালি করে ফেলা হয়। বেশ কয়েক জন থেকে যান দফতরের ভিতরেই। সন্ত্রাসী মুক্ত হওয়ার পর পাক পুলিশ ট্যুইটও করে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

করাচি সদর পুলিশের কার্যালয়ে সন্ত্রাসী হানা, নিহত কমপক্ষে সাত, নিকেশ তিন হামলাকারী

আপডেট : ১৮ ফেব্রুয়ারী ২০২৩, শনিবার

 

পুবের কলম ওয়েবডেস্ক: পাকিস্তানের পুলিশ প্রধানের কার্যালয়ে সন্ত্রাসী হামলা।শুক্রবার রাতে করাচি পুলিশের সদর দফতরে হামলা চালায় সন্ত্রাসীরা। আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে পড়ে পুলিশের সদর দফতরে। তার পর শুরু হয় দু-পক্ষের গুলির লড়াই। আত্মঘাতী বিস্ফোরণ হয়েছে বলেও খবর। সেদেশের সংবাদমাধ্যম ডন জানিয়েছে আট থেকে ১০ জনের একটি বন্দুকধারী দল এই হামলা চালায়।

আরও পড়ুন: জঙ্গি হামলায় পুরীর জগন্নাথ মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি

শুক্রবার রাতে ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, গোলাগুলির ঘটনায় কমপক্ষে ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিহত হয়েছে তিন সন্ত্রাসী।

আরও পড়ুন: ফের বড়সড় জঙ্গি হামলা পাকিস্তানে, ৯০ জনকে হত্যার দাবি বিএলএ-এর

সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং সংশ্লিষ্ট ডিআইজিদের তাদের জোন থেকে পুলিশ সদস্যদের সেখানে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মুরাদ আলি শাহ জানিয়েছেন, পুলিশ প্রধানের অফিসে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি চাই অতিরিক্ত আইজি অফিসে হামলাকারীদের গ্রেপ্তার করা হোক।

এ বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের কাছ থেকে একটি প্রতিবেদনও চেয়েছেন মুখ্যমন্ত্রী এবং জানিয়েছেন যে, তিনি ব্যক্তিগতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

এদিকে, এক বিবৃতিতে হামলার শিকার হওয়ার কথা জানিয়েছে সদর থানা পুলিশও। এসএইচও,পিআই খালিদ হুসেন মেমন জানিয়েছেন, করাচি পুলিশ অফিসের কাছে সদর থানায় হামলা চালিয়েছে অজ্ঞাতরা। সেখানে সর্বত্র গুলি চলছে।

সিন্ধুর তথ্যমন্ত্রী শারজিল মেমন বলেছেন, পুলিশ ও রেঞ্জার্সের অতিরিক্ত সেনাদল ঘটনাস্থলে পৌঁছেছে।

দু’জন সন্ত্রাসী পুলিশের ঊর্দি পরে সামনের দরজা দিয়ে ঢোকে। কয়েক জন ঢোকে পিছনের দরজা দিয়েও। পুলিশের ওই কার্যালয়ের একটি তলা খালি করে ফেলা হয়। বেশ কয়েক জন থেকে যান দফতরের ভিতরেই। সন্ত্রাসী মুক্ত হওয়ার পর পাক পুলিশ ট্যুইটও করে।