০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মানবিক পুলিশ: হাইমাদ্রাসা পরীক্ষার্থী কে নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিলেন ডায়মন্ডহারবার ওসি ট্রাফিক

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১ মার্চ ২০২৩, বুধবার
  • / 30

 

ওবাইদুল্লা লস্কর, ডায়মন্ডহারবার: মাধ্যমিক পরীক্ষা হল প্রতিটি ছাত্র ছাত্রী-এর পরবর্তী জীবনের প্রথম সোপান। মঙ্গলবার বেলা ১১:৩৫ নাগাদ OC, Diamond Harbour STG, শ্রী লালন সিং খবর পান একজন হাই মাদ্রাসা পরীক্ষার্থী যার নাম রুমা খাতূন, পিতার নাম: নাসিরউদ্দিন লস্কর আলিম ডায়মন্ডহারবার হারবার স্টেশন-এ কান্না কাটি করছে নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌছাতে পারবে না বলে।
পরীক্ষার্থীর জেদ আর ডায়মন্ডহারবার ট্রাফিক গার্ড- এর অঙ্গীকার। খবর পেয়ে ওসি ট্রাফিক তৎক্ষণাৎ একজন কন্সটবল মারফত বাইক সহযোগে ওই ছাত্রীকে নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌছাবার ব্যবস্থ্যা করে দেন।

আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বিনামূল্যে টোটো পরিষেবা

ছাত্রীটির পরীক্ষা দিতে পারার উচ্ছাস, আবেগ আমাদের পাথেয় জানান ওই পুলিশ অফিসার। আরো অনেক অনেক এগিয়ে চল। মাধ্যমিক, হাই মাদ্রাসা সহ সকল বোর্ড এক্সামিনেশন- এর ছাত্র ছাত্রীদের ডায়মন্ডহারবার পুলিশ জেলার পক্ষ থেকে শুভ কামনা রইল।

আরও পড়ুন: ১০ বছর পর খুনের আসামীর সাজা ঘোষণা ডায়মন্ড হারবারে

 

আরও পড়ুন: রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হাসপাতাল, বিক্ষোভ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মানবিক পুলিশ: হাইমাদ্রাসা পরীক্ষার্থী কে নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিলেন ডায়মন্ডহারবার ওসি ট্রাফিক

আপডেট : ১ মার্চ ২০২৩, বুধবার

 

ওবাইদুল্লা লস্কর, ডায়মন্ডহারবার: মাধ্যমিক পরীক্ষা হল প্রতিটি ছাত্র ছাত্রী-এর পরবর্তী জীবনের প্রথম সোপান। মঙ্গলবার বেলা ১১:৩৫ নাগাদ OC, Diamond Harbour STG, শ্রী লালন সিং খবর পান একজন হাই মাদ্রাসা পরীক্ষার্থী যার নাম রুমা খাতূন, পিতার নাম: নাসিরউদ্দিন লস্কর আলিম ডায়মন্ডহারবার হারবার স্টেশন-এ কান্না কাটি করছে নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌছাতে পারবে না বলে।
পরীক্ষার্থীর জেদ আর ডায়মন্ডহারবার ট্রাফিক গার্ড- এর অঙ্গীকার। খবর পেয়ে ওসি ট্রাফিক তৎক্ষণাৎ একজন কন্সটবল মারফত বাইক সহযোগে ওই ছাত্রীকে নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌছাবার ব্যবস্থ্যা করে দেন।

আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বিনামূল্যে টোটো পরিষেবা

ছাত্রীটির পরীক্ষা দিতে পারার উচ্ছাস, আবেগ আমাদের পাথেয় জানান ওই পুলিশ অফিসার। আরো অনেক অনেক এগিয়ে চল। মাধ্যমিক, হাই মাদ্রাসা সহ সকল বোর্ড এক্সামিনেশন- এর ছাত্র ছাত্রীদের ডায়মন্ডহারবার পুলিশ জেলার পক্ষ থেকে শুভ কামনা রইল।

আরও পড়ুন: ১০ বছর পর খুনের আসামীর সাজা ঘোষণা ডায়মন্ড হারবারে

 

আরও পড়ুন: রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হাসপাতাল, বিক্ষোভ