০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
৭ মার্চ শবেবরাত
ইমামা খাতুন
- আপডেট : ২২ ফেব্রুয়ারী ২০২৩, বুধবার
- / 61
পুবের কলম প্রতিবেদক: মঙ্গলবার আরবি ক্যালেন্ডারের ১৪৪৪ হিজবির শাবান মাসের চাঁদ দেখা গিয়েছে। মঙ্গলবার মসজিদ এ নাখোদা মারকাজি রুহিয়াতে হিলাল কমিটির পক্ষ থেকে আহ্বায়ক নাসের ইব্রাহিম একথা জানিয়েছে। এদিন তিনি আরও জানিয়েছেন, পবিত্র রমযান মাসের আগের মাস এই শাবান মাস। আরবি ক্যালেন্ডারে যে কয়েকটি মাস অধিক গুরুত্বপূর্ণ তার মধ্যে শাবান মাস অত্যন্ত মর্যাদার। তাঁর কথায়,মঙ্গলবার শাবান মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামি ১৪ শাবান ইংরাজি ৭মার্চ মঙ্গলবার দিবাগত রাত শবেবরাত পালিত হবে।
Tag :



























