২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
মরুভূমির প্রথম গম আসছে বাজারে

ইমামা খাতুন
- আপডেট : ২৩ ফেব্রুয়ারী ২০২৩, বৃহস্পতিবার
- / 124
পুবের কলম ওয়েবডেস্কঃ মরুভূমিতে গম চাষ। অসাধ্যকে সাধন করল আমির শাহির সরকার। শারজায় তৈরি হল বিশাল গম খেত। এক সময় এই প্রকল্প কল্পনাতীত বলে মনে হলেও এখন সেটা বাস্তব পরিণতি পেয়েছে। মরুর বুকে সবুজের সমারোহ দেখতে দেশ-বিদেশ থেকে ছুটে আসছে সৌন্দর্যপিপাসু মানুষ। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, ধূসর মরুভূমি পরিণত হয়েছে সবুজ মরুদ্যানে। কয়েক বছর আগেও মালিহার এই মরুভূমি প্রাণহীন, বিরান ছিল। আজ তা সবুজে ছেয়ে গেছে। আরবের ছোট্ট শহর শারজার মালিহাতে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে শুরু হয়েছে গম চাষ। কমপক্ষে ৪০০ হেক্টর জমি জুড়ে এই চাষ করা হচ্ছে, যা ৫০০ ফুটবল গ্রাউন্ডের সমান।
Courtesy: Youtube