০৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দোলের দিন বেলেল্লাপনা করায় পুলিশের জালে ২১২,  হোলিতেও শহরে কড়া নিরাপত্তা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৮ মার্চ ২০২৩, বুধবার
  • / 95

পুবের কলম প্রতিবেদক: আগেই জানানো হয়েছিল উৎসবের সময় সতর্ক থাকবে পুলিশ। কোথাও আইন ভাঙার ঘটনা ঘটলেই ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের তরফে কড়া সতর্কতা থাকা সত্ত্বেও দোলের দিন শহরে বেলেল্লাপনা রোখা গেল না। ফলে মঙ্গলবার দোলে অভব্যতার অভিযোগে ২১২ জনকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে,  মঙ্গলবার সকাল থেকেই কলকাতায় ছিল কড়া পুলিশি নজরদারি। মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ বাহিনী। বুধবারও প্রায় তিন হাজার পুলিশ রয়েছে। কলকাতার ৬৬টি ঘাটে ছিল পুলিশ প্রহরা।

জানা গিয়েছে,  রং খেলার পর স্নান করতে নেমে জলে ডুবে শহরে দু’জনের মৃত্যু হয়েছে। দোলে বন্ধুদের সঙ্গে রং খেলার পর দুপুরে মানিকতলা অরবিন্দ পল্লিতে জলাশয়ে স্নান করতে নেমে তলিয়ে যান সুশান্ত পাইন নামে এক ব্যক্তি।

আরও পড়ুন: ওডিশার নাবালিকাকে যৌন হেনস্থা, গ্রেফতার স্ব-ঘোষিত গুরু

ঘটনাস্থলে আসে মানিকতলা থানার পুলিশ। অর্ণব হাজরা নামে নেতাজি নগরের এক যুবকও জলে ডুবে মারা গিয়েছে বলে খবর। সূত্রে খবর, অর্ণব ও সুশান্ত দু’জনেই মদ্যপান করে জলে নেমেছিলেন।

আরও পড়ুন: তন্ত্রমন্ত্রে অসুখ সারানোর আশ্বাস, নাবালিকাকে ঘরে নিয়ে গিয়ে যৌন হেনস্তা ধর্মগুরুর

পুলিশ সূত্রে খবর,  দোলের দিনই ছিল সবেবরাত। তাই নামানো হয়েছিল ১৩০০ অতিরিক্ত পুলিশ।   দোলের দিন শহরে নেমেছিলেন ২৬ জন ডিসি।  আর সবেবরাতের জন্য রাতে ছিলেন ৩জন ডিসি। বুধবার হোলিতে ডিসিরা রয়েছেন। দিন ও রাতে ৪৪টি বাইক টহল দিচ্ছে। হেভি রেডিয়ো ফ্লাইং স্কোয়াডের মধ্যে দিনে ছিল ২৭টি ও ১৯টি রাতে। দোলে জোর করে গায়ে রং দেওয়া, গাড়িতে রং ছোড়া  ইত্যাদি অপরাধে ২১২ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। শহর থেকে ২৮ লিটার নিষিদ্ধ মদ উদ্ধার হয়েছে।

আরও পড়ুন: গ্রেফতার Sonam Wangchuk! ‘তৈরিই ছিলাম’ বললেন লাদাখের ‘র‍্যাঞ্চো’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দোলের দিন বেলেল্লাপনা করায় পুলিশের জালে ২১২,  হোলিতেও শহরে কড়া নিরাপত্তা

আপডেট : ৮ মার্চ ২০২৩, বুধবার

পুবের কলম প্রতিবেদক: আগেই জানানো হয়েছিল উৎসবের সময় সতর্ক থাকবে পুলিশ। কোথাও আইন ভাঙার ঘটনা ঘটলেই ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের তরফে কড়া সতর্কতা থাকা সত্ত্বেও দোলের দিন শহরে বেলেল্লাপনা রোখা গেল না। ফলে মঙ্গলবার দোলে অভব্যতার অভিযোগে ২১২ জনকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে,  মঙ্গলবার সকাল থেকেই কলকাতায় ছিল কড়া পুলিশি নজরদারি। মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ বাহিনী। বুধবারও প্রায় তিন হাজার পুলিশ রয়েছে। কলকাতার ৬৬টি ঘাটে ছিল পুলিশ প্রহরা।

জানা গিয়েছে,  রং খেলার পর স্নান করতে নেমে জলে ডুবে শহরে দু’জনের মৃত্যু হয়েছে। দোলে বন্ধুদের সঙ্গে রং খেলার পর দুপুরে মানিকতলা অরবিন্দ পল্লিতে জলাশয়ে স্নান করতে নেমে তলিয়ে যান সুশান্ত পাইন নামে এক ব্যক্তি।

আরও পড়ুন: ওডিশার নাবালিকাকে যৌন হেনস্থা, গ্রেফতার স্ব-ঘোষিত গুরু

ঘটনাস্থলে আসে মানিকতলা থানার পুলিশ। অর্ণব হাজরা নামে নেতাজি নগরের এক যুবকও জলে ডুবে মারা গিয়েছে বলে খবর। সূত্রে খবর, অর্ণব ও সুশান্ত দু’জনেই মদ্যপান করে জলে নেমেছিলেন।

আরও পড়ুন: তন্ত্রমন্ত্রে অসুখ সারানোর আশ্বাস, নাবালিকাকে ঘরে নিয়ে গিয়ে যৌন হেনস্তা ধর্মগুরুর

পুলিশ সূত্রে খবর,  দোলের দিনই ছিল সবেবরাত। তাই নামানো হয়েছিল ১৩০০ অতিরিক্ত পুলিশ।   দোলের দিন শহরে নেমেছিলেন ২৬ জন ডিসি।  আর সবেবরাতের জন্য রাতে ছিলেন ৩জন ডিসি। বুধবার হোলিতে ডিসিরা রয়েছেন। দিন ও রাতে ৪৪টি বাইক টহল দিচ্ছে। হেভি রেডিয়ো ফ্লাইং স্কোয়াডের মধ্যে দিনে ছিল ২৭টি ও ১৯টি রাতে। দোলে জোর করে গায়ে রং দেওয়া, গাড়িতে রং ছোড়া  ইত্যাদি অপরাধে ২১২ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। শহর থেকে ২৮ লিটার নিষিদ্ধ মদ উদ্ধার হয়েছে।

আরও পড়ুন: গ্রেফতার Sonam Wangchuk! ‘তৈরিই ছিলাম’ বললেন লাদাখের ‘র‍্যাঞ্চো’