১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

শবে বরাত: গোরস্থানগুলিতে বিশেষ ব্যবস্থা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৬ মার্চ ২০২৩, সোমবার
  • / 49

পুবের কলম প্রতিবেদক: মঙ্গলবার দিবাগত রাতেই পালিত হবে শবে বরাত। মুসলিমরা এ উপলক্ষে রোযা রাখেন। অনেকেই নফল ইবাদত ও গোরস্থানে জিয়ারত করতে যান। সেই কাজে যাতে সমস্যা না হয়, তাই শহরের গোরস্থানগুলিতে বিশেষ ব্যবস্থা থাকবে।

জানা গিয়েছে, অন্যান্য বছরের মতো এবারও সংশ্লিষ্ট এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হবে। পানীয় জল, ওজুর জায়গা ও অন্যান্য ব্যবস্থাপনা থাকছে পুরনিগমের তরফে।

আরও পড়ুন: বোরকা পরা ভোটারদের জন্য ভোটকেন্দ্রে বিশেষ ব্যবস্থা

পর্যাপ্ত আলোর বন্দোবস্ত করা হবে বলেও খবর। গোরবা, বাগমারী বা ষোলআনা মসজিদ সংলগ্ন কবরস্থানগুলিতে বহু মানুষ জিয়ারত করতে যান। সেইসব ধর্মপ্রাণ মানুষদের কথা ভেবে বাড়তি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় জঙ্গল লাগোয়া এলাকায় পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছতে দিতে বিশেষ ব্যবস্থা বনদফতরের

অন্যদিকে শহর কলকাতার বিভিন্ন মসজিদে শবে বরাত নিয়ে বাড়তি তৎপরতা রয়েছে।

এ বিষয়ে জাকারিয়া স্ট্রিটের এলাকার বিশিষ্ট সমাজসেবী ইরফান আলি তাজ বলেন, আমরা মসজিদের আশেপাশের এলাকা পরিষ্কার রাখার দিকে নজর রাখছি।

মাগরিবের সময় ১০ থেকে ১৫ হাজার মানুষ জমায়েত হতে পারেন, সেইদিকে খেয়াল রেখে বিশেষ ব্যবস্থা করা হবে।

মুসল্লিদের চা-কফি পানের বন্দোবস্ত করা হবে বলেও তিনি জানান।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শবে বরাত: গোরস্থানগুলিতে বিশেষ ব্যবস্থা

আপডেট : ৬ মার্চ ২০২৩, সোমবার

পুবের কলম প্রতিবেদক: মঙ্গলবার দিবাগত রাতেই পালিত হবে শবে বরাত। মুসলিমরা এ উপলক্ষে রোযা রাখেন। অনেকেই নফল ইবাদত ও গোরস্থানে জিয়ারত করতে যান। সেই কাজে যাতে সমস্যা না হয়, তাই শহরের গোরস্থানগুলিতে বিশেষ ব্যবস্থা থাকবে।

জানা গিয়েছে, অন্যান্য বছরের মতো এবারও সংশ্লিষ্ট এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হবে। পানীয় জল, ওজুর জায়গা ও অন্যান্য ব্যবস্থাপনা থাকছে পুরনিগমের তরফে।

আরও পড়ুন: বোরকা পরা ভোটারদের জন্য ভোটকেন্দ্রে বিশেষ ব্যবস্থা

পর্যাপ্ত আলোর বন্দোবস্ত করা হবে বলেও খবর। গোরবা, বাগমারী বা ষোলআনা মসজিদ সংলগ্ন কবরস্থানগুলিতে বহু মানুষ জিয়ারত করতে যান। সেইসব ধর্মপ্রাণ মানুষদের কথা ভেবে বাড়তি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় জঙ্গল লাগোয়া এলাকায় পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছতে দিতে বিশেষ ব্যবস্থা বনদফতরের

অন্যদিকে শহর কলকাতার বিভিন্ন মসজিদে শবে বরাত নিয়ে বাড়তি তৎপরতা রয়েছে।

এ বিষয়ে জাকারিয়া স্ট্রিটের এলাকার বিশিষ্ট সমাজসেবী ইরফান আলি তাজ বলেন, আমরা মসজিদের আশেপাশের এলাকা পরিষ্কার রাখার দিকে নজর রাখছি।

মাগরিবের সময় ১০ থেকে ১৫ হাজার মানুষ জমায়েত হতে পারেন, সেইদিকে খেয়াল রেখে বিশেষ ব্যবস্থা করা হবে।

মুসল্লিদের চা-কফি পানের বন্দোবস্ত করা হবে বলেও তিনি জানান।