মানবিক পুলিশ: হাইমাদ্রাসা পরীক্ষার্থী কে নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিলেন ডায়মন্ডহারবার ওসি ট্রাফিক
- আপডেট : ১ মার্চ ২০২৩, বুধবার
- / 30
ওবাইদুল্লা লস্কর, ডায়মন্ডহারবার: মাধ্যমিক পরীক্ষা হল প্রতিটি ছাত্র ছাত্রী-এর পরবর্তী জীবনের প্রথম সোপান। মঙ্গলবার বেলা ১১:৩৫ নাগাদ OC, Diamond Harbour STG, শ্রী লালন সিং খবর পান একজন হাই মাদ্রাসা পরীক্ষার্থী যার নাম রুমা খাতূন, পিতার নাম: নাসিরউদ্দিন লস্কর আলিম ডায়মন্ডহারবার হারবার স্টেশন-এ কান্না কাটি করছে নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌছাতে পারবে না বলে।
পরীক্ষার্থীর জেদ আর ডায়মন্ডহারবার ট্রাফিক গার্ড- এর অঙ্গীকার। খবর পেয়ে ওসি ট্রাফিক তৎক্ষণাৎ একজন কন্সটবল মারফত বাইক সহযোগে ওই ছাত্রীকে নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌছাবার ব্যবস্থ্যা করে দেন।
ছাত্রীটির পরীক্ষা দিতে পারার উচ্ছাস, আবেগ আমাদের পাথেয় জানান ওই পুলিশ অফিসার। আরো অনেক অনেক এগিয়ে চল। মাধ্যমিক, হাই মাদ্রাসা সহ সকল বোর্ড এক্সামিনেশন- এর ছাত্র ছাত্রীদের ডায়মন্ডহারবার পুলিশ জেলার পক্ষ থেকে শুভ কামনা রইল।